মা হওয়ার ক্ষমতা কাড়ছে লিপস্টিক, নেলপালিশ! প্রসাধনীর যে ভয়াবহ দিকটি অজানা
Dangerous Cosmetics : ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, ত্বকের শোষণের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশকারী প্যাথলেট সরাসরি ডিম্বাশয়ে পৌঁছতে পারে।
পুজো আসছে। বিশুদ্ধ পুজোপ্রেমীরা ইতিমধ্যেই শাড়ি ব্লাউজ, পাঞ্জাবী, পোশাক কিনে ফেলেছেন। ত্বকের যত্ন নিতে শুরু করেছেন, পাড়ার জিমে ভর্তির তালিকা বেড়ে গিয়েছে। অনলাইন বাজার তোলপাড় করে সাজগোজের যন্ত্রপাতি, প্রসাধন, গয়না কেনার হিড়িক পড়েছে। এই যে এত এত প্রসাধনী বিক্রি, তাতে সময় বিশেষে গুচ্ছের ছাড়, অফার, কোনওদিনও কি দেখেছেন আসলে কী দিয়ে তৈরি এই সব মেকআপ সামগ্রী? লিপস্টিক বাছাই করতে গিয়ে কোনও দিনও দেখেছেন এই লিপস্টিক আসলে কী দিয়ে তৈরি, চোখে যে কাজল দিচ্ছেন, তাতে কী কী আছে? মুখের ফাউন্ডেশনটিতে কোন কোন উপাদান রয়েছে? ৯০ শতাংশ মানুষই প্রসাধন কিনতে গিয়ে 'ইনগ্রেডিয়েন্টস' লক্ষ্যই করেন না। লক্ষ্য করেন না বলেই মারাত্মক সমস্ত বিপদ আপনার সামনে হাজির হচ্ছে অথচ টেরও পাচ্ছেন না। মহিলাদের স্তন, ডিম্বাশয় সমস্ত বিপজ্জনক অবস্থায় ফেলে দিচ্ছে এই প্রসাধনীগুলি! কসমেটিক্স বা প্রসাধনীর ক্ষেত্রে মানুষ সবসময়ই ব্র্যান্ড দেখে। মনে গভীর বিশ্বাস, নামী ব্র্যান্ড মানেই খাঁটি প্রোডাক্ট! আসলে কি তাই? আকর্ষণীয় ছাড়ে যে যে নামীদামী প্রসাধনী কিনে নিজেকে সাজাতে চাইছেন, তাই মৃত্যুফাঁদ হয়ে যাচ্ছে। কেনার সময় আমরা বেশিরভাগই এই প্রসাধনীগুলির উপাদানের তালিকাটি পড়েও…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
