বিশ্বকাপে হারই কারণ? কেন ভারতীয় ক্রিকেট দলের কোচিং থেকে সরছেন রাহুল দ্রাবিড়?

Rahul Dravid : দ্রাবিড়কে প্রধান কোচের পদে নিযুক্ত করা হয় ২০২১ সালের নভেম্বরে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে দুই বছরের চুক্তি ছিল তাঁর সঙ্গে।

তিনিই ছিলেন দেওয়াল। টিম ইন্ডিয়া জানত, রাহুল দ্রাবিড়ের মতো ঠান্ডা মাথা, বিচক্ষণতা ভারতীয় ক্রিকেট টিমের সম্পদ। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে তৈরি হওয়া ক্রিকেট দলের বিধ্বংসী খেলা এই বিশ্বকাপেই দেখেছে দেশ। শুরু থেকে একটিও ম্যাচ হারেনি ভারত। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়ার ছয় উইকেটে হার যেন সব হিসেব গুলিয়ে দিয়েছে। টানা ১০ টি ম্যাচ জয় কি সত্যিই তাতে ফিকে হয়ে যায়? একটি ম্যাচে হার মানেই সবটা শেষ? নির্দ্বিধায় এই ম্যাচ ছিল ভারতের মাটিতে বিশাল গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে খেলা তো এখানেই শেষ নয়। তবে প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের ছিল এটিই শেষ ম্যাচ। কোচিংয়ের দায়িত্ব ছাড়ছেন রাহুল।

বিসিসিআই-এর একাধিক সূত্র জানাচ্ছে, যে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই চুক্তিরও মেয়াদ শেষ হয়ে গেছে। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়। বিসিসিআইকেও বিষয়টি জানিয়েছেন তিনি। রাহুল দ্রাবিড় চাইছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকায় আসুন। লক্ষ্মণ এই মুহূর্তে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রধান কোচ। বৃহস্পতিবার থেকে ভাইজাগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে এই দল৷

লক্ষ্মণ বেঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট আকাডেমির প্রধানও। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড টি-২০ সিরিজ এবং গত বছর টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের সময় ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ।

বিসিসিআই বলছে, লক্ষ্মণ এই ভূমিকায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালীনই লক্ষ্মণ এই বিষয়ে বিসিসিআই-এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করার জন্য আহমেদাবাদে গিয়েছিলেন। টিম ইন্ডিয়ার কোচ হিসাবে লক্ষ্মণের সঙ্গে দীর্ঘ সময়ের চুক্তি হতে পারে। দক্ষিণ আফ্রিকার আসন্ন সফরের জন্য যে দল হবে, সেই দলেরই প্রথম পূর্ণ-সময়ের ভারতীয় প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন লক্ষ্মণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ১০ ডিসেম্বর। ভারতীয় দলটি ৪ ডিসেম্বরের মধ্যে সেখানে চলে যাবে বলেই ঠিক করা আছে।

আরও পড়ুন- দ্রাবিড় শিখিয়েছেন: যত্ন করে হারতে শেখাটাও জরুরি

দ্রাবিড়কে প্রধান কোচের পদে নিযুক্ত করা হয় ২০২১ সালের নভেম্বরে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে দুই বছরের চুক্তি ছিল তাঁর সঙ্গে। ভারতের বিশ্বকাপ অবধিই ছিল মেয়াদ।

বিসিসিআই-এর সূত্র বলছে, দ্রাবিড় বিসিসিআইকে জানিয়েছিলেন তিনি পূর্ণ সময়ের কোচ হিসাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী নন। প্রায় ২০ বছর ধরে একজন খেলোয়াড় হিসাবে ভারতীয় দলের সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড়। গত কয়েক বছর ধরে তিনি আবারও ভারতীয় দলের সারাক্ষণের সঙ্গী হয়ে ওঠেন। তিনি এই একই বিষয় থেকে এবার সরতে চাইছেন। তিনি NCA-তে প্রধান হিসাবে কাজ চালিয়ে যাবেন। ন্যাশনাল ক্রিকেট আকাডেমির এই ভূমিকাতে থাকলে তিনি নিজের শহর বেঙ্গালুরুতেও ফিরে যেতে পারবেন। আগের মতোই বিক্ষিপ্তভাবে দলয়ের কোচিংয়ে সাহায্য করবেন তিনি কিন্তু সম্পূর্ণ সময়ের কোচ হিসেবে নয়।

আরও পড়ুন- বাইশ গজে শোয়েব আখতারও ভয় পেতেন তাঁকে, আজও ভারতীয় ক্রিকেটের ভরসার ‘দেওয়াল’ রাহুল দ্রাবিড়

শোনা যাচ্ছে, দ্রাবিড় ইতিমধ্যেই একটি আইপিএল দলের সঙ্গে দুই বছরের চুক্তির জন্য আলোচনা করছেন। ভারতের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠৌর। বোলিং কোচ ছিলেন পারস মামব্রে, আর টি দিলীপ ছিলেন ফিল্ডিং কোচ। এরাও কি দায়িত্ব ছাড়বেন? বিসিসিআই বলছে, চুক্তি অনুযায়ী এঁরা কাজ চালিয়ে যেতে পারেন। বা অন্য যে কোনও কোচের মতোই লক্ষ্মণ যদি মনে করেন সঙ্গে অন্য কাউকে নেবেম তাও হতে পারে।

দ্রাবিড়ের কোচিংয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছে, এশিয়া কাপে জিতেছে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে জিতেছে এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজেও জিতেছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও হোম টি-টোয়েন্টি সিরিজেও ভারত জেতে। দ্রাবিড়ের ক্রিকেট টিম দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ডে চূড়ান্ত পঞ্চম টেস্টে হেরেছিল।

More Articles