চমকের পর চমক আইপিএল নিলামে! তাবড় খেলোয়াড়দের ভবিষ্যৎ কী

IPL Auction: চলুন জেনে নেওয়া যাক, আইপিএলের ১৬তম সিজনে, কে থাকছেন নিজের পুরনো দলে আর কাকে ছাড়ছে তাঁদের দল।

যেসব ঘটনা বিগত দুই দশকের মধ্যেই বিশ্ব ক্রিকেটের গতিপ্রকৃতি একেবারে বদলে দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২০০৮ সালে শুরু হওয়া কুড়ি ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতা যেন বিশ্বকাপের থেকেও বড় হয়ে উঠেছে ভারতীয়দের কাছে। খেলা এবং বিনোদনের মধ্যে এক দুর্দান্ত ফিউশন ঘটিয়ে বিশ্বমানচিত্রে জায়গা করে নিয়েছে আইপিএল। দেখতে দেখতে ১৫টা বছর পেরিয়ে গিয়েছে আইপিএলের। ২০২৩ সালে ১৬ বছরে পা দেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর তার আগেই ঘর-গোছাতে ব্যস্ত আইপিএলের সমস্ত ফ্র‍্যাঞ্চাইজি। প্রতিযোগিতা শুরুর আগে একটি মিনি নিলাম হবে, সেটা আগেই ঘোষণা করেছিল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। জানা গিয়েছে আগামী ২৩ ডিসেম্বর কোচি-তে হতে চলেছে আইপিএলের এই মিনি নিলাম। ১৫ নভেম্বরের মধ্যেই সমস্ত দল তাদের রিটেনশন লিস্ট জমা দিয়ে দিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আইপিএলের ১৬তম সিজনে, কে থাকছেন নিজের পুরনো দলে আর কাকে ছাড়ছে তাঁদের দল।

পোলার্ডকে ছাড়ছে মুম্বই
আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দল মুম্বই ইন্ডিয়ানসের একজন অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। এর আগে বহু সিজনে তিনি একা হাতে ম্যাচ মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দিয়েছেন। রোহিতের অনুপস্থিতিতে পোলার্ডকে নেতৃত্ব দিতেও দেখা গিয়েছে অনেকবার। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ক্রিকেটারকে ছেড়ে দিয়ে এবার ঘর গোছাবে রোহিতের মুম্বই ইন্ডিয়ানস। এবারের আইপিএলে ১০ জন ক্রিকেটারকে ধরে রেখে পাঁচজনকে ছেড়ে দিয়েছে মুম্বই। ফাবিয়ান অ্যালেন, কায়রন পোলার্ড, টাইমাল মিলস, ঋত্বিক শকিন এবং ময়ঙ্ক মার্কাণ্ডে এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ানস থেকে বাদ পড়তে চলেছেন। তবে হ্যাঁ, কম অর্থে অবশ্য তাঁদের আবারও দলে নেওয়ার সুযোগ থাকছে।

সব মিলিয়ে মুম্বই ছাড়ছে কায়রন পোলার্ড, আনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়াল, বেসিল থামপি, ড্যানিয়েল সামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, ময়ঙ্ক মার্কাণ্ডে, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রাইলি মেরেডিথ, সঞ্জয় যাদব, টাইমাল মিলস-কে।

আরও পড়ুন: বিরাট নন, এখনও পর্যন্ত ভারতের সর্বকালের সেরা ব‍্যাটার সচিনই

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ানস দলে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, ট্রিস্তান স্টাবস, রমনদীপ সিং, টিম ডেভিড, জসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয়া, জেসন বেহরেনডর্ফ, অর্জুন তেণ্ডুলকর, আরহাদ খান, আকাশ মাধওয়াল।

