রায়বরেলি কংগ্রেসেরই! দুই আসনেই যেভাবে ব্যাপক জয়ের মুখে রাহুল গান্ধি!

Rahul Gandhi Lok Sabha Results 2024: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে।

ঝড়ের গতিতে এগোচ্ছেন রাহুল। এগোচ্ছেন জয়ের দিকে। ওয়ানাড়ের সাংসদ ছিলেন তিনি, এবার রায়বরেলি আসনও আসতে চলেছে তাঁরই দখলে! কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই মুহূর্তে উত্তর প্রদেশের রায়বেরেলিতে বিশাল ভোটে এগিয়ে আছে। উত্তর প্রদেশে সর্বাধিক ভোটের ব্যবধানে এগিয়ে তিনিই! কংগ্রেসের দীর্ঘদিনের গড় রায়বরেলিতে রাহুল গান্ধি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের থেকে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, জানাচ্ছে নির্বাচন কমিশনের তথ্য। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রাইয়ের থেকে ১.৪ লাখ ভোটে এগিয়ে রয়েছেন।

সনিয়া গান্ধি রায়বরেলি আসনটি ২০০৪ সাল থেকে নিজের দখলে রেখেছিলেন। ২০১৯ সালে দীনেশ প্রতাপ সিংয়ের থেকে ১.৬৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন সনিয়া। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি রাজ্যসভায় চলে যান। জানিয়ে দেন, রায়বরেলি আসন থেকে আর লড়বেন না। তাঁর পুত্র রাহুল গান্ধিকে সনিয়ার জায়গায় রায়বরেলি থেকে প্রার্থী করে কংগ্রেস।

আরও পড়ুন- উত্তরপ্রদেশই উলটে গেল! কে গিলে ফেলল রাম মন্দিরের সাফল্য?

রাহুল গান্ধি ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেঠি লোকসভা আসনেই লড়েছেন। গত নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠি আসনে হেরে যান তিনি। কিন্তু সেবার কেরলে দ্বিতীয় আসন ওয়ানাড়ে জয়ী হয়ে সাংসদ হন রাহুল।

এবারও তিনি দু'টি আসনেঅ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমেঠির বদলে রায়বরেলি (উত্তরপ্রদেশ) এবং ওয়ানাড় (কেরল)। দুই আসনেই এগিয়ে রয়েছেন রাহুল। ওয়ানাড়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকেও ৩ লাখ ভোটে এগিয়ে রয়েছেন রাহুল।

আমেঠি ফিরে পেতেও মরিয়া কংগ্রেস। এই মুহূর্তে ৯০,০০০ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল এগিয়ে আছেন। কংগ্রেস প্রার্থী কিশোরী লাল এখনও অবধি ৩৯৭৫৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিজেপির স্মৃতি ইরানি এই আসনে এবার ব্যাকফুটে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে। উত্তরপ্রদেশে সবচেয়ে বড় চমক দিয়েছে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট। বিজেপির চেয়েও এগিয়ে রয়েছে জোট।

More Articles