কয়েক মাস পরেই বাংলাদেশের মাটিতে জাদু দেখাবেন মেসি! আদৌ সত্যি, নাকি ফের কোনও গুজব?

Argentina Lionel Messi in Bangladesh : তাও ২০২৩-এর জুনেই নাকি এমনটা হচ্ছে! এই খবর সামনে আসার পর রীতিমতো হইহই শুরু হয়ে গেল।

এক মাস হয়ে গেল তিনি বিশ্বকাপ জিতেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন; পাশাপাশি দেশকেও দিয়েছেন সাধের সোনালি ট্রফিটি। ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার দাপট, বিশ্বকাপ জয় – সবকিছুর মূল সূত্রধর যে তিনিই! কথা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে গোটা বিশ্বেই এখন উন্মাদনা। সৌদি আরবের মাটিতে চির প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে লড়াইটাও লড়ে নিলেন।

এমনিতেই ফুটবল বাজারের গুজব, মেসিকে নেওয়ার জন্য নাকি বিরাট অঙ্কের প্রস্তাব রেখেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই খবরের পাশে আরও একটি ব্যাপারে নড়েচড়ে বসল এশিয়া। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মাটিতে এই খবরটি রীতিমতো ঝড় তুলল। মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা নাকি বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসছে! তাও ২০২৩-এর জুনেই নাকি এমনটা হচ্ছে! এই খবর সামনে আসার পর রীতিমতো হইহই শুরু হয়ে গেল।

এক নজরে মনে পড়ে যায় ২০১১ সালের কথা। সেই বছর কলকাতা ও ঢাকায় ফুটবল ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল। সেই দলের সঙ্গে ছিলেন মেসিও। অবশ্য সেসব ১২ বছর আগের ঘটনা। তবুও সেই স্মৃতি এখনও দুই বাংলার বুকে তরতাজা। ফের একবার ঢাকার মাটিতে সেই ছবিটাই ফিরতে চলেছে? ১৭ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই সামনে আসে।

এমনিতে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অনেকটাই বেশি। বিশ্বকাপের সময় সেই উন্মাদনার ছবি বারবার উঠে এসেছে পর্দায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও অবাক হয়ে গিয়েছে বাংলাদেশের এমন মেসি-প্রীতি দেখে। লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি স্বয়ং বাংলাদেশের প্রশংসা করেছেন। ফিফাও এমন উন্মাদনার দৃশ্য তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়। কাজেই বাংলাদেশে যদি আর্জেন্টিনা দল খেলতে আসে, তাতে অবাক হওয়ার কিছু থাকে না।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সেই তত্ত্বই তুলে ধরে। তাদের বক্তব্য, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি কথা হয়ে গিয়েছে আর্জেন্টিনার। কয়েকটা বিষয় নিয়ে কথা চালাচালি হচ্ছে। তবে মেসিরা যে বাংলাদেশে জুন মাসে আসবেন, সেটা নাকি ‘পাকা খবর’। এমনটাই নাকি বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

কিন্তু সত্যিই কি মেসিরা আসবেন পদ্মাপারে? সেই প্রশ্ন তুলে ধরলেন খোদ আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এদুল। নিজের টুইটারে তিনি বলেন, ২০২৩-র জুনে বাংলাদেশে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে নাকি কোনও চূড়ান্ত আলোচনাই হয়নি! এখনও কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবীকরণ করা বাকি। সেটা না হলে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারছে না আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এরপরই শুরু হয় বিতর্ক। তাহলে এমন কথা বাইরে এল কেন? সত্যিই কি মেসিরা আসছেন না বাংলাদেশে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য বলছেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে। তিনি নাকি এমন কোনও কথাই বলেননি। বরং বলেছেন, বাংলাদেশে যাতে মেসিরা আসেন, তা নিয়ে আর্জেন্টিনাকে প্রস্তাব পাঠিয়েছেন। এছাড়াও ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন সংস্কার করা হচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কাজের কথাও বলা হয়েছে। এটি বাদ দিয়ে আর কোথায় খেলবেন মেসিরা? সেইসঙ্গে আছে অর্থের চাপ। এবারের আর্জেন্টিনা কিন্তু বিশ্বজয়ী; তাই তাদের অর্থও ২০১১-র থেকে অনেকটাই বেশি হবে। সেই অর্থ দেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে কি? নানা প্রশ্নের ঘনঘটা ঘিরে রয়েছে ওপার বাংলাকে ঘিরে। সত্যি, নাকি ফের গুজব – এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

More Articles