জাদেজা থাকছেন চেন্নাইয়ে
চেন্নাই সুপার কিংস দলের অন্যতম ভরসার স্থল রবীন্দ্র জাদেজা। তবে গত সিজন থেকেই তাঁকে সরিয়ে দিতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস। বিগত কয়েকটি সিজনে চেন্নাইয়ের হয়ে জাদেজার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। কিন্তু, শুধুমাত্র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ইচ্ছাকে মান্যতা দিয়ে জাদেজাকে ধরে রেখেছিল চেন্নাই। এবারেও তার অন্যথা হচ্ছে না। আইপিএলের এই আসরেও আমরা হলুদ জার্সিতে দেখতে পাব রবীন্দ্র জাদেজাকে। জাদেজা ফিট হয়ে ডিসেম্বরে বাংলাদেশ সফরে ভারতীয় দলে কামব্যাক করতে চলেছেন। তারপরেই হয়তো সম্পূর্ণভাবে চেন্নাই সুপার কিংস-এর ক্যাম্পে যোগ দেবেন রবীন্দ্র জাদেজা।

ক্রিস জর্ডন, নারায়ণ জগদিশন, মিচেল স্যান্টনার, ডোয়েইন ব্রাভো, এস হরি নিশান্ত এবং অ্যাডাম মিলনে-কে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে চেন্নাইয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (C&WK), রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, মঈন আলি, ঋতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, অম্বাতি রাইডু, ডোয়াইন প্রিটোরিয়াস, মহেশ থেকশানা, প্রশান্ত সোলাঙ্কি, দীপক চাহার, মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং, তুষার পন্ত, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, মিচেল স্যান্টনার, মাথিশা পাথিরানা, শুভ্রাংশু সেনাপতি।

বড় পদক্ষেপ করবে কেকেআর
বিগত আইপিএল সিজনে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। প্রথম থেকেই খারাপ পারফরম‍্যান্সের কারণে গত সিজনে কলকাতা নাইট রাইডার্সের দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। তাই এবারে দল গঠন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে চলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ভারতের টেস্ট দলের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং দলের আরেক সদস্য শিবম মাভিকে। অ্যালেক্স হেলসের পরিবর্তে অ্যারন ফিঞ্চ-কে দলে নিয়েছিল কেকেআর। দলের ওপেনার হিসেবে পাঁচ ম্যাচে মাত্র ৮৬ রান করেছেন ফিঞ্চ। এই বিশ্বকাপেও ফিঞ্চ ছিলেন একেবারেই ফ্লপ। তাই হয়তো এবারের আইপিএলের আসরে ফিঞ্চকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে, এক কোটি টাকা দিয়ে শেষ মুহূর্তে কেকেআর কিনেছিল ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে-কে। কিন্তু মুম্বই অধিনায়ক রাহানে সাত ম্যাচে মাত্র ১৩৩ রান করেছেন কলকাতা নাইট রাইডার্সের জন্য, যার গড় ১৯.৩৩। এত খারাপ পারফরম‍্যান্সের জন্যই দু'জন খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স বাদ দিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে দারুণ ছন্দে থাকা হেলস যদি কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হন, তাহলে কেকেআর দলের শক্তি অনেকটাই বাড়বে। শিবম মাভি-কে ৭.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ২০২২ সালের আইপিএলে ৬ ম্যাচে মাত্র ৫ উইকেট দখল করতে পেরেছিলেন তিনি। আর তার বোলিং ইকোনমি ছিল ১০.৩২। আগে তুলনায় পারফরমেন্স অনেকটাই খারাপ হওয়ায় শিবমকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

বাদের তালিকায়- প্যাট কামিন্স, স্যাম বিলিংস, অমান খান, শিবম মাভি, মহম্মদ নবি, চমিকা করুনারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাসিখ সালাম, শেলডন জ্যাকসন।

