বিল গেটসের বিরাট সিদ্ধান্ত! বদলে যাবে আফ্রিকার স্বাস্থ্যকাঠামো?
Bill Gates: এবার তিনি জানিয়েছেন, তাঁর সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবায় উন্নয়নে ব্যয় করা হবে। তিনি বলেন, তাঁর সম্পদের ২০০ বিলিয়ন ডলারেরও বেশি আফ্রিকায় দান করবেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আগেই জানিয়েছিলেন, নিজের ৯৯ ভাগ সম্পদ দান করবেন। এবার তিনি জানিয়েছেন, তাঁর সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবায় উন্নয়নে ব্যয় করা হবে। তিনি বলেন, তাঁর সম্পদের ২০০ বিলিয়ন ডলারেরও বেশি আফ্রিকায় দান করবেন। কেন তাঁর এই সিদ্ধান্ত?
সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকা ইউনিয়নের সদর দফতরের এক ভাষণে তিনি ঘোষণা করেছেন, "স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।" মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা ম্যাচেল এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, "সংকটময় মুহূর্তে এই ঘোষণা এসেছে।" তিনি বলেন, রূপান্তরের এই পথে হাঁটতে বিল গেটসের এই প্রতিশ্রুতিতে ভরসা করছি আমরা।
২০২৫ সালের মে মাসে বিল গেটস জানিয়েছিলেন, ২০৪৫ সালের মধ্যে তাঁর সম্পদ ২০০ বিলিয়ন ডলারে পৌঁছবে। আর ওই সময়তেই ফাউন্ডেশনের কার্যক্রম শেষ কররাবার পরিকল্পনা করছেন তিনি। বিল গেটসের এই ফাউন্ডেশনের মাধ্যমেই ত্রাণ কার্যক্রম চালানো হবে। বিল গেটসের ফাউন্ডেশন তিনটি বিষয়ে অগ্রধিকার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
১) মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধ করা,
২) পরবর্তী প্রজন্ম যেন কোনো ভয়াবহ সংক্রামক রোগে ভুগে বড়ো না হয় তা নিশ্চিত করা,
৩) লাখো মানুষকে দরিদ্রতা থেকে মুক্ত করা,
বিল গেটস বলেন, মোবাইল ফোন আফ্রিকার ব্যাংকিং ব্যবস্থায় বিপ্লব এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে এই মহাদেশ সুবিধে পেতে পারে সে কথাও বলেছেন। তিনি উদাহরণ দেন, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বুঝতে তারা ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম আল্ট্রা সাউন্ড ব্যবহার করে এই সেবায় উন্নতি এনেছে।
উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতিতে তাঁর সরকার আফ্রিকায় এইচআইভি বা এইডস রোগীদের চিকিৎসার কর্মসূচিসহ অন্যান্য ফান্ড বন্ধ করে দিয়েছে। এতে আফ্রিকায় স্বাস্থ্যসেবার অনেকটাই ঘাটতি হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বিল গেটস বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। ১৯৭৫ সালে পল অ্যালেনের সাথে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন। রাতারাতি এই কোম্পানি সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি শিল্পে প্রভাবশালী শক্তি হয়ে ওঠে। তবে ধীরে ধীরে কোম্পানির বিভিন্ন পথ থেকে সরে আসেন তিনি।
প্রসঙ্গত, এ বছর মে মাসে একটি পোস্টে বিল গেটস লিখেছিলেন, "আমার মৃত্যু হলে মানুষ আমার সম্পর্কে অনেক কথা বলবে। কিন্তু 'তিনি ধনী হয়ে মারা গিয়েছেন'- এ কথা সেগুলোর মধ্যে থাকবে না।" ব্লুমবার্গের মতে, বিল গেটস তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করে দিলেও বিলিয়নিয়ারই থেকে যাবেন। অনেক বিশ্লেষকরা বলছেন, বিল গেটস কর এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর এর বৈষম্যমূলক প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন অনেকে।

Whatsapp
