বন্ধুত্ব হচ্ছে জ্বলন্ত মোমবাতির মতো

Children's Day 2024: বন্ধুত্ব একটা জ্বলন্ত মোমবাতির মতো। কিছুক্ষণ জ্বলার পরে মোমবাতিটি গলতে শুরু করে। তাহলে কি বন্ধুত্ব ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে?

বন্ধুত্ব বলতে কী বুঝি? আমাদের জীবনে কতরকমের সম্পর্ক আছে, কতরকমের মানুষ, কত প্রাণী, গাছ! সকলের সঙ্গে আমাদের সম্পর্ক আলাদা আলাদা। আমাদের জীবনে সব সম্পর্কেরই প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুত্ব এই সম্পর্কগুলির মধ্যেই অন্যতম। বন্ধুত্ব আসলে একটা উপহার! কে দেয় এই উপহার? বাড়ির বড়রা বলে, আমরা সকলেই ঈশ্বরের কাছ থেকে সবচেয়ে মূল্যবান উপহারগুলো পাই। বন্ধুত্বও নাকি তেমনই। বন্ধু ছাড়া জীবন কেমন ফাঁকা! আমাদের সকলেরই জীবনে এক বা অনেক বন্ধু থাকে, থাকা উচিতও। এমন নয় যে বন্ধুত্বের নির্দিষ্ট বয়স আছে। বন্ধুত্ব বয়স মানে না, দেশও মানে না।

ইংরেজিতে একটি পুরনো কথা আছে- “a friend in need is friend indeed"। বন্ধুত্বে হয়তো সারাক্ষণ দু'টি মানুষ খালি লড়াই করছে, ঝগড়া করছে। আসলে বন্ধুত্ব একটা জ্বলন্ত মোমবাতির মতো। কিছুক্ষণ জ্বলার পরে মোমবাতিটি গলতে শুরু করে। তাহলে কি বন্ধুত্ব ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে? আসলে মোমবাতি গলছে আর আলোও হচ্ছে চারদিক। বন্ধুত্ব যত পুরনো হয় তার ভালোবাসার শক্তিও আলোর মতোই ছড়িয়ে পড়ে।

বন্ধুত্ব দিবস প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালিত হয়। এই দিনে আমরা সব বন্ধুকে একটি করে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়ে আমাদের বন্ধুত্ব উদযাপন করি। কিন্তু বন্ধুত্ব একদিনের নয়। বন্ধু এমন একজন মানুষ যে আমাদের পাশে ছায়ার মতো থাকে। এমনকী যখন আমরা বন্ধুদের উপর প্রচণ্ড রেগে থাকি, কথা বন্ধ, টিফিন ভাগ বন্ধ, তখনও তারা আমাদের পাশে থাকে। বন্ধুরা ছেড়ে যায় না।

বন্ধু আসলে এমন একজন যাকে আমরা বিশ্বাস করতে পারি এবং যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে পারি, কারণ ছাড়াই হাসতে পারি! জীবনে কোনও বন্ধুত্ব নেই মানে যে জীবনযাপন আমরা করছি তা চিরকাল অসম্পূর্ণই থেকে যায়। নতুন বন্ধু তৈরি করা কঠিন কিন্তু একবার যদি কেউ বন্ধু হয়ে যায়, তাহলে কখনই তাদের ছাড়া জীবন ভাবাও যায় না।

 

পৃথিকা মণ্ডল

ষষ্ঠ শ্রেণি

(শিশুর ছবি ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে)

More Articles