দাম মাত্র এক ডলার! চাইলে আপনিও কিনতে পারবেন অস্কারের বিখ্যাত সোনালি ট্রফিটি?

Oscars' Trophy Only One Dollar explained : ভারতীয় হিসেবে মাত্র ৮২ টাকা দাম এই মূল্যবান, সোনালি, সব শিল্পীর স্বপ্নের অস্কার ট্রফিটির!

অস্কার – গোটা পৃথিবীর তাবড় অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সঙ্গীত পরিচালক সহ সিনে জগতের মানুষেরা এর দিকে তাকিয়ে থাকেন। মনের কোণে সবার হয়তো স্বপ্ন থাকে, একদিন না একদিন ওই সোনালি ট্রফিটি হাতে উঠবে। বিশ্বের মঞ্চে শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূর্ণ হবে। প্রতিবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার আয়োজিত হয়, কারোর স্বপ্ন সত্যি হয়, কেউ আবার অপেক্ষা করেন পরের সুযোগের জন্য। এবছরের অস্কারও ছিল সেরকম মোহময়। ভারতের সিনে দুনিয়ার ঘরেও ২০২৩-এ দুটি অস্কার ঢুকল। তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং এস এস রাজামৌলির RRR-র গান ‘নাটু নাটু’ সেরাদের তালিকায় জায়গা করে নিল।

কিন্তু এ তো গেল এবারের কথা। প্রতি বছর অস্কারের ঝাঁ চকচকে সোনালি ট্রফিটা যেন পুরো মঞ্চের আলো কেড়ে নেয়। ব্রোঞ্জের তরোয়াল ধরা নাইটের মূর্তিটির ওপর ২৪ ক্যারাটের খাঁটি সোনা দিয়ে রং করা। এমন ট্রফি দেখলে চোখ ধাঁধিয়ে যাবেই। ১৯২৭ সালে প্রথমবার এই মূর্তিটি তৈরি করা হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে এই একটি ট্রফি বানাতে খরচ হয় প্রায় ৪০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার টাকা। এটা তো তৈরি করার খরচ। অস্কারের এই মূল্যবান ট্রফির দাম কত জানেন? শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। মাত্র এক ডলার! ভারতীয় হিসেবে মাত্র ৮২ টাকা দাম এই মূল্যবান, সোনালি, সব শিল্পীর স্বপ্নের অস্কার ট্রফিটির!

আরও পড়ুন : অস্কারের মঞ্চে কলকাতার মেয়ে! ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর দৌলতে বিরল কৃতিত্ব বাঙালি কন্যার

এতই কম দাম যখন, তখন তো চাইলেই কিনে আনা যায়? কিন্তু না, ইচ্ছে হলেই অস্কারের এই ট্রফিটি আপনি কিনতে পারবেন না। বরং বলা ভালো, এই কাজটি করা কখনই সম্ভব নয়। এই বিষয়ে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের বেশকিছু কঠোর নিয়ম রয়েছে। যা প্রত্যেক অস্কার বিজয়ীকে মেনে চলতে হয়। কী সেই নিয়ম?

গোটা বিশ্বের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে ধরা হয় এই অস্কারকে। দ্বিমত থাকতেই পারে অনেকের, তবে অধিকাংশের বক্তব্য এমনই। বহু বছর ধরে অজস্র কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সিনেমাটোগ্রাফার, সঙ্গীত পরিচালক, ডিজাইনার প্রমুখরা এই সম্মান পেয়ে আসছেন। তালিকায় জায়গা করেছে অসংখ্য কালজয়ী সিনেমাও। তাই এই পুরস্কারের মূল্য অবশ্যই সবচেয়ে বেশি। তাই অ্যাকাডেমির বক্তব্য, পুরস্কার প্রাপকরা চাইলেই এটি বিক্রি করতে বা নিলামে তুলতে পারবেন না। এমনকী, নষ্টও করতে পারবেন না তাঁরা। এই মর্মে ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় একটি রায়দানও করা হয়েছিল।

যদি কেউ বিক্রি করতে চান, বা পুরস্কার পাওয়ার পর পরে প্রত্যাখ্যান করতে চান? অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, সেটা যে কেউ করতেই পারেন। সেক্ষেত্রে অন্য কোথাও নয়, অ্যাকাডেমির কাছেই বিক্রি করতে হবে এই ট্রফিটি। আর তার জন্য বিক্রির দাম ধার্য করা হয়েছে মাত্র এক ডলার, অর্থাৎ ৮২ টাকা। এমনি বাজারে বিক্রি করার জন্য কখনই দেওয়া হবে না অস্কারের এই ট্রফিটি।

More Articles