WBCS ভূগোল: পাশের রাজ্য থেকে প্রতিবেশী দেশ, যে তথ্য জানতেই হবে
WBCS Geography General Paper Part 2 : এই প্রসঙ্গেই ভারতের প্রতিবেশী দেশ ও অভ্যন্তরীণ রাজ্য সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করা হল।
প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার একমাত্র ও প্রধান কৌশল যে কূটনীতি ভারতবর্ষ তা বারবার বিভিন্ন সমঝোতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। কখনো ডোকলাম বিতর্ক , কখনো ছিটমহল, কখনো বা আবার স্যার ক্রিক সমস্যা। তবে এগুলো আসলে কী? কীভাবে এসবের মধ্যেও নিজের জায়গায় অবিচল থেকেছে ভারত ? একজন কূটনীতিবিদের কাছে এগুলো যখন সমস্যা, ঠিক একই সময় আগামী দিনেরএকজন আধিকারিকের কাছে এসব ভূগোলের বিষয় বিশ্লেষণ। সেই প্রসঙ্গেই ভারতের প্রতিবেশী দেশ ও অভ্যন্তরীণ রাজ্য সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করা হল। এই অধ্যায় থেকে প্রথমেই দেখে নেওয়া যাক ভারতের প্রতিবেশী দেশসমূহের কথা :- ১. ভারতের উত্তরেই রয়েছে চীন, নেপাল, ভুটান এই তিনটি দেশ। ২. পশ্চিমে পাকিস্তান, উত্তর-পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার , দক্ষিণ শ্রীলঙ্কা এবং মালাবার উপকূলের কাছে লাক্ষা দ্বীপপুঞ্জের দক্ষিণে রয়েছে মালদ্বীপ। ৩. ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চিন এবং সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী রাষ্ট্র ভুটান। তিন বিঘা করিডোর কী? বাংলাদেশের দহগ্রাম , আংরা পাতা অঞ্চল তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। এই কারণে এই এলাকা থেকে নিকটবর্তী ওই দেশেরই পানাবাড়ি মৌজায়…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
