WBCS ভূগোল পত্র || কী পড়বেন প্রথম পর্ব ভারতের পরিচিতি থেকে?
WBCS Geography Notes: পরীক্ষার প্রস্তুতির জন্য উপনদী, শাখা নদী, রাজ্য, রাজধানী, মাটি, জলবায়ুকে বাদ দেওয়া সম্ভব নয়।
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতিটি বিষয়ের গুরুত্বই কম বেশি সমান। অপছন্দের কোনও একটি বিষয়কে বাদ দিয়ে বাকি বিষয় যত ভালোভাবেই প্রস্তুত করা হোক না কেন উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু কমেই যায়। সুতরাং কোন বিষয় বাদ দেবেন আর কোন বিষয়ে পুরো নম্বর তোলার চেষ্টা করবেন এই দ্বন্দ্বের মধ্যে না ঢুকে বরং প্রতিটি বিষয় থেকে কোন অংশগুলি পড়তে হবে সেই দিকে মন দেওয়াই একজন বুদ্ধিমান প্রার্থীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তেমনই পরীক্ষার প্রস্তুতির জন্য উপনদী, শাখা নদী, রাজ্য, রাজধানী, মাটি, জলবায়ুকে বাদ দেওয়া সম্ভব নয়। রপ্ত করতে হবে গোড়া থেকেই। নাহলে পরীক্ষার হলে গিয়ে তিস্তা কোন নদীর উপনদীর মতো প্রশ্নেও হোঁচট খেতে হয় দশবার। দেখে নেওয়া যাক ইতিহাসের মতোই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ভূগোলকে কীভাবে পড়তে হবে এবং কী কী পড়তে হবে। ভারতের পরিচিতি ১. স্বাধীনতার সময় ভারতবর্ষে মোট ১৪ টি রাজ্য এবং ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তবে বর্তমানে ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ২. ১৯৫৬ সালে পন্ডিচেরি বা পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পায়। পদুচেরি মূলত তিনটি…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
