অবশেষে রহস্য উদ্ধার! কোথায় বসে আছেন ভিঞ্চির মোনালিসা? জানলে চমকে উঠবেন...

Mona Lisa Painting Location: ১৫০১ থেকে ১৫০৩ সালের মধ্যে এই সেতুটি ছিল এলাকার অন্যতম ব্যস্ত সেতু।

মোনালিসার হাসিতে কতখানি আবেগ, কতখানি কান্না, কতখানি লাস্য, কতখানি যন্ত্রণা- দিস্তে দিতে পাতা লিখেও নির্দিষ্ট শতকরা হিসেব দিতে পারেননি চিত্র গবেষকরা। এক লিওনার্দোই জানতেন, জানার উপায় নেই সরাসরি। শুধু হাসি জেনে কীই বা হবে, জানতে হবে মোনালিসা কে, কোথায় তাঁর বাস, মোনালিসা কী করেন, কীভাবে দিনযাপন করেন, মোনালিসার ছবিটি ঠিক কোথায় আঁকা, মোনালিসার পিছনের যে দৃশ্যপট সেটি কোথাকার? প্রশ্ন হাজারো, ছবি একটাই। লিওনার্দো দ্য ভিঞ্চির এই একটি ছবি ঘিরে এখনও অজানা তথ্যের অভাব নেই। তবে একটি রহস্যের উদঘাটন নাকি হয়ে গিয়েছে। একজন ইতালিয় শিল্প ইতিহাসবিদ দাবি করেছেন, লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার পিছনে যে সেতুটি দেখা যায় সেটি আসলে কোথায়, অর্থাৎ ছবিটি যেখানে আঁকা হয়েছিল তার রহস্য সমাধান করে ফেলেছেন তিনি।

লে রোকা সাংস্কৃতিক সংস্থার সঙ্গে এক প্রকল্পে কাজ করেছিলেন সিলভানো ভিনসেটি। নতুন আবিষ্কৃত ঐতিহাসিক নথিগুলি দেখেছিলেন তিনি এবং একটি ড্রোন ব্যবহার করে ভিঞ্চির ছবিটির সঙ্গে বর্তমান ভূপ্রকৃতির তুলনা করে দেখেন তিনি। ভিনসেটির বিশ্বাস, সেতুটি টাস্কানিতে অবস্থিত। ইতালির এক প্রকাশনা আনসাকে ভিনসেটি জানিয়েছেন, এটি রোমিটো ইট্রুস্কান-রোমান সেতু। পন্টে ডি ভ্যালে নামেও পরিচিত এই সেতুটি। বর্তমানে আরেজো প্রদেশের লাতেরিনা পৌরসভায় অবস্থিত এই সেতুটি।

আরও পড়ুন- আদম-ইভ থেকে শাহরুখ খান! পৃথিবীবিখ‍্যাত এই জাদুঘরগুলিতে প্রতিপদে রয়েছে চমক

 

ফ্লোরেন্সের রাজ্য সংরক্ষণাগারে পাওয়া মেডিসি পরিবারের সম্পত্তির অবস্থার একটি নথি বলছে, আজ এই সেতুর একটি মাত্র খিলান অবশিষ্ট আছে, কিন্তু ১৫০১ থেকে ১৫০৩ সালের মধ্যে এই সেতুটি ছিল এলাকার অন্যতম ব্যস্ত সেতু। বিশেষজ্ঞরা এর আগে জানিয়েছিলেন, মোনালিসার ছবির পিছনে যে দৃশ্যপট দেখা যায়, সেখানে দেখতে পাওয়া সেতুটি ছিল আর্নো নদীর উপর পন্টে বুরিয়ানো বা ববিওতে পন্টে ভেচিও। তবে, পন্টে ডি ভ্যালের চারটি খিলান রয়েছে যা এটিকে ছয় বা তার বেশি খিলানগুলির তুলনায় আরও উপযুক্ত করে তোলে। ভিনসেটির মতে, সেতুর আশেপাশের বাকি দৃশ্যগুলোও মিলে যায়।

এখন অবশ্য সেতু বলে ডাকলে ভুল হয়। সেতুর বেশিরভাগটিই ধসে গেছে। তবে এককালে সেতুটি আরেজো, ফিসোল এবং ফ্লোরেন্সের মধ্যে ছিল জনপ্রিয় শর্টকাট। ভিনসেটির বিবিধ পরীক্ষার নথিগুলি থেকে দেখা যায়, লিওনার্দো দ্য ভিঞ্চি প্রায়শই ফিসোলে যেতেন। সেখানে তাঁর কাকার সঙ্গে থাকতেন। কাকা আমাদোরি বা আমাদোরো ছিলেন স্থানীয় এক পাদ্রি।

More Articles