কানাডাতেই কেন আশ্রয় নিলেন শিখেরা?
History of Sikh Migration in Canada : এক শতাব্দীরও বেশি সময় ধরে শিখরা কানাডায় পাড়ি দিচ্ছেন। কেন কানাডায় এত শিখ থাকছেন?
একশো বছরেরও বেশি আগেকার ইতিহাস। দেশে তখন ব্রিটিশ শাসন। জালিয়ানওয়ালাবাগের গণহত্যা তখনও ঘটেনি। ১৯১৪ সালে কানাডার ভ্যাঙ্কুভারের উপকূলে পৌঁছল জাপানি বাষ্পচালিত জাহাজ কোমাগাটা মারু। জাহাজের যাত্রীরা অধিকাংশই শিখ। উপকূলে পৌঁছতেই আটক করা হলো যাত্রীদের। দিনের পর দিন কেটে যায়, সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়। প্রায় দুই মাস ধরে যাত্রীদের ওই জাহাজেই আটকে রেখে দেওয়া হয়। তারপর কানাডার জলসীমা থেকে বের করে ভারতে আনা হয় জাহাজসহ যাত্রীদের। কেন এত এত শিখরা কানাডা গেলেন? কেনই বা জাহাজের মধ্যে আটকে রেখে দেওয়া হলো তাঁদের? সেই আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট তথ্য এখানে রাখা দরকার। ২০২১ সালের কানাডার আদমসুমারির হিসেব বলছে, শিখরা সেদেশের জনসংখ্যার ২.১%। ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখ জনসংখ্যা মেলে কানাডাতেই। কেন এত এত দেশ থাকতে শিখরা কানাডাকেই বেছে নেন ভারতের বাইরে থাকার জন্য? খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় শিখদের কানাডা অবস্থান প্রশ্ন তুলছেই। প্রবাসী শিখদের বিষয়ে নয়াদিল্লি এবং অটওয়ার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব এখন চরমে। এই মুহূর্তে কানাডাতেই ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখরা রয়েছেন এবং তাও এক শতাব্দীরও বেশি সময়…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
