পৃথিবীতে আমরা তো সবাই সমান

Children's Day 2024: আমার হাতে ক্ষমতা থাকলে আমি আইন করে ২১ বছরের কম বয়সি ছেলে মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতাম।

আমি একটা সুন্দর দেশে থাকি। কিন্তু চাইলে আমরা এই দেশকে আরও সুন্দর করে তুলতে পারি। আমি চাই আমাদের দেশে কিছু পরিবর্তন আসুক। আমি দেখি, আমাদের সমাজটা এখন মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট নির্ভর। আমার মতো ছোটরা এখন অনেকটাই মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট নির্ভর। যার ফলে শরীরে অনেক ধরনের সমস্যা হচ্ছে সবারই। এর জন্য চোখের সমস্যা, একাগ্রতার সমস্যা তো হয়ই। তাছাড়া মোবাইল, ল্যাপটপ এতটাই প্রভাব ফেলে যে আমাদের একে অপরের সঙ্গে কথা বলা কমে যায়। শুধুমাত্র আমাদের মতো ছোটরাই নয়, বড়রাও যে পরিমাণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাতে তাদের উপরেও খারাপ প্রভাব পড়ে। আমি জানি বর্তমান সময় এই বিশ্বে মোবাইল-ল্যাপটপ ছাড়া টিকে থাকা কঠিন। আমার হাতে ক্ষমতা থাকলে আমি আইন করে ২১ বছরের কম বয়সি ছেলে মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতাম।

দ্বিতীয়ত, আমাদের দেশে দূষণ কমানোর জন্য জরুরি পদক্ষেপ করা উচিত। দিন দিন দেশের জনসংখ্যা যেমন বাড়ছে তেমনই দূষণও বাড়ছে হু-হু করে। অথচ আমাদের এমন অনেক যানবাহন আছে যা ব্যবহার করলে বায়ুদূষণ কম হয়। যে সব যানবাহনের জন্য দূষণ হয় আমরা সেগুলো কম ব্যবহার করে রিকশা, সাইকেল, ব্যাটারি স্কুটার বেশি ব্যবহার করতে পারি।

আরও পড়ুন- “প্লিজ হাতি পাঠান না,” কেন নেহরুকে হাজার চিঠি লিখেছিল টোকিও, বার্লিনের শিশুরা?

তৃতীয়ত, আমাদের দেশে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আইন আনা প্রয়োজন। যেখানে উল্লেখ থাকবে, একজন বিশেষভাবে সক্ষমদের সঙ্গে কেমন আচরণ করা উচিত এবং আমরা কীভাবে তাদের সাহায্য করব। আমি দেখেছি, বহু মানুষ বিশেষভাবে সক্ষমদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনকী তাদের ভয়ও পান। অথচ এই পৃথিবীতে আমরা তো সবাই সমান। তাই আমাদের বিশেষভাবে সক্ষমদের সঙ্গেও বাকি মানুষদের মতো ভালো এবং সমান আচরণই করা উচিত।

চতুর্থত, আমি চাই আমাদের দেশে যেন কোনও ভিখারি না থাকে। তাদের জন্য আয়ের সুযোগ করে দেওয়া উচিত যাতে তাদের আর ভিক্ষা করতে না হয়।  আমি চাই আমাদের দেশে যেন সবাই সমান অধিকারের সঙ্গে, শান্তিতে, মিলেমিশে, একসঙ্গে, খুশিতে থাকতে পারে।

 

রূপতৃসা বড়ুয়া
বয়স - ১২
অষ্টম শ্রেণি
স্কুল - কেন্দ্রীয় বিদ্যালয়

(শিশুর ছবি ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে)

More Articles