ধুমধাম করে দুই কুকুরের বিয়ে, অতিথির ঢল, আয়োজনের বহরে মানুষের বিয়েও ম্লান

Dogs wedding : গত ১৪ জানুয়ারি সামাজিক স্বীকৃতি মিলেছে উত্তরপ্রদেশের সারমেয় জুটির

বাংলার পঞ্জিকায় পৌষমাসে বিয়ের তারিখ না থাকলেও উত্তরপ্রদেশে নিশ্চয়ই আছে। তাই জমজমাট আয়োজন। গোধূলি লগ্ন। ইতিমধ্যেই অতিথি সমাগম গিয়ে গিয়েছে। রয়েছে বাহারি খাবারের আয়োজন। এরই মধ্যে মণ্ডপে হাজির হল বর এবং কনে। তারপর সমস্ত রীতিনীতি মেনেই চলল মালা বদল, সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠান। অতঃপর সাতপাকে বাঁধা পড়ল টমি এবং জেলি। কে বলে শুধু শীত মানে কেবল মানুষের বিয়ের মরশুম, সাম্প্রতিক এই ঘটনায় দেখা গেল বিয়ের ফুল ফুটেছে বাড়ির পোষ্যদের।

উত্তরপ্রদেশের আলিগড় সাক্ষী থাকল এই অদ্ভুত বিয়ের। গত ১৪ জানুয়ারি সামাজিক স্বীকৃতি মিলেছে এই সারমেয় জুটির। এই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়া তোলপাড়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবি। পোষ্যদের বিয়ের অনুষ্ঠান ঘিরে কেউ সাধুবাদ দিয়েছেন, কোনও কোনও নিন্দুক আবার আদিখ্যেতা বলতেও ছাড়েননি। কিন্তু এই সবের মধ্যে কিছুই যায় আসে না সারমেয় জুটির। তাদের অবশ্য মূল আকর্ষণ ছিল বিয়ের অনুষ্ঠানের শেষ পেটের মাংস-ভাত।

আরও পড়ুন - ২৫৬ বছরের জীবনে মোট ২৩ বার বিয়ে! চিনের এই ‘রহস্যময়’ বৃদ্ধ আসলে কে!

পাত্র পাত্রী দুজনেরই বয়স মাস সাতেক। বিয়ের বয়স হয়ে গিয়েছে ভেবেই উদ্যোগী হন অভিবাকরা। সূত্র মারফত জানা গিয়েছে, টমির অভিভাবক আলিগড়ের বাসিন্দা দীনেশ চৌধুরী। স্থানীয় গ্রাম সুখরাভলির প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি। অপরদিকে, আটরৌলির টিকরি রায়পুরের ডক্টর রামপ্রকাশ সিং-এর পোষ্য হল জেলি। দুই বাড়ির মধ্যে কথাবার্তা সাড়া হয়ে গিয়েছিল আগেই। অবশেষে গত শনিবার হল ‘আট পায়ে’র মিলন।

অনুষ্ঠানের আয়োজন ছিল রীতিমত তাক লাগানোর মতোই। প্যান্ডেল, ফুলের সাজ এমনকি ঢাক বাদ্যি, সবকিছুরই আয়োজন ছিল। এক্কেবারে সরগরম বিয়েবাড়ি। পাত্র টমিকে নিয়ে বর যাত্রীরা ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে আসেন মেয়ের বাড়িতে। সেখানে সাজগোজ করে প্রস্তুত ছিল পাত্রী জেলি। বলাই বাহুল্য, এই অনুষ্ঠানে দুই পাড়ার আরও অনেক সারমেয়রা ছিল অতিথি তালিকায়। সারমেয় জুটির এই বিয়ে আর শোভাযাত্রা ঘিরে নেট পাড়ায় তুমুল ঝড় অনুরাগীদের। বিয়ের আনন্দে ডগমগ টমি আর জেলিও। শুভ কামনা রইল তাদের আগামী জীবনের জন্য। হাতে হাত রেখে না হোক, পায় পা মিলিয়ে চলুক সারমেয় জুটি।

More Articles