বিহারে নীতীশ: কংগ্রেসই 'মহাগঠবন্ধন'কে টেনে নামাচ্ছে?

Bihar Election Results: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা মহাগঠবন্ধনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের দুর্বল পারফরম্যান্সই এই জোটকে পিছিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে।

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা মহাগঠবন্ধনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের দুর্বল পারফরম্যান্সই এই জোটকে পিছিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে। অন্য দিকে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে।

নভেম্বরের ৬ ও ১১ তারিখে দুই পর্যায়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ২৪৩টি আসনের ফলাফল আজ নির্ধারিত হচ্ছে। দিনের শুরু থেকেই ট্রেন্ড দেখে মনে হচ্ছে, এনডিএ-এর সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে ফেলা শুধু সময়ের অপেক্ষা।

প্রাথমিক ট্রেন্ড অনুসারে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের অন্যতম সহযোগী কংগ্রেস ৬১টি আসনে লড়াই করলেও মাত্র ১১টিতে এগিয়ে। ২০২০-এর নির্বাচনের তুলনায় আট আসন কম। ২০২০ সালে তারা ৭০টি আসনে লড়ে শেষমেশ মাত্র ১৯টিতে জয়লাভ করেছিল। তেজস্বী যাদবের আরজেডি ১৪৩টি আসন থেকে ৫৮টিতে এগোচ্ছে। তেজস্বীদের গতিও গতবারের ৭৫টি আসনের তুলনায় অনেকটাই কম। সিপিআই(এমএল) লিবারেশন ২০টি আসন থেকে তিনটিতে এবং সিপিআই নয়টি আসনে একটিতে এগোচ্ছে। বিকাশীল ইনসান পার্টি (ভিআইপি) ১২টি আসন থেকে মাত্র একটিতে এগিয়েছে, অন্যান্য বামপন্থী দলগুলো—ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টি এবং সিপিআই(এম)—তাদের আসনগুলিতে পিছিয়ে পড়েছে।

বিহারে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট। স্থানীয় নেতৃত্বের কোনো করিশ্মাই নেই। আসন রফা নিয়ে তেজস্বী রাহুলদের ঠান্ডাযুদ্ধ, রাহুলের হঠাৎ ভ্যানিশ হয়ে যাওয়া কেউ ভোলেনি। কংগ্রেসের দুর্বলতা পুরো মহাগঠবন্ধনকে টেনে নামিয়ে দিচ্ছে বলে বিশ্লেষকরা মত প্রকাশ করছেন।

আরও পড়ুন

বিহার এসআইআর: কেন সবচেয়ে বেশি বাদ পড়লেন মহিলারা?

২০২০-এর নির্বাচনে আরজেডি এককভাবে সবচেয়ে বড় দল হয়ে ৭৫টি আসন জিতেছিল, কিন্তু কংগ্রেসের খারাপ ফলাফলের কারণে এনডিএ সরকার গঠন করতে সক্ষম হয়। ভাজপা ৭৪টি এবং জেডিইউ ৪৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এবারও অনুরূপ প্রবণতা দেখা দিলে, কংগ্রেস আসলে জোটের জন্য বোঝা হয়ে উঠবে।

উল্লেখ্য এনডিএ-তে ভাজপা, জেডিইউ, লোক জনশক্তি পার্টি (রামবিলাস), হিন্দুস্তানি আওয়াম মর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক মর্চা (আরএলএম) অন্তর্ভুক্ত।

যদিও কংগ্রেস শাসক ভাজপার বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগ তুলে ধরেছে। একজন কংগ্রেস নেতা বলেন,

“প্রাথমিক ফলাফল যাই হোক, জনগণের মতামত পরিবর্তন করা যাবে না। আমরা লড়াই চালিয়ে যাব।”

নীতীশ কুমার এবার এনডিএ ক্ষমতায় এলে, পঞ্চমবার বিহারে মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন।বিহারের দীর্ঘতমস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান পাবেন।

এক্সিট পোল কিন্তু এই প্রবণতার কথাই বলেছিল প্রথম থেকে। নয়টি এক্সিট পোলে এনডিএ ১৪৭টি আসন এবং মহাগঠবন্ধন ৯০টি পাবে বলে অনুমান করা হয়। বলা হয়, আরজেডি ৫৭ থেকে ৬৯টি, কংগ্রেস ১৪টি এবং প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি একটি আসন পাবে।

More Articles