পর্যটক দেখলেই মেরে ফেলে উপজাতিরা! ভারতের কোথায় রয়েছে এই রহস্যময় নিষিদ্ধ দ্বীপ?

Isolated Tribes : একা থাকতেই পছন্দ করে এরা, পর্যটক দেখা মাত্রই মেরে দেয়, কিন্তু কেন এমন করে ভারতের এই উপজাতিরা?

একা একা থাকতেই পছন্দ করে এরা, পরিচিত গণ্ডির বাইরে যা কিছু, তার সবেতেই চরম অবিশ্বাস! অচেনা মুখ দেখলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে, এমনকী খুন করতেও হাত কাঁপে না মোটেই! শুনতে অবাক লাগলেও এই ভয়ংকর উপজাতিরা সত্যিই আছে। আজও যারা নিজেদেরকে পরিবর্তিত সভ্যতা থেকে বহু দূরে সরিয়ে রেখেছে। জানলে অবাক হবেন বিশ্বের এই ভয়ংকর উপজাতিরা বসবাস করে এই দেশেই। না জেনে ঘুরতে গেলে পড়তে পারেন মহা বিপদে, মৃত্যু পর্যন্ত ঘনিয়ে অস্ত্র পারে অকালে, জানেন কোথায়?

নগরায়ন এবং আধুনিকীকরণের হাত ধরে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ। আর এই বদলে যাওয়ার সময়ের সঙ্গে সাজুজ্য রেখে মানুষও এগিয়ে গিয়েছে অনেকটা পথ। তবে আজও এই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কিছু উপজাতি যারা আদতে রক্ত মাংসের মনুষ্য প্রজাতি হলেও নগর সভ্যতার এই যে আধুনিকীকরণ তার থেকে বহু দূরে অবস্থান করছে। পরিবর্তনের আলো পৌঁছাতে পারেনি তাদের কাছে। ফলে তারাও আপন করে নিতে পারেনি আমাদের এই আধুনিক সমাজকে। এই যে ভয়ংকর উপজাতিদের কথা বলা হচ্ছে তারাও রয়েছে সেই তালিকায়।

এই বিশেষ উপজাতিদের নাম সেন্টিনেলিজ উপজাতি। সেন্টিনেলিজ উপজাতির মানুষদের বসবাস আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে সেন্টিনেল দ্বীপে। ভারত সরকার এই দ্বীপে পর্যটক বা অন্য মানুষদের যাতায়ত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। সরকার থেহে নিয়ম কড়া নিয়ম জারি হয়েছে যখন তার গভীরতা নিশ্চয়ই রয়েছে। এই উপজাতিটিকে আজও ভারতের মধ্যে নগর-সমাজ থেকে সবচেয়ে নির্জন ও বিচ্ছিন্ন উপজাতি হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন - ১১১ বছর পর ভাইরাল হল ঐতিহাসিক মেনু কার্ড! কী কী খাবার পরিবেশন করা হয়েছিল টাইটানিকে?

সেন্টিনেলী জনগোষ্ঠী হল আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠী। বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত একটি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই জাতি দক্ষিণ এশীয় জনগোষ্ঠীগুলোর একটি। গ্রেট আন্দামান উত্তর সেন্টিনেলী দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস। এদের ভাষাও সম্পূর্ণ আলাদা। অনুমান করা হয় যে, তাদের মোট জনসংখ্যা ৫০ থেকে ২০০-এর কাছাকাছি। এদের মূল পেশা শিকার। এরা সাধারণত অচেনা মানুষ দেখলেই হামলা চালায়। তার একটা কারণ অবশ্যই বদলে যাওয়া পরিবেশের সঙ্গে যুঝে উঠতে না পারা। গত ২০১৮ সালে সামনে আসে এক হামলার ঘটনা, এখানেই শেষ নয়, জানা যায় ওই হামলায় এক বিদেশি পর্যটক প্রাণও হারান। তার পর থেকে আরও কড়াকড়ি করা হয় নিয়মে ।

প্রসঙ্গত, সত্তরের দশক থেকে এই আদিবাসীদের নিয়ে কাজ শুরু করেন টিএন পন্ডিত। ১৯৭৩ সালে প্রথম ওই দ্বীপে যান তিনি। এই আদিবাসীদের নিয়ে একটি গবেষণা কার্যক্রম শুরু করেন তখনই। পাশাপাশি এই গবেষণার অংশ হিসাবে সেন্টিনেলিজ আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টাও করেন। যদিও ১৯৯১ সালে ওই দ্বীপে গিয়ে তিনিও উত্তেজনার মুখে পড়েছিলেন বলেই জানা গিয়েছে। তারপর অনেক গবেষকই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আজও জীবনের মূল স্রোত থেকে বহু বহু দূরে একাকী রয়ে গিয়েছে এই সেন্টিনেলিজ উপজাতি।

More Articles