'বাহুবলী'ও কুপোকাত! যেভাবে বলিউডের শ্রেষ্ঠ বাণিজ্যিক সিনেমার মুকুটজয় 'পাঠান'-এর

Pathaan Highest Grossing Film Hindi : ছাপিয়ে গেল ইতিহাসের সমস্ত সিনেমাকে। এখন হিন্দিতে সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার মুকুট পড়ল ‘পাঠান’।

কী বলবেন একে? প্রত্যাবর্তন, না নতুন করে আবির্ভাব? এভাবেও নাকি ফিরে আসা যায়! জিতে সবাইকে দেখিয়ে দেওয়া যায় যে, এখনও ফুরোইনি আমি! এই দেখো, অ্যাটলাস হয়ে সমস্ত ঝড়-ঝঞ্ঝা, বোঝা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি, টানটান হয়ে। এই মুহূর্তে বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান বোধহয় এমনটাই ভাবছেন। তাঁর নতুন সিনেমা ‘পাঠান’ ইতিমধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে ফেলেছে। মুক্তির প্রায় দু’মাস পর এবার নতুন ইতিহাস তৈরি করল এই সিনেমা। দেশে শুধুমাত্র হিন্দিতে সবচেয়ে বেশি উপার্জন করল ‘পাঠান’। ছাপিয়ে গেল ইতিহাসের সমস্ত সিনেমাকে। এখন হিন্দিতে সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার মুকুট পড়ল ‘পাঠান’।

মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে শাহরুখ খানের এই সিনেমা। শুধু তো কিং খান নয়, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়ার মতো তাবড় অভিনেতা, স্টাররা এই সিনেমায় অভিনয় করেছেন। সিদ্ধার্থ আনন্দ এবং যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিনেমায় বিনোদন, অ্যাকশন, গান, ডায়লগ সহ যাবতীয় মালমশলা বোঝাই করা ছিল। সেইসঙ্গে ছিল বিতর্ক, বয়কট গ্যাংয়ের হুঁশিয়ারি। যাবতীয় বিতর্ক সরিয়ে একেবারে প্রথমদিন থেকেই মাইলস্টোন তৈরি করতে শুরু করে ‘পাঠান’। শাহরুখ-দীপিকা-জনের অ্যাকশন, ডায়লগ তো আছেই; সেইসঙ্গে রয়েছে ক্যামিও হিসেবে 'টাইগার' সলমন খানের আবির্ভাব। শাহরুখ-সলমনের সেই কেমিস্ট্রিটাই অন্যতম চাবিকাঠি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই গোটা দেশে বন্ধ হয়ে যাওয়া বেশকিছু সিঙ্গল স্ক্রিন থিয়েটার নতুন করে শুরু হয়েছে। কাশ্মীরে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় পর হাউজফুল বোর্ড দেখা গেল। ইতিমধ্যেই ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ব্যবসার অঙ্ক পেরিয়ে গিয়েছে। সামনে আছে কেবল চারটে সিনেমা – বাহুবলী ২, কেজিএফ ২, RRR এবং দঙ্গল। কিন্তু স্রেফ হিন্দি সিনেমার বাজারে ‘পাঠান’ তরতরিয়ে ওপরের দিকে উঠছিল, অবস্থা এমন হল যে, সর্বকালের সেরা বাণিজ্যিক ছবির তকমা পাওয়ার থেকে মাত্র একধাপই পেছনে ছিলেন শাহরুখরা। সামনে ছিল কেবল রাজামৌলি-প্রভাসের ‘বাহুবলী ২’।

এবার সেই ধাপও পেরিয়ে গেল ‘পাঠান’। স্রেফ হিন্দি ভার্সনের হিসেবে বাহুবলী ২ ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকা। শুক্রবার সেই অঙ্কও পেরিয়ে গেল পাঠান। বাহুবলীর মতো সুপার ডুপার হিট ছবিকেও কুপোকাৎ করে দিল শাহরুখের ক্যারিশমা। ৫৭ বছর বয়সেও তিনি একইরকম সচল, মনোযোগী, কর্মঠ। হিন্দি ভার্সনের নিরিখে সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা হওয়ার পর শাহরুখ-ভক্তদের মুখেও চওড়া হাসি। তাঁদের বক্তব্য, আরও উঁচু শিখর স্পর্শ করতে হবে ‘পাঠান’-কে।

এবার পালা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় সিনেমার তকমা পাওয়া। সেটা পেতে গেলে অনেকটা পথই পেরোতে হবে। কিন্তু ভক্তরা আশাবাদী। সেইসঙ্গে এসআরকে-র আগামী সিনেমাগুলির দিকেও নজর রয়েছে সবার। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’-এর সিক্যুয়েলেরও একটা রাস্তা খোলা রেখেছেন। সত্যিই কি আসবে ‘পাঠান ২’? সেই উত্তরেরও অপেক্ষায় সবাই।

More Articles