গৌতমকে ছাপিয়ে যাচ্ছেন তাঁর ভাই! এবার বিশ্বসেরা ধনী হবেন বিনোদ আদানি?

Binod Adani vs Gautam Adani: গৌতম আদানির ভাই অর্থাৎ বিনোদের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা, যা এই বছরের হিসেবে।

একদিনে ১৬০০ কোটি! অর্থনীতির বাজারে বর্তমান সম্পদের পরিমাণ ২২ লক্ষ ২৭ কোটি! বিশ্বের দ্বিতীয়, আর ধনী হিসেবেই দেশেও প্রথম হয়েছেন গৌতম আদানি। ১০ বছর ধরে ভারতের সেরা ধনী মুকেশ আম্বানিকে হারিয়েছেন হেলায়। শোরগোল পড়েছে দেশজুড়ে, চাপে বিশ্বের ধনীরাও। গত বছরে ১১৬ শতাংশ সম্পত্তি বাড়িয়ে আমাজনের প্রধান জেফ বেজসকে পিছনে ফেলে দিয়েছেন এই আদানিই। এই খবরই উত্তাল করেছে বিশ্ব অর্থনীতি। ধুম পড়েছে আদানিদের জন্য। কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে এসেছে আরও একটি খবর! যা দেশের জন্য ভাল হলেও 'ফার্স্ট বয়' গৌতম আদানির জন্য ঠিক কতটা সুখবর, তা নিয়েও উঠেছে প্রশ্ন! কেন?

সম্প্রতি 'আইআইএফএল-এর ওয়েলথ হিউরান ইন্ডিয়া রিচ' (IIFL Wealth Hurun India Rich List, 2022) ২০২২-র তালিকা প্রকাশিত হয়েছে, যা প্রকাশ্যে আসার পরেই গৌতম-আলোচনার গতিপথ গিয়েছে বদলে। মুহূর্তেই আলোচনার কেন্দ্রে এসেছেন আর এক জন। যিনি আদানি পরিবারেরই সদস্য। তিনি গৌতম আদানির ভাই বিনোদ শান্তিলাল আদানি। 'হিউরান ইন্ডিয়া রিচ, ২০২২' -এর ওই তালিকা অনুসারে, প্রবাসী ভারতীয় ধনী হিসেবে ষষ্ঠস্থানে রয়েছেন বিনোদ আদানি। একই তালিকার প্রথমে রয়েছেন গৌতম নিজেই। মাত্র কয়েক বছর আগে, ২০১৮ সালে প্রকাশিত ওই একই তালিকায় বিনোদের নাম ছিল ৪৯ নম্বরে।

বিনোদ শান্তিলাল আদানি বর্তমানে প্রবাসী। বিদেশেই তাঁর সাম্রাজ্যের বিস্তার। কিন্তু তিনিই ১৯৭৬ সালে মহারাষ্ট্রের মুম্বইয়ের ভিয়ান্ডি এলাকার পাওয়ার লুম্বস্ -এর সঙ্গে নিজের কর্মজীবন শুরু করেন। এখান থেকেই সিঙ্গাপুরে খোলেন অফিস। তারপর ক্রমেই বৃদ্ধি করেন সম্পদ। ব্যবসা করতে সিঙ্গাপুর যান তিনি। সেখান থেকে দুবাই চলে যান পরিবার নিয়ে। তেল, তামা, অ্যালুমিনিয়াম-সহ একাধিক জিনিসের ব্যবসা দিয়েই প্রতিপত্তি বাড়াতে থাকেন বিনোদ আদানি। নিঃশব্দে উঠে আসেন ধনীদের প্রথম সারিতে।

আরও পড়ুন: ৫জি-র দুনিয়ায় প্রবেশ আদানির, ফের শুরু হবে বিনামূল্যে ইন্টারনেটের দিন?

গৌতম আদানির ভাই অর্থাৎ বিনোদের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা, যা এই বছরের হিসেবে। বিগত ৫ বছরে ৯.৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পদ। যেখানে তাঁর আর এক ভাই গৌতম আদানি ৫ বছরে সম্পত্তি বাড়িয়েছেন ১৫.৪ শতাংশ হারে। ওই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, বিনোদ আদানির গত বছর অর্থাৎ ২০২১ সালেই মোট সম্পত্তি বৃদ্ধি হয়েছে কমপক্ষে ২৮ শতাংশ। ৩৬ হাজার ৯৬৯ কোটি টাকা বেড়েছে ২০২১ সালে। প্রত্যেক দিন গড়ে ১০২ কোটি টাকার সম্পদ বেড়েছে বিনোদ শান্তিলাল আদানির ঘরে। 'হিউরান ইন্ডিয়ান রিচে'র ওই তালিকায় যে ১০ জনের নাম রয়েছে প্রথমে, তার মধ্যে সব নাম মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ যা, তার প্রায় ৪০ শতাংশ সম্পদ শুধু আদানি ভাইদের অধীনেই রয়েছে। দুই ভাইয়ের বর্তমান সম্পদের পরিমাণ হিসেবে বলা হয়, প্রায় ১২ লক্ষ ৬৩ হাজার ৪০০ কোটির সম্পত্তির মালিক ওঁরা। আইআইএফএল-র ওই তালিকায় মোট ১ হাজার ১০৩ জন বাছাই ছিলেন। যেখানে ৯৪ জনের নাম প্রকাশ হয়েছে প্রবাসী ভারতীয় ধনী হিসেবে।

প্রসঙ্গত, গৌতম আদানির বিপুল সম্পদ-সাফল্য যেমন ভারতের অর্থনীতিতে ধনীর আধিক্য বিস্তার করেছে। বিপরীতভাবে খানিকটা চাপে ফেলেছে আম্বানিদের। কিন্তু মুকেশ ছাড়িয়ে তাঁর ভাইয়ের উত্থানের গতিপথ খুব একটা মসৃণ না হলেও গৌতম ছাড়িয়ে তাঁর ভাইয়ের উঠে আসার পথ বেশ সুগম বলেই মনে করছেন অনেকেই। প্রশ্ন উঠছে তাহলে কি, ৪৯ থেকে মাত্র ৪ বছরে ৬-এ নামা বিনোদ খুব শীঘ্রই টেক্কা দেবেন গৌতমকে!

More Articles