উচ্চমাধ্যমিকের পরেই সরকারি চাকরি! SSC-র CHSL পরীক্ষায় বসতে গেলে মাথায় রাখতে হবে যা

SSC CHSL Exam 2023: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে। গত বছর নেগেটিভ মার্কিং ছিল ০.২৫।

উচ্চ মাধ্যমিক শেষ হলেই সব ছাত্রছাত্রীদের চারপাশে শুধু একটি প্রশ্নই ঘুরে ফিরে আসে “এরপর কী করবি?” এভাবেই বেশ কিছুদিন চলে আশেপাশের সাজেশন পর্ব। এর মধ্যে অনেকেই চায় সরকারি চাকরি করতে। আর এ কথা প্রায় কম বেশি সকলেই জানা যে, সরকারি চাকরির প্রস্তুতি শুরু করার কোনও নির্দিষ্ট বয়স হয় না। বাজারে এই কথাও প্রচলিত আছে যে যত কম বয়স থেকে প্রস্তুতি শুরু করবে তার সাফল্য পাওয়ার সম্ভাবনা ততটাই তাড়াতাড়ি। আর এই ইঁদুর দৌড়ে ১৮ পেরোলেই যে পরীক্ষাগুলি দেওয়া যায় তার মধ্যে একটি হল স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইনড হাই সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) পরীক্ষা।

স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফ থেকে কম্বাইনড হাই সেকেন্ডারি লেভেলের (এসএসসি সিএইচএসএল ২০২২) আবেদন পত্র প্রকাশ করা হয়েছে ৬ ডিসেম্বর। এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। এই বছর ৪৫০০ শূন্যপদে চাকরির ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। মূলত দু’টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলবে। দু’টি ধাপই অর্থাৎ টায়ার ওয়ান এবং টায়ার টু পরীক্ষা কম্পিউটারে অনলাইন প্রক্রিয়াতেই হবে। টায়ার ওয়ানে সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা হয়। ১০০ টি প্রশ্ন থাকে, প্রতিটির মান ২ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে। গত বছর নেগেটিভ মার্কিং ছিল ০.২৫। সুতরাং বোঝাই যাচ্ছে প্রার্থী নিয়োগের পরিমাণ বেশি হলেও নিয়োগ পদ্ধতি আগের তুলনায় অনেক কঠিন হয়েছে।

টায়ার টু পরীক্ষার ধরন একট আলাদা। যেহেতু সিলেকশন পাওয়ার এটিই সর্বশেষ ধাপ সেই কারণে টায়ার টু পরীক্ষাটি প্রথম ধাপের তুলনায় বেশ অনেকটাই আলাদা। এই ধাপটি মূলত দু’টি ভাগে ভাগ করা রয়েছে। প্রথম ভাগে থাকবে তিনটি বিভাগ;

আরও পড়ুন- কোচিং না নিয়েই UPSC পাশ! প্রস্তুতির যে সহজ উপায় আছে হাতের নাগালেই

সেকশন ১ –

প্রথম মডিউল :- অঙ্ক

দ্বিতীয় মডিউল :- রিজনিং অ্যান্ড জেনারেল ইনটেলিজেন্স

সেকশন ১- এ দু’টি ভাগ থেকেই ৩০টি করে প্রশ্ন থাকবে ।

সেকশন ২ :-

প্রথম মডিউল:-

ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন

দ্বিতীয় মডিউল :- জেনারেল অ্যাওয়ারনেস

এই সেকশনে, প্রথম মডিউল থেকে ৪০টি প্রশ্ন এবং দ্বিতীয় মডিউল থেকে ২০ টি প্রশ্ন থাকবে।

সেকশন ৩ :-

মডিউল ১ :- কম্পিউটার নলেজ

এই সেকশনে মোট ১৫ টি প্রশ্ন থাকবে।

উপরের তিনটি সেকশনেই প্রতিটি প্রশ্নের মান ৩ নম্বর। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেকশনে ১৮০ নম্বর এবং তৃতীয় সেকশনে ৪৫ নম্বরের পরীক্ষা হবে। প্রথম দু’টি সেকশনের সময়সীমা প্রতি সেকশনে এক ঘণ্টা করে এবং তৃতীয় সেকশনে ১৫ মিনিট।  

স্টাফ সিলেকশন কমিশনের, কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষায় বসার জন্য বয়সসীমা ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। এই পরীক্ষায় বসতে গেলে প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সহকারি, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদগুলির জন্য এই পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের বেতন হয় ১৯,৯০০-৬৩,২০০ টকার মধ্যে। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন হয় ২৫,৫০০-৮১,০০০ টাকার মধ্যে।

এই পরীক্ষার সিলেবাস কী?