রইলেন- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিঙ্কু সিং।

শার্দুল ঠাকুর বাদ পড়বেন
গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস-এর হয়ে দারুণ ফর্মে ছিলেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তবে এবারের সিজনে তাঁকে ছেড়ে দিতে চাইছে দিল্লি ক্যাপিটালস। শার্দুল ছাড়াও কেএস ভরত, টিম সেইফরট, মন্দিপ সিং এবং অশ্বিন হেব্বারকে ছেড়ে দিতে চাইছে দিল্লি। শার্দুল ভালো মানের অলরাউন্ডার হলেও তাঁর দর অনেক বেশি বলে মনে করছে দিল্লি ক্যাপিটালস। তার বদলে অন্য কোনও একজন অলরাউন্ডারকে দলে নিতে চাইছে তারা। অন্যদিকে, ঋষভ যখন নিজে উইকেটকিপার, তখন আর ভরতের বিশেষ প্রয়োজন নেই বলে মনে করছে দিল্লি ক্যাপিটালস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য যশ ধুল আগেরবার আইপিএলে একটিও ম্যাচ খেলেন নি। এবারে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে দিল্লির। তাই এবার অতিরিক্ত খেলোয়াড় না নিয়ে কম খরচে ভালো খেলোয়াড় খুঁজতে চাইছে দিল্লি ক্যাপিটালস।

বাদের তালিকায়- শার্দুল ঠাকুর, টিম সেফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মনদীপ সিং।

থাকছেন- ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, যশ ধুল, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অ্যানরিক নর্জে, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, চেতন সাকারিয়া, খালিল আহমেদ, প্রবীণ দুবে, কমলেশ নাগরকোটি, ভিকি অস্তওয়াল, অমন খান।

কী করছে ব্যাঙ্গালোর
গত বছরের আইপিএল শেষ হওয়ার পরেই মনে হয়েছিল, এবারে হয়তো নিজেদের দলের মধ্যে অনেক পরিবর্তন আনবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৫টি আইপিএল সিজন হয়ে গেলেও, বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর একটিও আইপিএল ট্রফি জিততে পারেনি। ফাইনাল অবধি পৌছেও হাতছাড়া হয়েছে ট্রফি। তাই এবার নিজেদের দলের মধ্যে পরিবর্তন আনতে চাইছে আরসিবি। সেই মতো এবার সিদ্ধার্থ কৌল, করন শর্মা, আকাশদীপ এবং ডেভিড উইলিকে বাদ দিতে চলেছে রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। টিমে আছেন ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, দীনেশ কার্তিক, মহিপাল লোমর, ফিন অ্যালেন, রজত পতিদার, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রহুদেসাই, হার্শাল মোহাম্মদ প্যাটেল, সিদ্দিকুল আলম সিরাজ, জশ হ্যাজেলউড এবং কর্ণ শর্মা।

কী করবে লখনউ
গত বছরের আইপিএলের আসরে অভিষেক ঘটিয়ে বেশ ভালো পারফরম্যান্স করেছিল কে এল রাহুলের লখনউ সুপার জায়েন্টস। তবে এই দলটিতে পরিবর্তন আনা প্রয়োজন ছিল। সেই মতোই এবার তিনজন ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে লখনউ। মনিশ পান্ডে, অ্যান্ড্রু টাই এবং অঙ্কিত রাজপুতকে বাদ দিতে চলেছে লখনউ। এমনকী, মেগা অকশনে ৮.৭৫ কোটি টাকায় কেনা জেসন হোল্ডারকে ছেড়ে দিয়ে দলে আরও ভারসাম্য আনতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে, টিমে রয়েছেন- কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, মনন ভোরা, আয়ুশ বাদোনি, দীপক হুডা, ক্রুনাল পান্ড্য, মার্কাস স্টোয়নিস, কাইল মায়ার্স, করণ শর্মা, কে গৌতম, আবেশ খান, মহসিন খান, রবি বিষ্ণোই, মার্ক উড, ময়ঙ্ক যাদব।

হায়দরাবাদে বাদ উইলিয়ামসন?
গত আইপিএল সিজনে খুবই খারাপ পারফরম্যান্স করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন এই দলটি আগের বছরের আইপিএল সিজন থেকেই বাজে ফর্মে চলছে। তবে এবারের আইপিএলে একেবারে নতুন অধিনায়কের সঙ্গে নামতে পারে সানরাইজার হায়দ্রাবাদ। তাই সম্ভাবনা রয়েছে এবার কেন উইলিয়ামসনকে ছেড়ে দিচ্ছে সানরাইজার্স। এই আইপিএল সিজনে দলে থাকছেন- রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন, কার্তিক ত্যাগী, ফজল হক ফারুকি।

অন্যদিকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, জে সুচিথ, শ্রেয়স গোপালকে।

More Articles