চৈত্রশেষেই সর্বনাশ, চরম তাপপ্রবাহ! স্বস্তির বৃষ্টি নামবে কবে?

Weather Update Kolkata: শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

বৈশাখ আসতে এখনও দেরি। চৈত্রমাসেই যা সর্বনাশা খেল দেখাচ্ছে আবহাওয়া তাতে গোটা গ্রীষ্ম কী ভয়াবহ হতে চলেছে তা নিয়ে আতঙ্কে মানুষ। আপাতত খুব যে স্বস্তির কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতরও। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তবে সাময়িক আরাম মিলতেও পারে রবিবার। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

এই মুহূর্তে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিনে এই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। আলিপুর আবহাওয়া দফতর তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাংলার বিভিন্ন জেলাতেই। মার্চের শেষেই ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে তাপমাত্রা। এবার ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। আগামী দু' তিনদিনে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলেই আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- তাপপ্রবাহ, রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা! কেন এত বাড়ছে গরম?

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বেশ কিছু এলাকায় লু বইবার আশঙ্কাও রয়েছে। তবে শনিবার ও রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও দিতে পারে।

বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে।

কলকাতার অস্বস্তি কাটছে না। এই তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অবশ্য রয়েছে খানিক।

More Articles