WBCS ভূগোল জেনারেল পেপার : ভারতের নদনদী
WBCS Geography River Chapter: যে কোনও সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই ভারতের নদনদী একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ভারত নদীমাতৃক দেশ । আর এই দেশের মানচিত্রকে রপ্ত করার জন্য সহজতম উপায় হল এখানকার নদনদী, উল্লেখযোগ্য জলপ্রপাত ইত্যাদি ভালোভাবে জেনে নেওয়া এবং চিনে নেওয়া। যে কোনও সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেই ভারতের নদনদী একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায় থেকে কী কী পড়তে হবে। ভারতের নদনদী ১) ভারত নদীমাতৃক দেশ। ভারতের উপর দিয়ে অসংখ্য নদনদী প্রবাহিত হয়ে আমাদের দেশকে শস্য শ্যামলা করে তুলেছে। ২) ভারতের দীর্ঘতম ও জাতীয় নদী গঙ্গা। ৩) ভারতের দীর্ঘতম উপনদী যমুনা। ৪) ভারতের অন্তর্বাহিনী নদী লুনি। ৫) ভারতে সর্বাধিক পরিমাণ জল বহনকারী নদী ব্রহ্মপুত্র। ভারতের নদনদী উত্তর ভারতের প্রধান নদীগুলি হলো- গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। গঙ্গা - গঙ্গা ভারতের প্রধান নদী। উৎস: উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। প্রবাহপথ উচ্চগতি: গঙ্গার উৎস থেকে হরিদ্বার পর্যন্ত অংশে উচ্চগতি দেখা যায়। উৎসের কাছে এই নদী ভাগীরথী নামে পরিচিত। এরপর ভাগীরথী রুদ্রপ্রয়াগের নিকট মন্দাকিনী ও দেবপ্রয়াগের নিকট অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে ।…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
