ছুটি আছে, টাকা নেই? মাত্র ৫০০০ টাকাতেই ঘুরতে পারেন এই অপূর্ব জায়গাগুলি...

Budget Friendly Travel: ল্যান্সডাউন উত্তরাখণ্ডের সবচেয়ে কম পরিচিত হিল স্টেশনগুলির মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এটি।

ঘুরতে পেলে প্রাণ একেবারে ফূর্তিতে ডগমগ! অথচ মধ্যবিত্ত পকেট তো সদাই গড়ের মাঠ। ঘুরতে যাওয়ার আনন্দের মাঝে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় আর্থিক সঙ্গতি। সস্তায় যদি পুষ্টিকর ভ্রমণের পরিকল্পনা করতে হয়, নানাদিকে নানা কাটছাঁট করে যা দাঁড়ায় তাতে সেই ভরপুর আনন্দের আমেজ ক্ষয়ে যায়। তাই অনেকেই এখন অফ-সিজনে ঘুরতে ভালোবাসেন। হোটেল সস্তা, যাতায়াতও সস্তা। তবে কম বাজেটে ঘোরার জন্য রয়েছে এখন বেশ কিছু গন্তব্য। নাম শুনে দামি মনে হলেও আসলে পকেটে মাত্র হাজার পাঁচেক টাকা থাকলেই দুর্দান্ত ঘুরে আসা যায় এই সব জায়গাগুলি।

ল্যান্সডাউন

ল্যান্সডাউন উত্তরাখণ্ডের সবচেয়ে কম পরিচিত হিল স্টেশনগুলির মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত ল্যান্সডাউন। মাত্র ১০০০ টাকার মধ্যেই থাকার জন্য এখানে হোটেল এবং ট্যুরিস্ট বাংলো পেতে পারেন।

ঘোরার জায়গা কী কী?

ওয়ার মেমোরিয়াল এবং টিপ-ইন-টপ পয়েন্ট

ভুলা তাল হ্রদ

পাহাড়ি এই এলাকায় পায়ে হেঁটে ঘোরার কোনও বিকল্প নেই

কালাগড় বন্যপ্রাণ অভয়ারণ্যে যাওয়া যায়

আরও পড়ুন- দিঘা-পুরী-দার্জিলিং আর নয়, চেনা ছকের বাইরে সফর সারুন পাহাড়-জঙ্গলে ঘেরা শিমোগায়

পার্বতী উপত্যকা

পার্বতী উপত্যকা ভারতের উত্তরাঞ্চলের আরেক রাজ্য হিমাচল প্রদেশে অবস্থিত। বাস বা ট্রেনে কাসৌল পৌঁছনো সহজ সবচেয়ে। তোশের মতো কাছাকাছি গ্রামেও যেতে পারেন, চাইলে ক্ষীরগঙ্গাও দেখতে যেতে পারেন। সবচেয়ে সস্তা এখানে থাকার বন্দোবস্ত! প্রতি রাতে ১৫০ টাকা হিসেবে মিলতে পারে ঘর এবং খাবারও বেশ সস্তা। হাতে যদি ৩/৪ দিনের ছুটি থাকে, আর পকেটে হাজার পাঁচেক টাকা তাহলে গুছিয়ে ঘুরে আস্তে পারেন পার্বতী উপত্যকা।

দেখার জায়গা কী কী?

পাহাড়ের নৈসর্গিক দৃশ্য দেখতে কাসৌল যেতেই হবে

তোশে হেঁটে ঘুরতে পারেন

ক্ষীরগঙ্গায় ট্রেক করুন এবং প্রাকৃতিক উষ্ণ জলের প্রস্রবণ দেখে আসুন

গোয়া

৫০০০ টাকায় গোয়া! তাজ্জব হলেও সত্যি! ঠিকঠাক পরিকল্পনা করতে পারলে পাঁচ হাজারেই গোয়া ঘোরা সম্ভব। গোয়া পশ্চিম ভারতের এমন এক রাজ্য যার উপকূলরেখা আরব সাগর বরাবর বিস্তৃত। পর্যটনপ্রেমীদের কাছে ভারতের অন্যতম প্রিয় এবং বিলাসবহুল সমুদ্র সৈকত গোয়া। গোয়া ব্যয়বহুল বা বিলাসের ভরপুর ভাঁড়ার হলেও চাইলে ৫০০০ টাকার মধ্যেই সি-বিচে বসে পার্টি করতে পারবেন।

কীভাবে ঘুরবেন অল্প বাজেটে?

একটি স্কুটার ভাড়া করুন এবং রাজধানী পানাজি ঘুরে দেখুন

পুরনো গোয়া যান, ব্যাসিলিকা ডি বম জেসুস, সে ক্যাথেড্রাল এবং সেন্ট ফ্রান্সিস অব আসিসি চার্চ ঘুরে দেখুন।

ফোর্ট আগুয়াডার বাতিঘর দেখুন।

যদি সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে চান তবে দক্ষিণ গোয়া আপনার জন্য আদর্শ

ম্যাকলিওডগঞ্জ

ম্যাকলিওডগঞ্জ হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালার এক ছোট্ট শহরতলি। এখানে, এক রাতে হোটেলের ভাড়া শুরু হয় ৩০০ টাকা থেকে। অত্যন্ত শান্ত, অপরূপ সুন্দর এই পকেট-ফ্রেন্ডলি পর্যটন কেন্দ্রটিতে ভিড়ও বেশ কম। অল্প কয়েকদিনের ছুটিতে চুটিয়ে আনন্দ করতে পারেন ম্যাকলিওডগঞ্জে।

ঘোরার জায়গা কী কী?

ভাগসু জলপ্রপাত এবং শিব ক্যাফে অবশ্যই ঘুরে দেখুন

মাত্র ৫০০ টাকায় ট্রাউন্ড ট্রেক করুন এবং এক রাত্তির ক্যাম্পও করতে পারেন

মনাস্ট্রি ঘুরে দেখতে পারেন

পাহাড়ের দুর্দান্ত দৃশ্য দেখতে দেখতে ছিমছাম সুন্দর ক্যাফেগুলিতে অবশ্যই সময় কাটান।

আরও পড়ুন- ছিল কুষ্ঠরোগীদের নিরাময়ের স্থল, এখন তাক লাগানো সমুদ্র! কলকাতার কাছেই রয়েছে এই খাজানা

পণ্ডিচেরি

পণ্ডিচেরি বা পুদুচেরি দক্ষিণ-পূর্ব তামিলনাড়ু রাজ্য দিয়ে ঘেরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পণ্ডিচেরি মূলত অরোভিল আশ্রমের জন্য বিখ্যাত, ফরাসি উপনিবেশ থাকায় পণ্ডিচেরির স্থাপত্য এখনও অপরূপ এক ইতিহাসের ঘ্রাণ বয়ে বেড়ায়। ৫০০০ টাকার মধ্যেই ঘুরে আসতে পারেন ভারতের অন্যতম পরিষ্কার সৈকত শহরে।

দেখার জায়গা কী কী?

বিখ্যাত প্রমনেড সৈকত অবশ্যই ঘুরে দেখুন।

অরবিন্দ আশ্রমে যাওয়া অবশ্য কর্তব্য

সাইকেলে অরোভিল ঘুরে দেখুন।

More Articles