বাড়ি নেই, গাড়ি নেই, জমি নেই, ঠিক কতটা 'গরিব' দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Narendra Modi Total Asset: যশোদাবেনকে প্রধানমন্ত্রী নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি কিন্তু পাশাপাশি এও জানিয়েছেন, স্ত্রীর কাছে থাকা সম্পত্তির পরিমাণ তাঁর জানা নেই।

তিনি দেশের প্রধানমন্ত্রী। নিন্দুকেরা বলেন তিনি ৪ কোটি টাকার স্যুট পরেন। ত্বক, শরীর ভালো রাখতে যে বিশেষ মাশরুম খান তার দাম ৮০ হাজার টাকা। ভারতবর্ষের কোটিপতিদের মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদি। তবু, তাঁর নিজের গাড়ি-বাড়িই নাকি নেই! নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার বেশি। কিন্তু নিজের নামে কোনও জমি, বাড়ি বা গাড়ি নেই তাঁর, নির্বাচনী হলফনামায় এমনটাই জানিয়েছেন নরেন্দ্র মোদি। বারাণসী কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

হলফনামায় প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩.০২ কোটি টাকা। যার বেশিরভাগই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে ফিক্সড ডিপোজিট হিসেবে। ব্যাঙ্কে ২.৮৬ কোটি টাকার স্থায়ী আমানত আছে নরেন্দ্র মোদির। তাঁর হাতে মোট নগদ আছে ৫২,৯২০ টাকা। এছাড়া গান্ধীনগর এবং বারাণসীতে দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর ৮০,৩০৪ টাকা রয়েছে।

জাতীয় সঞ্চয় শংসাপত্রে বিনিয়োগ হিসাবে ৯.১২ লক্ষ টাকার বিনিযোগ আছে প্রধানমন্ত্রীর। ২.৬৮ লক্ষ টাকা মূল্যের চারটি সোনার আংটির মালিক নরেন্দ্র মোদি। ২০২২-২৩ সালে নরেন্দ্র মোদির ছিল ২৩.৫৬ লক্ষ টাকা! ২০১৮-১৯ সালে এই অঙ্কের পরিমাণ ছিল ১১.১৪ লক্ষ।

হলফনামায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন এবং ১৯৮৩ সালে গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগেই স্নাতকোত্তরের পড়াশোনা শেষ করেছেন। মোদি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও বিচারাধীন ফৌজদারি মামলা নেই।

যশোদাবেনকে প্রধানমন্ত্রী নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি কিন্তু পাশাপাশি এও জানিয়েছেন, স্ত্রীর কাছে থাকা সম্পত্তির পরিমাণ তাঁর জানা নেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গুজরাতের গান্ধীনগরে একটি আবাসিক জমি, ১.২৭ কোটি টাকার স্থায়ী আমানত এবং হাতে ৩৮,৭৫০ টাকা নগদ সহ ২.৫ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছিলেন। ২০১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১.৬৫ কোটি টাকা।

বারাণসী কেন্দ্র থেকে তৃতীয় মেয়াদে সাংসদ হিসাবে প্রার্থী হয়েছেন মোদি। এই আসনে নির্বাচন হবে শেষ দফায়, ১ জুন। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে ২০১৪ সাল থেকে লড়ছেন মোদি। বারাণসী আসন তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে ক্যামেরা সাক্ষী রেখে কেঁদেওছেন মোদি। প্রধানমন্ত্রী বলছেন, "আজ মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া হ্যায়"।

২০১৯ সালে, মোদি বারাণসী আসনে সমাজবাদী পার্টির শালিনী যাদবের বিরুদ্ধে ৬,৭৪,৬৬৪ ভোটের ব্যবধানে জিতেছিলেন। বারাণসী বরাবরই ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। ১৯৯১ সাল থেকে এই আসনে বিজেপি আটবার জিতেছে। তবে, ২০০৪ সালে কংগ্রেসের আর কে মিশ্র এই আসনে জেতেন।

More Articles