শিগগিরই ফিরতে চলেছে করোনাভাইরাস! চিনের 'ব্যাটওম্যানে'র গবেষণা ঘিরে তোলপাড় বিশ্ব
Covid-19 May Come Back : চিনের এই বিখ্যাত ভাইরোলজিস্ট মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে এমন সংক্রামক বাহক হিসাবে বাদুড়ের ভূমিকা নিয়ে গবেষণা করছেন।
আবার ফিরতে পারে! আরও ভয়ানকভাবে ফিরতে পারে! দু'বছরের ঘা এখনও ভোলেনি মানুষ। এরই মধ্যে আশঙ্কার খবর দিচ্ছে সেই চিনই! করোনাভাইরাস আবার ফেরার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন চিনের বিখ্যাত ভাইরোলজিস্ট শি ঝেংলি। শি ঝেংলি প্রাণী থেকে উদ্ভূত ভাইরাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত এক মুখ। গবেষক সতর্ক করেছেন, ভবিষ্যতে একটি নতুন করোনাভাইরাস আবির্ভূত হতে পারে। চিনে শি ঝেংলি পরিচিত 'ব্যাটওম্যান' নামে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানাচ্ছে, শি বলছেন মারাত্মক কোভিড-১৯ মহামারী থেকে শিক্ষা নিয়ে এই ধরনের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বকে প্রস্তুত থাকতেই হবে।
চিনের এই বিখ্যাত ভাইরোলজিস্ট মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে এমন সংক্রামক বাহক হিসাবে বাদুড়ের ভূমিকা নিয়ে গবেষণা করছেন। তিনি জানাচ্ছেন যে, ২০২৩ সালে আমরা যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (SARS) প্রকোপ আমরা দেখছি, বা করোনাভাইরাস-জনিত রোগের অতীতের ঘটনাগুলি যেভাবে দেখেছি তা কোভিড-১৯ মহামারী যে ভবিষ্যতেও ফিরবে সেই বিষয়টিকেই প্রমাণ করে।
তাঁদের গবেষণায়, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির দল, ৪০ টি ভিন্ন করোনভাইরাস প্রজাতির প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকির মূল্যায়ন করেছে। উল্লেখযোগ্যভাবে, এদের অর্ধেককেই 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' হিসাবে শ্রেণিবদ্ধ করেছেন গবেষকরা। হংকংয়ের এক সংবাদপত্র জানাচ্ছে, এর মধ্যে ছয়টি ইতিমধ্যেই মানুষের মধ্যে রোগ সৃষ্টি করেছে বলে জানা গেছে। অন্য তিনটির মানুষ বা অন্যান্য প্রাণীর প্রজাতিকে সংক্রামিত করার সম্ভাবনা রয়েছে, তা প্রমাণিত।
আরও পড়ুন- Covid-19: মাস্ক পরতে হবে আবার! পুজোর আগেই ফিরতে পারে করোনা?
গবেষণা থেকে এটুকু একেবারেই স্পষ্ট যে ভবিষ্যতে এই মারাত্মক রোগের পুনরাবির্ভাব প্রায় নিশ্চিত। অর্থাৎ আরও একটি করোনভাইরাস প্রাদুর্ভাবের ব্যাপক আশঙ্কা। উদ্বেগজনক এই গবেষণাটি ইংরেজি জার্নাল ইমার্জিং মাইক্রোবস অ্যান্ড ইনফেকশনসে জুলাই মাসে প্রকাশিত হয়। সম্প্রতি চিনের সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটি সাড়া ফেলেছে। তবে বেইজিং কিন্তু বিষয়টিকে পাত্তা দিচ্ছে না।
চিনের অন্য ভাইরোলজিস্টরা কুখ্যাত উহান ইনস্টিটিউটের উপর ভিত্তি করে তাঁর কাজের জন্য শি ঝেংলির এই সাম্প্রতিকতম গবেষণা নিয়ে কোনও কথাও বলতে চাননি। এই মাসের শুরুর দিকে, মার্কিন ফেডারেল সংস্থা ঘোষণা করে যে, এটি আনুষ্ঠানিকভাবে WIV-কে পরবর্তী ১০ বছরের জন্য কোনও অনুদান দেবে না।
দ্য নিউ ইয়র্ক পোস্ট জানাচ্ছে, অনুদান বন্ধের এই সিদ্ধান্তটি নেওয়া হয় যখন মার্কিন মিডিয়া জানায় কোভিড-১৯ মহামারী আসলে চিনের উহান ইনস্টিটিউটের একটি গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে। এইখানেই বাদুড় করোনভাইরাসের উপর ঝুঁকিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চলছিল। তবে মার্কিন গোয়েন্দা নথি জানাচ্ছে, এই গবেষণাগার থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছিল এমন কোনও চূড়ান্ত প্রমাণ নেই, যদিও তত্ত্বটি নিশ্চিতভাবে বাতিলও করা যায় না।