কেন এত জনপ্রিয় ফরাসি চুম্বন?

History of French Kiss: কীভাবে শুরু হবে চুমুপ্রথা? দেখা হলে বা বিদায়বেলায় কেবল দু'কথায় সম্মতি অর্জন- আমরা কি চুমু দিতে পারি?

ফরাসি চুম্বনের নেশা আর আবেদন কোনও নির্দিষ্ট দেশ কাল সংস্কৃতি প্রজন্ম বা নাগরিকত্বের দাবি করে না। এমন একটি চুমু খাওয়ার সঠিক পদ্ধতির খোঁজে গবেষণারত মানুষ পরপস্পরের চুমুতে লুকোনো ফরাসিয়ানার বিচারে সম্পর্কের মাপকাঠি বিচার করে। চুম্বনের নামকরণের এমনই তাকত, কানাডায় গাঢ় রোম্যান্টিক চুমু খাওয়া বোঝাতে 'un french', অর্থাৎ, 'একটি ফরাসি' বলেই কাজ সারা যায়। একটি ফরাসিতেই ধরা থাকে কাঙ্খিত প্রিয়জনের প্রতি কামনার নিবিড়তম প্রকাশ। চা-বিড়ির দোকানে যেমন 'একটা কিংসাইজ দেখি' বললেই বোঝা যায় কোন পর্যায়ের সুখটানের প্রত্যাশা জড়িয়ে আছে কিংসাইজ শব্দ চয়নে। মানবজাতির আদিমতম প্রবৃত্তির এমন একচেটিয়া ব্র‍্যান্ড-নির্মাণ কীভাবে সম্ভব? ফরাসি ভাষায় চুম্বনের অন্তত সাত-আটটি প্রতিশব্দ পাওয়া যায়। ভৌগলিক অবস্থান বা বাক্যে শব্দের স্থান পরিবর্তনে উপরি যোগ হয় প্রাসঙ্গিকতার প্রকারভেদ। এস্কিমোদের ভাষায় নাকি পঞ্চাশাধিক প্রতিশব্দ ব্যবহারে বরফের ভিন্ন রূপ বোঝানো হয়। এমন দাবি ভাষাবিদমহলে তর্কসাপেক্ষ হলেও, স্পষ্ট বুঝতে পারি, যে অঞ্চলে যে পদার্থের প্রাচুর্য, তার বহুরূপী চিহ্নিকরণ প্রভাব ফেলবে সেই ভাষার গঠন এবং ব্যবহারে। ফরাসি রাজ্যে পৃথিবী যেমন চুম্বনময়, এ তথ্য সন্দেহাতীত। ধরা যাক, ফ্রান্সের যে কোনও শহরের রাস্তায় স্বাভাবিক নিস্তরঙ্গ…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles