রতন টাটার পর কে ধরবেন হাল? টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছে

Ratan Tata chairman : কে হবেন টাটার প্রধান দু’টি ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান? রতন টাটার পর কে?

খাতায় কলমে একটি বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু যা-ই হোক, ভারতীয়দের মন থেকে টাটা গোষ্ঠীর ইমেজ কখনও ধুয়ে যায়নি। জামশেদজি টাটার তৈরি করা এই প্রতিষ্ঠান বহু বছর ধরে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড। স্টিল কারখানা থেকে গবেষণা কেন্দ্র – দেশের উন্নতিতে একের পর এক কাজ করে গিয়েছেন তারা। নুন থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান (টিসিএস), টাটা ভরসার অন্য নাম। এই মুহূর্তে রতন টাটাও ভারতের যুব সমাজের অনুপ্রেরণার কেন্দ্রে। ৮৪ বছর বয়স হতে পারে, কিন্তু এখনও তিনি সদা তৎপর। স্যর রতন টাটা ট্রাস্ট এবং স্যর দোরাবজি টাটা ট্রাস্টের সঙ্গেও যুক্ত তিনি। এই প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখেন অনেক তরুণ তরুণী। সেই ভরসা তৈরি করেছেন রতন টাটা।

তবে কালের অমোঘ নিয়ম… “জন্মিলে মরিতে হবে”। ৮৪ বছরের রতন টাটা স্বতঃস্ফূর্ত হলেও, বয়স নিজের ছাপ রেখেছে। আর এখানেই উঠেছে সবচেয়ে বড়ো প্রশ্ন। এই মুহূর্তে টাটা গোষ্ঠীর দু’টি ট্রাস্টেরই প্রধান রতন টাটা। কিন্তু তারপর? রতন টাটার পর কে আসবেন দু’টি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে? সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বংশানুক্রমিক ভাবেই চেয়ার হস্তান্তর হয়। ঠিক যেমন মুকেশ আম্বানির সন্তানরা এখন রিলায়েন্সের বিভিন্ন দায়িত্বে চলে এসেছেন। কিন্তু রতন টাটা অবিবাহিত। কোনও সন্তান নেই। কাজেই টাটার দায়িত্ব কে নেবেন, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা।

সেই জল্পনার মধ্যেই তিনটে সম্ভাবনার কথা উঠে আসছে। প্রথমত, ‘টাটা’ পদবিধারী কেউ দু’টি ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান হবেন। কিন্তু রতন টাটার বংশধর তো কেউ নেই। তাহলে? এখানেই উঠে আসছে নোয়েল টাটার নাম। তাঁর পরিচয়? সম্পর্কে তিনি রতন টাটার ভাই। তিনি নিজেও স্যর রতন টাটা ট্রাস্ট এবং স্যর দোরাবজি টাটা ট্রাস্টের অন্যতম ট্রাস্টি। এই দু’টি ট্রাস্টই মূল বোর্ড টাটা সন্সের সিংহভাগের মালিক। কাজেই এই ট্রাস্ট দু’টির চেয়ারম্যানের পদ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে রয়েছেন নোয়েলের তিন সন্তান লিয়া, মায়া এবং নেভিল। টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এই তিনজন। তাহলে কি সাম্রাজ্যের পরবর্তী দায়ভার এঁদের দিকেই যাচ্ছে?

আরেকটি সম্ভাবনা হল, ‘টাটা’দের বাইরে গিয়ে পার্সি সম্প্রদায়ের অন্য কোনও ব্যক্তি যদি ট্রাস্টগুলির দায়িত্ব নেন। এক্ষেত্রে এতদিন ভরসার জায়গায় ছিলেন সাইরাস মিস্ত্রি। কিন্তু রতন টাটার সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ততার দিকে চলে যাওয়ায় সেখানে দেওয়াল তৈরি হয়ে যায়। দুর্ভাগ্যজনক ভাবে, গাড়ি দুর্ঘটনায় চলতি বছরেই মারা যান সাইরাস মিস্ত্রি। কিন্তু আসল ব্যাপার হল, তাঁর পরিবারের সঙ্গেই সম্পর্ক স্থাপন করেছেন নোয়েল টাটা। সাইরাস মিস্ত্রির বোনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ নোয়েল। কাজেই মিস্ত্রি পরিবারের কেউ সামনে এলেও অবাক হওয়ার কিছু নেই।

শেষ একটি সম্ভাবনাও বাদ দিচ্ছেন না অনেকে। টাটা বা পার্সি সম্প্রদায়ের কেউ নন, এসবের বাইরে অন্য কোনও বিশ্বাসভাজনকেই এই দায়িত্ব দেওয়া হতে পারে। উঠে আসছে দু’টি নাম – বিজয় সিং, যিনি প্রাক্তন প্রতিরক্ষা সচিব। আরেকজন বেনু শ্রীনিবাসন, যিনি টিভিএস গ্রুপের মালিক। দু’জনেই এই ট্রাস্টগুলির ভাইস চেয়ারম্যান। কিন্তু সবই এখন দোলাচলের মধ্যে। কে হবেন টাটার প্রধান দু’টি ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান? রতন টাটার পর কে? জবাবের প্রত্যাশায় ভারতের বণিক মহল।

More Articles