মোকা-পর্ব শেষ! জানেন পরের ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে কী?

Name of Next Cyclone: ঘূর্ণিঝড়ের প্রস্তাবিত নাম রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত।

মোকা না মোচা এই নিয়ে সপ্তাহখানেক ধরে সোশ্যাল মাধ্যমে বিস্তর রসিকতা চলেছে। মোকা ছিল ২০২৩ সালের প্রথম ঘূর্ণিঝড়। ভারত, বিশেষ করে পূর্ব উপকূলের কোনও রাজ্যই মোকার আঘাতের মুখে পড়েনি। ঘূর্ণিঝড় মোকার নামকরণ বিষয়ে ইতিমধ্যেই চর্চা হয়েছে বিস্তর। WMO/ESCAP সদস্য দেশগুলি ঘূর্ণিঝড়ের নামকরণ করার সুযোগ পায়। এবারের ঝড়ের নাম মোকা, নাম দিয়েছে ইয়েমেন। মোকা আসলে চকোলেট-স্বাদযুক্ত জনপ্রিয় এক কফি। লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেন কফি ব্যবসার জন্যই পরিচিত। ইয়েমেনের একটি বন্দর শহরের নাম মোখা বা মুখা ইংরেজিতে লিখলে হয় Mocha বা মোকা। এছাড়া মোকা শব্দটির আভিধানিক কোনও অর্থই নেই। ১৯ শতক পর্যন্ত মোখা ছিল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর। এই মোখা শহরেই চাষ হয় বিখ্যাত কফি ‘মোকা’র। কফিটির নাম দেওয়া হয়েছে বন্দর শহরটির নামেই। মোকা পর্ব শেষ, তবে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ঠিক হয়ে রয়েছে আগে থেকেই।

কীভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়?

WMO/ESCAP-এর সুপারিশ অনুযায়ী যে কোনও ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। মোট ১৩টি দেশের সুপারিশ মাথায় রেখেই ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। 'প্যানেল অন ট্রপিকল সাইক্লোন' নামের একটি তালিকা থাকে, সেখান থেকেই প্রতিটি ঝড়ের নাম ঠিক করা হয়। ১৬৯ টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই সুযোগ পায় নিজের পছন্দ মতো ঝড়ের নাম দেওয়ার। ২০১৮ সালে, ভবিষ্যতের ঘূর্ণিঝড়গুলির জন্য সমন্বয় সাধন এবং নাম নির্ধারণের জন্য এই প্যানেল গড়া হয়েছিল। এই প্যানেলে রয়েছে,

ভারত
পাকিস্তান
বাংলাদেশ
মায়ানমার
ওমান
মালদ্বীপ
ইয়েমেন
শ্রীলঙ্কা
থাইল্যান্ড
ইরান
সংযুক্ত আরব আমিরশাহী
কাতার
সৌদি আরব

এই তালিকাভুক্ত দেশগুলি উত্তর ভারত মহাসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ করে। ভারতের দেওয়া নামের মধ্যে রয়েছে গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝাড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি এবং বেগ। ১৩টি ঘূর্ণিঝড়ের পরে, যখন ১ নম্বর তালিকা থেকে সব নামকরণ সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়ে যায়, তখন ২ নম্বর তালিকা থেকে নামকরণ শুরু হয়।

আরও পড়ুন- সুফি সাধকদের রাতের ওষুধ! কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশে জন্মাল বিশ্ববিখ্যাত কফি ‘মোকা’?

ঘূর্ণিঝড়ের নাম নিরপেক্ষ হতে হবে, অপমানসূচক নয়!

আইএমডি অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রস্তাবিত নাম রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং লিঙ্গ নিরপেক্ষ হওয়া উচিত। নির্বাচিত নাম যেন বিশ্বব্যাপী জনসংখ্যার কোনও গোষ্ঠীরই কোনও অনুভূতিতে আঘাত না করে, খেয়াল রাখতে হয় সেই দিকটি। কোনও সদস্যের কাছে যদি কোনও দেশের প্রস্তাবিত নাম আপত্তিকর হয় তাহলে সেই নাম গৃহীত হয় না। ঘূর্ণিঝড়ের নাম উচ্চারণ করা সহজ হতে হবে এবং খুব অভদ্র ও নিষ্ঠুর প্রকৃতির হওয়া চলবে না।

পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কী, নামকরণ করবে কোন দেশ?

পরবর্তী ঘূর্ণিঝড়ের নামকরণ কররে পারে বাংলাদেশ। বাংলাদেশ ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বিপর্যয়।

More Articles