নিজেকে নিজেই বিয়ে, ২৪ ঘণ্টা পর নিজেকেই ডিভোর্স! কেন মহিলাদের মধ্যে বাড়ছে 'সোলোগ্যামি'?

Sologamy and Self Divorce: সোফি বিবাহবিচ্ছেদের কথাও ভাবছেন। তাও আবার নিজেকে বিয়ে করার মাত্র ২৪ ঘণ্টা পরই!

"নিজেকে ভালোবাসো, তুমি এবার"। 'সেলফ লাভ', ইংরেজিতে বললেই ভাবখানা বেশ সঠিক প্রকাশ করা যায় এক্ষেত্রে। নিজেকে ভালোবাসা কঠিন কাজ, আবার নিজেকে ভালোবাসাই হয়তো সবথেকে গুরুত্বপূর্ণও কিছুক্ষেত্রে। নিজের নানা দোষ, আঁধার জেনেও নিজেকে স্বীকার করা, নিজেকে যত্ন করা ভালো থাকার এক অন্যতম পথ। তবে অতিরিক্ত ভালোবাসা? অতিরিক্ত যা কিছু, তা যে মানুষকে দিয়ে ঠিক কী কী করিয়ে নেয় বোঝা দায়। করিনা কাপুর সেই যে বলেছিলেন, “ম্যায় আপনি ফেভারিট হুঁ", তারপর গঙ্গা কাবেরী দিয়ে কম জল তো বইল না। নিজের ফেভারিট হতে হতে মানুষের আর অন্যকে ভালোই লাগতে শুরু করল না। নিজেকে ভালোবাসতে বাসতে নিজের বৃত্তে আর কোনও কিছুই ঢুকতে পারল না। অবস্থা এমন দাঁড়াল যে নিজেকে ভালোবেসে নিজেকে বিয়েই করে ফেললেন এক মহিলা! ক্ষমা বিন্দুর কাহিনি নিশ্চয়ই মনে রয়েছে? গুজরাতের ২৪ বছর বয়সী যুবতী ভারতে প্রথম তোলপাড় ফেলে দেন এমন ঘটনা ঘটিয়ে। নিজেকে নিজে বিয়ে করেছিলেন তিনি। এবার নিজেকে ভালোবেসে সোফি মাউরে নামের এক যুবতী নিজেকে বিয়ে করলেন। তবে, তিনি আরও একধাপ এগিয়ে। সোফি বিবাহবিচ্ছেদের কথাও ভাবছেন। তাও আবার নিজেকে বিয়ে করার মাত্র ২৪ ঘণ্টা পরই!

খুবই অদ্ভুতুড়ে ঠেকলেও হয়েছে ঠিক এমনটাই। ২৫ বছর বয়সী সোফি মাউরে এই ফেব্রুয়ারিতেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। টুইটারে একটি সাদা ব্রাইডাল গাউনে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। সোফি নিজেই নিজের বিয়েতে কেকও তৈরি করেন। জীবনের সবচেয়ে 'অমূল্য' মুহূর্তে, সোফি নিজেকে ভালোবেসে নিজেই নিজেকে বিয়ে করতে বিয়ের পোশাক কিনেছিলেন। নিজের বিয়েতে কেক কাটার জন্য সেই কেকটিও নিজেই তৈরি করেছিলেন। দিনটা ছিল ২০ ফেব্রুয়ারি। নিজেকে নিজের বিয়ে সারা! তারপর কী এমন ঘটল?

আরও পড়ুন- সব নিয়ম মেনে নিজেকেই বিয়ে, গুজরাতের এই মেয়ে যে পথ দেখাচ্ছেন

মাত্র ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সোফি আর নিজেকে সহ্য করতে পারলেন না। বৈবাহিক জীবনে নিজের সঙ্গ আর নিজের পছন্দই হলো না। বিবাহবিচ্ছেদের কথা ভাবলেন সোফি। শুধুই কি সারাক্ষণ নিজেকে নিয়ে মানুষের নজরে থাকার চিন্তা? নাকি এমন আচরণের পিছনে আসলে রয়েছে জটিল মানসিক অস্থিরতা? নিজেকে নিজে গুরুত্ব দিতে দিতে, বলা ভালো নিজে নিজের 'ফেভারিট' হতে হতে সমস্যা এমন পর্যায়ে গিয়েছে যে, নিজেকেই নিজের সঙ্গ ত্যাগ করতেও হচ্ছে!

 

নিজেকে নিজে বিয়ে করার ঘটনাটির পোশাকি নাম Sologamy। কোনও একজন ব্যক্তি নিজেকে চরম ভালোবেসে বাকিটা জীবন নিজের সঙ্গে কাটাতে চান। এ আর এমন কী? অনেকেই সারাজীবন একা থাকেন। এখানেই দ্বন্দ্ব। একা থাকা নয়, নিজে নিজের সঙ্গে থাকা। অর্থাৎ নিজের আরেকটা অস্তিত্ব যার সঙ্গে সেই মানুষটি থাকবেন, তাও আবার বিয়ে করে। তবে এখনও অবধি কেবল মহিলাদের ক্ষেত্রেই এই ঘটনাটি দেখা গিয়েছে। কোনও পুরুষ নিজে নিজেকে বিয়ে করেছেন এমন ঘটনা বিশেষ ঘটেনি। তাহলে কি অন্যের কর্তৃত্বে থাকার বদলে, 'স্বামী' পাওয়ার চিরাচরিত জাল কেটে বেরোতেই সোলোগ্যামি?

তবে নিজের সেই অস্তিত্বকে যদি পছন্দ না হয়? মানুষ নিজের সেই অস্তিত্বের সঙ্গে যদি বিন্দুমাত্র সময় কাটাতে না পারেন, সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়া কতখানি সম্ভব? এর আগে সোফি ট্যানার নামে একজনও নিজেকে বিয়ে করেন। তবে সেই বিয়ে টেকেনি। সোফি ট্যানার নিজেকে বিয়ে করে নিজেই পরকীয়া করেন। সোফি বিয়ের পরে ডেটিং শুরু করেন, তাও আবার একজন পুরুষের সঙ্গেই! এই সম্পর্ক প্রায় পাঁচ মাস চলেওছিল। তারপর...

নিজেকে ভালোবাসা সহজ নয়, তার থেকেও কঠিন নিজেকে ভালোবেসে নিজের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারা। সোলোগ্যামি কি শুধুই নিজে নিজের মালিক হওয়ার অধিকার দেয়, সোলোগ্যামি কি নিজেকে বহির্বিশ্ব থেকে ছাড়িয়ে আত্মকেন্দ্রিকও করে না? নাকি সবটা শুধুই আত্মপ্রচারের উদ্দেশ্য? বিষয়টা জটিল, তারও চেয়ে জটিল এই মনস্তত্ত্ব!

More Articles