Discard Article

Do you really want to discard the article ?
Submit Article

Once you submit, the story will be produced to our
editor for review
বিশ্বকাপ জয়ের পর নতুন শিরোপা! প্রথম ভারতীয় হিসেবে যে ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ডিয়া
Hardik Pandya: হার্দিকের আগে কোনও ভারতীয় ক্রিকেটার টি-২০ অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছতে পারেননি।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ICC T20I অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন হার্দিক।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ICC T20I অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন হার্দিক।
টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। স্বপ্নের সেই দিনের টুকরো ঘটনা, গ্র্যান্ড সেলিব্রেশন এখনও মায়ার মতো জড়িয়ে রেখেছে ভারতীয়দের। এরই মাঝে নতুন পালক মুকুটে জুড়ল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার। বুধবার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ICC T20I অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন হার্দিক। সদ্য সমাপ্ত T20 বিশ্বকাপে ভারতের হয়ে তাঁর পারফর্ম্যান্স ছিল অনবদ্য। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর আরও এক গৌরব অপেক্ষা করেছিল ৩০ বছর বয়সি এই খেলোয়াড়ের জন্য।
২৯ জুন বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত টি-২০ ফাইনাল ম্যাচে হার্দিক তিন ওভারে ২০ রানে তিনটি উইকেট নেন, ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটে যায় জুন মাসে শেষ শনিবার। দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। ১৪৪ রান এবং ১১ উইকেট নিয়ে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপপর্ব শেষ করেন হার্দিক।
আরও পড়ুন- আজীবনই ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকা? কোনওদিন কেন টুর্নামেন্ট জিততে পারে না প্রোটিয়ারা?
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হার্দিক। বুধবার প্রকাশিত সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে হার্দিক দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ২২২। হার্দিকের আগে কোনও ভারতীয় ক্রিকেটার টি-২০ অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছতে পারেননি।
সামগ্রিকভাবে দেখতে গেলে, হার্দিক হলেন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার যিনি গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরাহ, এবং রবি বিষ্ণোইয়ের পরে T20I র্যাঙ্কিংয়ে ১ নম্বরে পৌঁছেছেন। গম্ভীর, কোহলি এবং সূর্যকুমার ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ছিলেন, বুমরাহ এবং বিষ্ণোই একমাত্র দুই ভারতীয় বোলার যাঁরা ১ নম্বরে পৌঁছেছেন। অলরাউন্ডার হিসেবে এই কৃতিত্ব একমাত্র হার্দিকেরই।
আরও পড়ুন- শেষ ম্যাচেই ইতিহাস! যেভাবে টি-২০ বিশ্বকাপের মাইলফলক ছুঁলেন বিরাট রোহিত
অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ টি উইকেট নিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ র্যাঙ্ক অর্জন করা ভারতীয় বোলার। এক স্থান এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৮ম স্থানে রয়েছেন। ভারতের হয়ে পাঁচ ম্যাচে ১০ বোলারকে আউট করেছেন এই স্পিনার।
T20 বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জাসপ্রিত বুমরাহ ১২তম স্থানে আছেন। অর্শদীপ সিং এখন ১৩তম স্থানে রয়েছে। সূর্যকুমার যাদব T20I ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরেই রয়েছেন এবং যশস্বী জয়সওয়াল সপ্তম স্থানে রয়েছেন।
কলকাতার তলপেট মস্তানির একাল সেকাল
ধোঁয়াটে ক্রিক রো-র ঝলমলে জলসা! কলকাতা কাঁপাত মস্তান ভানু বোসের কালীপুজো
"Awsome! Author inscript will view your appreciation"
Applause with Google Applause with Facebook Continue with General Login
Your purchase could not be completed
We received error when attempting to authorize your payment from razar pay. But don't worry our team will be in touch with you shortly

Congratulations!
You have unlocked “বিশ্বকাপ জয়ের পর নতুন শিরোপা! প্রথম ভারতীয় হিসেবে যে ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ডি...” just now. Read it anytime in next 30 days