শখ তো ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হব

Wedding Photography: বাচ্চা বয়সের শখ আর পরিণত বয়সের দায় ধাক্কা খেল স্বাভাবিকভাবেই। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখটাকার স্বপ্নের জাহাজডুবি হলো।

কাহিনি তো দীর্ঘ! শুরুটা ছবি তোলা শেখা দিয়ে, ২০১১-১২, যেমনটা হয় আর কী। তাও নিজের ক্যামেরা নয়। অন্যের ক্যামেরা দিয়ে, চেয়েচিন্তে। তারপর ২০১৪-তে চাকরি পেলাম। ইএমআই-তে কেনা হলো ক্যামেরা। নিজের ক্যামেরা। সেই থেকে শেখার শুরু। বছর দুয়েক পর, ২০১৬-তে চাকরি ছেড়ে পুরোপুরিই চলে এলাম এই পেশায়। হ্যাঁ, খানিকটা লোভেই। ফটোগ্রাফার আর ফটোগ্রাফির গ্ল্যামার দেখে।

তবে অনেক আগে থেকেই ভালো লাগত হাতির ছবি, সাপের ছবি আর ভিডিও। আসলে শখ তো ছিল 'ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার' হব। কিন্তু ওই বাচ্চা বয়সের শখ আর পরিণত বয়সের দায় ধাক্কা খেল স্বাভাবিকভাবেই। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখটাকার স্বপ্নের জাহাজডুবি হলো। বাস্তব আমার চোখের ছানি কাটিয়েছে খুব ধীরে ধীরে। ২০১৮ অবধি ভীষণ মসৃণ একটা সময় কেটেছে। ২০১৯-২০-তে কাজ করেছি অনেক। ২০২০-তে কোভিড। একে একে অনেকেই ছেড়ে চলে গেল। সবচেয়ে বড় ধাক্কা খেলাম ভালোবাসার মানুষের কাছে। কখনও বাড়ি থেকে, কখনও বন্ধুদের থেকে, কখনও আবার অচেনা মহলের থেকে চরম অপমানই জুটল। শুধু আমার সিনিয়র দু'জন বলেছিলেন, "অয়ন ভালোবাসলে লেগে থাকতে হয়", "দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে হয়।"

আরও পড়ুন- সমপ্রেমে সমস্যা নেই, সমকামের বিয়েতে কেন ‘না’ সুপ্রিম আদালতের?

২০২০ থেকে ২০২২ একটা অদ্ভুত সময় কাটালাম। কাজ নেই, পয়সার দরকার, যে যা বলেছে তাই করেছি। একটা দোকানে হিসেব সামলানোর কাজে ঢুকলাম ২০২০-র পুজো পুজোর আগে। যদিও করতে হতো মালপত্র বওয়ার কাজই। তাতেও সমস্যা নেই, লজ্জাও নেই কিন্তু দেড় মাস পর হঠাৎ একদিন মনে পড়ল, গত দেড়মাসে একটাও ছবি তুলিনি আমি! কী করলাম আমি আমার এই ভালোবাসাকে নিয়ে? ছেলেখেলার পেশা তো এটা নয়। ছেড়ে দিলাম ওই কাজটা। আবারও বেকার! খুব সামান্য কিছু কাজ করে চলছিল।

২০২১-এর পুজোর আগে একটা বড় বাইক কোম্পানির নতুন বাইক লঞ্চের ইভেন্ট হবে কলকাতায়। একটা সূত্রে সেখানে কাজে গেলাম। উপার্জন মন্দ হলো না। এইভাবে চলতে চলতে আজ প্রায় ৮ বছর এই পেশায়। রয়েই গেছি। আমার প্রিয় একজন শিক্ষিকা বলেছিলেন, "বাজারে শিল্প করতে নামলে বেনো জলের সঙ্গে বয়ে না গেলে সেখানেই ছাঁকা হয়ে যাবি। ভেসে গেলি মানে ধ্বসে গেলি।" ভেসে যাইনি তবুও ধ্বসের প্রায় কাছাকাছিই তো দাঁড়িয়ে। ভালোবাসাকে ছাড়তে পারিনি, ভালোবাসাও আমাকে ছাড়েনি। তবু, তলানিতেই রয়ে গেছি, গুঁড়ো চায়ের মতো। মাঝেমাঝে বড্ড ঝাপসাই লাগে সব।

More Articles