বিশ্বকাপের শুরুতেই বাধার মুখে আর্জেন্টিনা, ‘কঠিন’ মুহূর্ত থেকে যেভাবে ঘুরে দাঁড়ালেন মেসি

Lionel Messi at Fifa World Cup : গ্রুপ পর্বে টিকতে পারবে তো মেসি বাহিনী? যে কারণে ভয় পেয়েছিল আর্জেন্টিনা

লিওনেল মেসি। এবছরের বিশ্বকাপে ম্যাজিক ম্যান। নিজের এবং দেশের পাহাড় প্রমাণ স্বপ্ন কাঁধে করে কাতারের ময়দানে নোঙর ফেলেছিলেন। তার ফল অবশ্য মিলেছে। বিশ্বজয়ের শিরোপা জুটেছে শেষ রাতে। এবছরের কাতারের পরতে পরতে ছিল মেসি ম্যাজিক। একটার পর একটা ধাপ পেরিয়ে জয়ের খুব কাছাকছি যখন পৌঁছে গিয়েছে নীল সাদা বাহিনী ঠিক তখন পিছনে ফিরে তাকালে ভ্রম হয়। অদ্ভুত ব্যাপার, এই বিশ্বকাপেরই প্রথম ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। আর ওই একটা হার থেকেই যে ঘুরে দাঁড়ানো সম্ভব সেটাও করে দেখিয়েছে মেসি বাহিনী।

আজ এতগুলো দিন পরে এসে মেসিকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বছর বিশ্বকাপে তাঁর সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল এটিই। অর্থাৎ ওই প্রথম ম্যাচের হার। তবে ৩৬ টা ম্যাচে জেতার পর কাতার বিশ্বকাপে নেমেই এমন হার,মেনে নিতে পারেনি নীল সাদা বাহিনী। তাই ঘুরে দাঁড়াতেই হতো। শক্তি, সামর্থ্য, র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হেরে বসে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটে দুই গোল খেয়ে যায় আর্জেন্টিনা। তবে এই একটা হার, জীবনের একটা কঠিন মুহূর্ত, সামনের চলার পথকে সুগম করে যে দিয়েছিল তা বলাই বাহুল্য।

আরও পড়ুন - ফ্রান্সের ফুটবল ছেড়ে এবার বার্সেলোনায় ফিরে আসা? লিওনেল মেসিকে ঘিরে ফের জল্পনা শুরু

আর্জেন্টিনার মতো একটা বড় দল, তার ওপর মেসির শেষ বিশ্বকাপ। এটাই শেষ সুযোগ মুকুটে বিশ্বকাপ জয়ের শিরোপা জোটানোর। তাই প্রথম ম্যাচের হার দেখে গেঁড়ে বসে ভয়, বিশ্বকাপ জয় তো তখন অনেক দূর সামান্য গ্রুপ পর্বে টিকতে পারবে কিনা সেটাই চিন্তার হয়ে দাঁড়িয়েছিল মেসিদের কাছে। তাই গ্রুপের বাকি দুই ম্যাচ হয়ে যায় বাঁচা-মরার লড়াই। সেখানে প্রথম পরীক্ষায় মেক্সিকোর বিপক্ষে কিছুতেই গোল মিলছিল না আর্জেন্টিনার। কিন্তু হাল ছাড়ার বিন্দুমাত্র সুযোগও অবশিষ্ঠ ছিল না। অবশেষে দ্বিতীয়ার্ধে অসাধারণ এক গোল করে সুর বেঁধে দেন মেসি। এরপর আর থেমে থাকেনি সফর। একটার পর একটা জয়ের ধাপ পেরিয়ে অবশেষে শেষ রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

সেই সাফল্যের প্রায় মাস দেড়েক পর আর্জেন্টিনার রেডিও উরবাঁ প্লে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, সব বাধা পেরিয়ে যাওয়ার এই বিশ্বাস তার মধ্যে আগে থেকেই ছিল। জীবনের কঠিন মুহূর্তই আগামীর পথে তাঁকে লড়াই করার সাহস জুগিয়েছে বলেই জানান তিনি। “সৌদি আরবের বিপক্ষে হার সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি সবচেয়ে কঠিন ছিল, কারণ আমরা ঝুঁকির মধ্যে ছিলাম। এটি এমন একটি ম্যাচ ছিল, যেখানে আমরা সবচেয়ে খারাপ খেলেছি…তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা উতরে যাব। আমাদের দলটা যেমন ছিল, তা না থাকলে আমার মনে হয় এই পরিস্থিতি অতিক্রম করা খুব কঠিন হতো।”

More Articles