নাকের দৈর্ঘ্য সাড়ে সাত ইঞ্চি! এই ব্যক্তির ছবি দেখলে অবাক হবেন আপনিও

World's Longest Nose : বিশ্বের সবচেয়ে বড় নাক, দৈর্ঘ্য সাড়ে সাত ইঞ্চি! এই ব্যক্তির ছবি দেখলে অবাক হবেন আপনিও

লম্বা চুল অথবা লম্বা দাড়ি গোঁফের কথা হয়তো অনেকেই শুনে থাকবেন তাই বলে লম্বা নাকের কথা আগে শুনেছেন কি? কথায় বলে, ‘নাক গলানো’! নাক যদি হয় লম্বা তবে কার্যত তা গলানোও সহজতর হয়ে যাবে। কিন্তু এ তো কথার কথা, বাস্তবে কি সত্যিই লম্বা নাকের মানুষ মেলে? এই প্রশ্নের উত্তর দিতে পারে সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি। টিকলো নাক বললেও কম বলা হয় একে! দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত ইঞ্চি সমান লম্বা এই নাক নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে নেট মাধ্যমে।

হ্যাঁ ঠিকই শুনেছেন, সাড়ে সাত ইঞ্চি সমান লম্বা নাক মানুষের। বিশ্বের সবচেয়ে লম্বা নাক হিসেবে ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ স্বীকৃতি পেয়েছে এটি। জানেন এই নাকটি কার? ১৮ শতকের এক ব্রিটিশ সার্কাস পারফর্মারের দখলে রয়েছে এই নাকটি। এই সার্কাস কর্মীর নাম থমাস ওয়েডার্স। থমাস ওয়াডহাউস নামেও পরিচিত তিনি। তাঁরই নাকের দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে ৭ ইঞ্চি অর্থাৎ ১৯ সেন্টিমিটার।

স্বাভাবিকের চেয়ে যা কিছু আলাদা তা নিয়ে কৌতূহল মাথাচাড়া দেওয়া, এ আর নতুন কি! মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও তাই যথেষ্ট প্রশ্ন রয়েছে। অনেকেই শখ করে লম্বা চুল অথবা লম্বা দাড়ি গোঁফ রাখেন ঠিকই কিন্তু হাতের তালু, লম্বা পা, লম্বা হাত অথবা লম্বা নাক এগুলোর কোনওটাই শখ করে রাখা যায় না। ব্যতিক্রমী হলেও সত্যি, এই ব্যক্তিই ছিলেন লম্বা নাকের অধিকারী। যদিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম উঠেছিল মরণোত্তর সম্মান হিসেবে।

আরও পড়ুন - অবশেষে রহস্য উদ্ধার! কোথায় বসে আছেন ভিঞ্চির মোনালিসা? জানলে চমকে উঠবেন…

সম্প্রতি হিস্টোরিক ভিডস নামক একটি টুইটার পেজে এই লম্বা নাকের অধিকারী থমাসের কথা প্রকাশ করা হয়। সঙ্গে রিপলি'স বিলিভ ইট অর নট মিউজিয়াম মোম দিয়ে তৈরি তার মাথার একটি ছবি জুড়ে দেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তরফে বলা বলা হয়েছে, “ঐতিহাসিক বিবরণ অনুসারে ১৭৭০ সালের ইংল্যান্ডের অধিবাসী থমাস ওয়েডার্সের ছিল ৭.৫ ইঞ্চি লম্বা এক নাক। তিনি ট্রাভেলিং ফ্রিক সার্কাস নামে দলটির সদস্য ছিলেন।”

টুইটারে এই পোস্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নিমিষে ছড়িয়ে পড়ে। টুইটারে শেয়ার করা এই পোস্টটি এক লাখ ১৬ হাজারের বেশি লাইক এবং ছয় হাজার ৮০০টিরও বেশি রিটুইট পেয়েছে। ছবি দেখে অনেকেই তাঁকে স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস কার্টুনের কাল্পনিক চরিত্র স্কুইডওয়ার্ড টেনট্যাকলসের সঙ্গে তুলনাও করেছেন। তবে বর্তমানে জীবিতদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী হওয়ার রেকর্ডধারী ব্যক্তির নাম মেহমেত ওজিউরেক। তুর্কি নাগরিক ওজিউরেকের নাক ৮.৮ সেন্টিমিটার অর্থাৎ ৩.৪৬ ইঞ্চি লম্বা! অর্থাৎ হিসেব বলছে থমাস ওয়েডার্সের নাক এর থেকেও প্রায় চার ইঞ্চি বেশি লম্বা ছিল।

More Articles