নীতীশকে কেন আটকাতে পারল না তেজি ঘোড়া তেজস্বী?
Bihar Election 2025: সকাল ১০টা ১৯ মিনিটের আপডেট অনুযায়ী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি ৫৯টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে অন্তত ৭১টি আসনে এগিয়ে আর কংগ্রেস মাত্র ১৪টি আসনে এগিয়ে রয়েছে।
হাইভোল্টেজ বিহার নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার দু’ঘণ্টা মধ্যেই ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। এনডিএ ইতোমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে, আর আরজেডি গতবারের তুলনায় অনেকটাই পিছিয়ে।
সকাল ১০টা ১৯ মিনিটের আপডেট অনুযায়ী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি ৫৯টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে অন্তত ৭১টি আসনে এগিয়ে আর কংগ্রেস মাত্র ১৪টি আসনে এগিয়ে রয়েছে।
এই নির্বাচনে আরজেডি ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১৪৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস ৬১টিতে প্রার্থী দিয়েছিল। বাকি আসনগুলো মহাগঠবন্ধনের অন্যান্যরা সুযোগ পায়। এর মধ্যে রয়েছে বামপন্থী দলগুলো এবং মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টি। এনডিএ-র ক্ষেত্রে বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে ১০১টি আসন নিয়ে লড়ছে। এছাড়াও ময়দানে রয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি (রাম বিলাস), জিতেন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা এবং অন্যান্য এনডিএ সঙ্গী।
আরও পড়ুন
বিহারে নীতীশ: কংগ্রেসই ‘মহাগঠবন্ধন’কে টেনে নামাচ্ছে?
২০২০-এর বিহার নির্বাচনে আরজেডি একক সর্ববৃহৎ দল হয়েছিল, কিন্তু কংগ্রেস মহাগঠবন্ধনকে পথে বসায়। কংগ্রেসের ব্যর্থতার সুযোগ নিয়ে এনডিএ সরকার গঠন করেছিল। আরজেডি যে ১৪৪টি আসনে লড়েছিল তার মধ্যে ৭৫টি জয় পায় তারা। কিন্তু কংগ্রেস ৭০টির মধ্যে মাত্র ১৯টি নিতে পেরেছিল। ২০২৫ হয়ত আরও করুণ ছবি তুলে ধরতে চলেছে।
উল্লেখ্য, নীতীশ কুমারের জেডিইউ ২০২০-এর তুলনায় এবার ভালো পারফর্ম করছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন বিরোধীরা নীতীশ কুমারের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছ। বিজেপি নেতারা যদিও বারবার বলছিলে তারা নীতীশের নেতৃত্বে আস্থাশীল। তাঁর নেতৃত্বেই সরকার গড়া হবে।
প্রশ্ন হলো, 'অসুস্থ' নীতীশের রথ কেন আটকাতে পারলেন না দুই তেজি ঘোড়া তেজস্বী আর রাহুল? কোথায় গাফিলতি ছিল, খুঁজতে হবে তাদের। অন্য দিকে নীতীশের ক্যাশ ট্রান্সফার নীতিই কি বিহারে সব সমীকরণ তছনছ করে দিল? সে প্রশ্নও থাকবে।

Whatsapp
