আরও কিছুটা বাড়তি সময়, জানেন ঠিক কতদিন বাড়ল প্যান আধার লিংকের সময়সীমা?

Pan-Aadhar Link : মার্চ ২০২৩ থেকে ফের বাড়িয়ে দেওয়া হল সময়সীমা, জানেন কেন এত তাড়াহুড়ো করেই করতে হচ্ছে প্যান আধার লিংক?

আবারও বাড়ল সময়সীমা, এই নিয়ে প্রায় পাঁচ বছর ধরেই বাবারবার সময়সীমা বাড়ানো হচ্ছে আধার এবং ভোটার কার্ডের লিংক করানোর। গত বছর ৩১ মার্চ ডেডলাইন ছিল, তখন বিনামূল্যেই করা যাচ্ছিল লিংক, পরবর্তীতে সময়সীমা বাড়ার সঙ্গে যোগ হয় মাথা পিছু ১০০০ টাকা করে জরিমানাও। চলতি মাসের শুরু থেকেই খবরের শিরোনাম দখল করে থেকেছে এই প্যান আধার লিংকের বিষয়টি। চোখের সামনে ডেডলাইনের জুজু, আর তাকে ঘিরেই চূড়ান্ত উত্তেজনা। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যায় আমজনতার। কেন্দ্রীয় সমীক্ষায় জানা যায়, এখনও সিংহভাগ ভারতীয়র এই কাজ সম্পন্ন করা হয়নি বলে।

এদিকে এই প্যান আধার লিংক করা না থাকলে যে ঘোরতর বিপদে পড়তে হবে আমজনতাকে সে কথাও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সরকার। অজস্র সরকারি, বেসরকারি কাজ থেকে শুরু করে ভাতা অথবা মাসিক বেতন সব কিছু নিয়েই সমস্যার সম্মুখীন হওয়ার ভয়। প্যান কার্ড আধারের সঙ্গে লিংক করা না থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে, এমনটাই জানা গিয়েছে। কেন্দ্র সরকারের আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার মূল উদ্দেশ্য হল ডুপ্লিকেট প্যান কার্ড বাতিল করা। এর জেরে প্যান কার্ডের অপব্যবহার এবং কর ফাঁকি আটকানো সহজ হবে। এছাড়া ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি আটকানোও সম্ভব হবে।

আরও পড়ুন -: মোবাইলেই রয়েছে সব হিসেব, আয়কর জমা সহজ করতে নতুন কোন অ্যাপ চালু করল সরকার?

আয়কর বিভাগের তরফে করা ট্যুইট বার্তায় জানা গিয়েছে, “আইটি আইন, ১৯৬১ অনুযায়ী, সমস্ত প্যান কার্ড ধারকদের জন্য তাদের প্যান এবং আধার লিংক করা বাধ্যতামূলক।” আয়কর আইন, ১৯৬১ অনুসারে, প্রত্যেক ব্যক্তির যাদের ব্যাংকে নির্দিষ্ট একটি স্থায়ী অ্যাকাউন্ট আছে, তাদের সকলের ক্ষেত্রেই প্যান বরাদ্দ করা হয়েছে, এবং এই প্যান নম্বরের সঙ্গে ওই ব্যক্তির আধার নম্বরও নির্ধারিত কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক, তাই আধার এবং PAN লিংক করার কথা বলা হয়। অন্যথায় প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনও সম্পূর্ণ সক্রিয়তা না দেখা যাওয়ায় ফের সময়সীমা বাড়াতে বাধ্য হয় কেন্দ্র।

ভারতের মতো একটা দেশে এখনও যেখানে নিরক্ষরতার হার চোখ কপালে তুলে দেয়, সেখানে এই এতো নিয়ম, এত পদ্ধতির সম্পূর্ণরূপে বাস্তবায়নে সরকারের দায় অবশ্য অনেকটাই বেশি থেকে যায়। কেবল পরোয়ানা জারি করেই হাত গুটিয়ে নেওয়া কতটা উচিত কাজ সেটা সময়ই বিচার করছে বারবার। বাধ্য হয়েই সোমবার সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস এর তরফে ঘোষণা করা হয়েছে যে, ৩১ মার্চ ২০২৩ এর থেকে বাড়িয়ে নতুন সময়সীমা করা হল এই বছরের ৩০ জুন পর্যন্ত। করদাতাদের আরও কিছুটা বাড়তি সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রসঙ্গত, এখন ঘরে বসেই করা যাবে এই লিংক। ইনকাম e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর পাঁচ থেকে সাত দিন সময় লাগছে লিংক পদ্ধতি সম্পন্ন হতে। এছাড়াও SMS এর মাধ্যমেও লিংক করা যাচ্ছে Pan-Aadhaar।

More Articles