নতুন রাজনৈতিক দল গড়বেন এলন মাস্ক! কেন এই হুমকি ট্রাম্পকে?

Elon Musk Donald Trump: মাস্ক হুমকি দিয়ে বলছেন, এই বিল সমর্থনকারী রিপাবলিকান সদস্যদের বিরুদ্ধে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন করবেন তিনি।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে ফাটল সম্পর্কে গোটা বিশ্বই অবহিত। ট্রাম্প সমর্থিত গৃহনীতি বিল নিয়ে মাস্ক এবার খড়্গহস্ত। বিলটি রিপাবলিকান দলের সিনেট সদস্যরা দ্রুত পাস করার চেষ্টা করছেন। মাস্ক এই বিলকে 'ধ্বংসাত্মক' এবং 'পাগলামি' বলছেন। এই বিলটি প্রণয়ন হলে, তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন, এমন বার্তাও দিচ্ছেন মাস্ক।

গত শনিবার ভোরে রিপাবলিকান নেতারা ৯৪০ পৃষ্ঠার এই বিলের নতুন সংস্করণ প্রকাশ করেন। এই বিলে কর হ্রাস, চিকিৎসা সুবিধা কমানো, খাদ্য সহায়তা হ্রাস এবং সামরিক ও অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে, গ্রামীণ হাসপাতালগুলোর জন্য একটি তহবিলের প্রস্তাবও এতে যুক্ত করা হয়েছে। রিপাবলিকান নেতারা আশা করছেন, আগামী ৪ জুলাইয়ের মধ্যে এই বিল সিনেট ও হাউসে চূড়ান্ত অনুমোদন পাবে।

মাস্ক এই বিলের বিরোধিতা করে এক্স-এ একাধিক পোস্ট করেছেন। তিনি বলেছেন, এই বিল আমেরিকার ঋণের পরিমাণ বাড়াবে এবং দেশকে 'ঋণের দাসত্বের' দিকে ঠেলে দেবে। মাস্ক হুমকি দিয়ে বলছেন, এই বিল সমর্থনকারী রিপাবলিকান সদস্যদের বিরুদ্ধে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন করবেন তিনি। মাস্কের প্রস্তাব, মার্কিন মুলুকে একটি নতুন রাজনৈতিক দল চাই যা মার্কিন সমাজের কণ্ঠস্বর তুলে ধরবে।

আরও পড়ুন- মঙ্গলগ্রহে ইন্টারনেট বসাতে উদ্যোগী এলন মাস্ক! কারা ব্যবহার করবে এই নেটওয়ার্ক?

মাস্কের এই তীব্র প্রতিক্রিয়া রিপাবলিকান দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক রিপাবলিকান সদস্য তাঁর প্রভাবের ভয়ে প্রকাশ্যে তাঁর সমালোচনা করতে ভয় পাচ্ছেন। তবে একটা বড় অংশ মনে করে, যতই আস্ফালন করুন মাস্ক, ট্রাম্পই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। উল্লেখ্য, মাস্কের সমর্থক কেনটাকির টমাস ম্যাসি এই বিলের বিরোধিতা করছেন।

ট্রাম্প এবং মাস্কের মধ্যে এহেন অম্লমধুর সম্পর্কের শেষ কোথায়? মাস্ক কেনই বা এই বিল নিয়ে গর্জে উঠলেন? এই পদক্ষেপ তাঁর ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে? প্রশ্ন উঠছে কারণ টেসলা এবং স্পেসএক্স সরকারি চুক্তির উপর নির্ভরশীল। এই বিলে বৈদ্যুতিক গাড়ির জন্য ভর্তুকি বন্ধের প্রস্তাব রয়েছে, যা টেসলার জন্য ক্ষতিকর হতে পারে।

বলাই বাহুল্য, মাস্কের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করছে। এই মাস্কই গত নির্বাচনে ট্রাম্পের জন্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার সাহায্য করেছিলেন। সেই সম্পর্ক এত তাড়াতাড়ি বিষিয়ে উঠবে, কেউই ভাবতে পারেনি।

More Articles