টায়ার ওয়ান :-

জেনারেল ইন্টেলিজেন্স :- ২৫ টি প্রশ্ন

জেনারেল অ্যাওয়ারনেস :- ২৫ টি প্রশ্ন

কোয়ানটেটেটিভ আপটিটিউড :- ২৫ টি প্রশ্ন

জেনারেল ইংলিশ :- ২৫ টি প্রশ্ন

টায়ার টু পরীক্ষাও মূলত এই চারটি বিষয়ের উপরই হয়ে থাকে। তবে এই বিষয়গুলির মধ্যে থেকে কী কী পড়তে হবে দেখে নেওয়া যাক।

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং :-

১. লজিক্যাল রিজনিং

২. নম্বর সিরিজ

৩. লেটার সিরিজ

৪. র‍্যাঙ্কিং

৫. ডিরেকশন

৬. আলফাবেট টেস্ট

৭. ডেটা সফিসিয়েন্সি

৮. কোডিং কোডিং

৯. সিটিং অ্যারেঞ্জমেন্ট

১০. পাজেল

১১. ট্যাবুলেশন

১২. ব্লাড রিলেশন

১৩. ইনপুট আউটপুট

কোয়ান্টেটিভ অ্যাপটিটিউড :-

১. সিম্প্লিফিকেশন

২. প্রফিট অ্যান্ড লস

৩. মিক্সচার অ্যান্ড এলিগেশিনস

৪. সিম্পল ইন্টারেস্ট

৫. কম্পাউন্ড ইন্টারেস্ট

৬. সার্ডস অ্যান্ড ইন্ডিসেস

৭. ওয়ার্ক অ্যান্ড টাইম

৮. টাইম অ্যান্ড ডিস্টেন্স

৯. মেনসুরেশন

১০. ডেটা ইন্টারপ্রিটেশন

১১. রেশিও অ্যান্ড প্রপোরশন

১২. পার্সেন্টেজ

১৩. নম্বর সিস্টেম

১৪. সিকোয়েন্স অ্যান্ড সিরিজ

১৫. কম্বিনেশন অ্যান্ড প্রোবাবিলিটি

আরও পড়ুন- ইউটিউব ভিডিও দেখে UPSC-তে র‍্যাঙ্ক করাও সম্ভব! বাজিমাত করে দেখালেন তরুণী

জেনারেল ইংলিশ :- 

১. রিডিং কম্প্রিহেনশন

২. ক্লোজ টেস্ট

৩. প্যারা জাম্বেলস

৪. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস

৫. এরর স্পটিং

৬. প্যারাগ্রাফ কমপ্লেশন

৭. ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন

৮. অ্যাকটিভ/প্যাসিভ ভয়েস

৯. মিসলেনিয়াস

জেনারেল অ্যাওয়ারনেস :-

১. ইতিহাস

২. ভারতবর্ষের সংস্কৃতি

৩. ভূগোল

৪. অর্থনীতি

৫. বিভিন্ন সরকারি পলিসি

৬. সায়েন্টিফিক রিসার্চ

৭. পুরস্কার

৮. গুরুত্বপূর্ণ বই এবং লেখক

স্টাফ সিলেকশন কমিশন প্রতিবছর প্রায় অনেকগুলি পরীক্ষা আয়োজন করে। পরীক্ষার্থীরা অনেক সময় এই কমিশনের দু’টি পরীক্ষা যেমন সিজিএল এবং সিএইচএসএল-এর মধ্যে গুলিয়ে ফেলেন। তবে যে সমস্ত প্রার্থীরা দু’টি পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছেন তাদের মনে রাখতে হবে সিজিএলের অধীনে থাকা পোস্টগুলি সিএইচএসএলের অধীনে থাকা পোস্টগুলি তুলনায় উচ্চতর। একইসঙ্গে এ কথাও সত্য, পথ যত উচ্চতর হয় প্রতিযোগিতাও ততই বাড়ে এবং আবেদনকারীর সংখ্যাও বৃদ্ধি পায়। তবে যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পরেই সরকারি চাকরি করার কথা ভাবছেন তাদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল পরীক্ষার জুড়ি মেলা ভার।

 

More Articles