বিজ্ঞাপন লিখিয়েদের জন্য : জনস্বার্থে প্রচারিত

Bengali Advertisement Writing: ইংরেজি বা হিন্দি বিজ্ঞাপন বাংলা করার সময় বাংলা ভাষার মেজাজ-মর্জি বজায় রাখা উচিত। কাজটা খুব কঠিন নয়।

কবি লিখেছিলেন ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। কবিতার এই লাইন এখন প্রায় প্রবাদ। তবে আমরা মেনে নিয়েছি সবাই বিজ্ঞাপন অনিবার্য – বিকি-কিনির হাটে জিনিসটি চালাতে গেলে বিজ্ঞাপন ছাড়া গতি নেই। বাংলা ভাষায় আজকাল সযত্ন বিজ্ঞাপন খুব একটা চোখে পড়ে না। হিন্দি-ইংরিজি ভাষায় লেখা বিজ্ঞাপনের অক্ষম অনুবাদই বেশি। অথচ একসময় বাংলা ভাষায় চমৎকার মনোগ্রাহী বিজ্ঞাপনের কপি তৈরি করতেন বিজ্ঞাপনকর্মীরা। সেই সব ফেলে আসা বিজ্ঞাপন থেকে কিছু নমুনা। সেখানেও হিন্দির ছোঁয়া ছিল তবে এখনকার বিজ্ঞাপনের মতো লাগামছাড়া অমনোযোগ চোখে পড়ত না। এমনকী বাংলা ভাষায় ভালো বিজ্ঞাপন তৈরি হতো বলেই হয়তো হিন্দিভাষী ব্যবসায়ীরা জনস্বার্থে প্রচারিত বিজ্ঞাপন সুবোধ্য বাংলা ভাষাতেই দিতেন। একালের অবাঙালি বড় ব্যবসায়ীরা হিন্দি ভাষার অন্বয় বাংলা ভাষার ওপর চাপিয়ে দিলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু অনেকেই এখনও সহজ বাংলাতেই যা লেখার লেখেন। প্রথমে একালের নমুনা, পরে সেকালের। বিহারী খাস্তা ঠেকুয়ার বিজ্ঞাপনে ‘অর্ডার মত সাপ্লাই করা হয়’ বাক্যটিতে ‘অর্ডার’ আর ‘সাপ্লাই’ এই ইংরেজি শব্দদু'টি রেখে দেওয়া ভালোই হয়েছে। ঠেকুয়ার ক্রেতাদের কাছে অর্ডার আর সাপ্লাই এই ইংরেজি শব্দদু'টি সহজ বাংলা শব্দের মতোই হয়ে উঠেছে। সেগুলির বাংলা…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles