৫২.৯ ডিগ্রি সেলসিয়াস! দিল্লিতে ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার কারণ কী?

Delhi Highest Temperature: বুধবার দিল্লির মুঙ্গেশপুর আবহাওয়া কেন্দ্রে পারদ ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে দিল্লি! সে রেকর্ড যে ভয়াবহ এবং আগামীতে অত্যন্ত আশঙ্কাজনক তা বলাই বাহুল্য। গোটা ভারতই বুধবার অস্বাভাবিক গরমে ভুগেছে। তারই মধ্যে দিল্লি ছাপিয়ে গিয়েছে সমস্ত মাত্র! বুধবার দিল্লির মুঙ্গেশপুর আবহাওয়া কেন্দ্রে পারদ ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। এর আগে, রাজস্থানের ফলোদি আবহাওয়া কেন্দ্রে দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর মঙ্গলবার, উত্তর-পশ্চিম দিল্লির আবহাওয়া কেন্দ্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লির সাফদারজং মানমন্দির হচ্ছে শহরের প্রাথমিক আবহাওয়া কেন্দ্র। বুধবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মুঙ্গেশপুরের এই হাফসেঞ্চুরি পার করা তাপমাত্রা কি সত্যিই এতটা বেশি? আবহাওয়াবিভাগের কেউ কেউ বলছেন, তাপমাত্রা সেন্সরের ত্রুটিও ঘটে থাকতে পারে, আবার বিভিন্ন স্থানীয় কারণের জন্য এই বীভৎস তাপমাত্রা হলেও হতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লিতে মোট ২০টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৪টিতেই তাপমাত্রার পতন লক্ষ্য করা গিয়েছে। সব ক’টিতেই গড় তাপমাত্রা ছিল ৪৬ থেকে ৫০ ডিগ্রির মধ্যে। এই অবস্থায় মুঙ্গেশপুর কেন্দ্রটির তাপমাত্রার পরিমাপের যন্ত্র ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখতে একটি তদন্তকারী দলকেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন- দিল্লিবাসীর নাভিশ্বাস! পরিবেশ ধ্বংসের পরিণাম ফলছে, বাসের অযোগ্য হবে রাজধানী?

তবে স্থানীয় কারণগুলিকেও এড়িয়ে যাচ্ছেন না কেউ। মৌসম ভবনের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানাচ্ছেন, শহরের উপকণ্ঠগুলিতে রাজস্থান থেকে আসা গরম বাতাস প্রথম আঘাত করে। মুঙ্গেশপুর, নরেলা এবং নাজফগড়ের মতো এলাকাগুলিই উপকণ্ঠে, তাই প্রথম এই গরম বাতাসের পূর্ণ শক্তি সেখানেই অনুভূত হয়।

তবে এই রেকর্ড তাপমাত্রার পরে, দিল্লিতে দমকা বাতাস বয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। এই ভয়াবহ গরমের মধ্যে রাজধানীর বিদ্যুতের চাহিদাও এক অন্য রেকর্ড গড়েছে! সর্বকালের সর্বোচ্চ ৮,৩০২ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল দিল্লিতে, বুধবার বিকেলে।

দিল্লির ইতিহাসে এই প্রথম বিদ্যুতের চাহিদা ৮,৩০০-মেগাওয়াট ছাড়িয়েছে। বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলি জানিয়েছিল এই গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ৮,২০০ মেগাওয়াট হতে পারে। অন্যদিকে, এই তীব্র গরমে রাজধানীতে জলের চাহিদাও হু-হু করে বাড়ছে! দিল্লি জল বোর্ড ঘোষণা করেছে, কেউ জল নষ্ট করলেই তাঁর ২০০০ টাকা জরিমানা করা হবে। দিল্লির তীব্র গরমের হাত থেকে শিশুদের রেহাই দিতে সব স্কুলকে ৩০ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

More Articles