মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে বয় এই জলপ্রপাত, জানেন ভারতের কোথায় রয়েছে ‘মিনি নায়াগ্রা’?

Weekend Destination Mini Nayagra : পুনে থেকে আরও কিছুটা পথ এগোলেই দেখতে পাওয়া যাবে, সেই অসাধারণ জলপ্রপাতটি। তবে সাধারণ জলপ্রপাতের সঙ্গে এই জলপ্রপাতের একটি তফাৎ লক্ষ্য করা যায়, সাধারণত উপর দিক থেকে নিচের দিকে হুড়মুড়ি...

ভূগোলের বইতে জলপ্রপাত নিয়ে আলোচনায় বারবার উঠে আসত একটাই নাম, সেটি হলো নায়াগ্রা। নিউ ইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এই জলপ্রপাতে স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ড বেগে ৩,১৬০ টন জল প্রবাহিত হয়। তবে সুদূর আমেরিকার এই দৃশ্য কেবল বইতে অথবা ইন্টারনেটে দেখেই মন ভরাতে হয় বেশিরভাগ সময়। মন চাইলেও পকেট আর সময় এই দুইকে বশ মানানো মোটেই সহজ হয় না। কিন্তু জানেন কি সেই আক্ষেপ এবার ঘুচতে পারে সহজেই। কলকাতা থেকে ঢিল ছোঁড়া দুরত্বেই রয়েছে এরকম একটি জলপ্রপাতের সন্ধান। একবার দেখলে মনে হবে যেন সত্যিকারের নায়াগ্রা দর্শন হলো, জানেন কোথায় রয়েছে এই মিনি নায়াগ্রা?

পাসপোর্ট ভিসা ছাড়াই যাওয়া যাবে এই জলপ্রপাতে। পাহাড়, সমুদ্র অথবা জঙ্গল ভ্রমণ একঘেঁয়ে হয়ে উঠলে তাতে খানিক নতুনত্বের স্বাদ দিতে পারে এই জায়গাটি। আমাদের ভারতবর্ষে এমন অনেক জলপ্রপাত আছে যা বিদেশের জলপ্রপাতের সঙ্গে সহজেই তুলনা করা যায়, তাই বিদেশে না গিয়ে উঠতে পারলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন এই জায়গা থেকেই।

শীতকাল মানেই ভ্রমণ প্রিয় বাঙালির ঘুরতে যাওয়ার প্ল্যানিং শুরু হয়ে যায়। ব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে টিকিট কেটে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। বাঙালির পায়ের তলায় থাকা সর্ষেগুলো এই সময় তাকে ঘুরিয়ে বেড়ায় নানান জায়গায়। বর্তমানে একটা প্রবণতা প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে যে ঘিঞ্জি একঘেঁয়ে জায়গায় বদলে এখন অফবিট ভ্রমণকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন সকলে। আর সেই তালিকায় নয়া সংযোজন মিনি নায়াগ্রা।

আরও পড়ুন - দুই বাংলার স্রোত মেশে এখানে, একদিনের ছুটিতে ঘুরে আসুন এই ‘মিনি সুন্দরবন’ থেকে

জায়গাটির আসল নাম নানেঘাট জলপ্রপাত। পুনে থেকে আরও কিছুটা পথ এগোলেই দেখতে পাওয়া যাবে, সেই অসাধারণ জলপ্রপাতটি। তবে সাধারণ জলপ্রপাতের সঙ্গে এই জলপ্রপাতের একটি তফাৎ লক্ষ্য করা যায়, সাধারণত উপর দিক থেকে নিচের দিকে হুড়মুড়িয়ে জল পড়তে দেখা যায় জলপ্রপাতে তবে নানেঘাটে হয় ঠিক এর উল্টো। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাধ্যাকর্ষণ শক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দেয় দক্ষিণের নানেঘাট। ভারতবর্ষেই রয়েছে এমন অপরূপ নিদর্শন। এই জলপ্রপাচ্ছে দেখতে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল অর্থাৎ চারিদিকে যখন বৃষ্টির জলে ভরপুর থাকে তখন ঝর্ণার জল এমন ওপরের দিকে উঠে যাচ্ছে দেখতে দারুণ সুন্দর লাগে। পাশাপাশি এই দৃশ্য রোমাঞ্চকরও বটে।

নানেঘাট এর ট্রেকিং পথে গেলে চোখে পড়বে প্রায় দু হাজার বছরের পুরনো গুহা। শুধু তাই নয় এই পথে মিলবে আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। এই পথ যেন ইতিহাস এবং রোমাঞ্চের যুগল রূপ। নানেঘাটের নিকটতম বিমানবন্দর পুনে, এছাড়া নিকটতম রেলওয়ে স্টেশন হলো আঁতগাও। স্টেশন অথবা বিমান বন্দরে নেমে গাড়ি করে সহজেই পৌঁছে যাওয়া যায় নানাঘাট জলপ্রপাতে। কাছেই রয়েছে লোহাগড় দূর্গ, জলপ্রপাত দর্শন শেষে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকেও। এক কথায় এই ভ্রমণ হয়ে উঠবে জমজমাট।

More Articles