কুকুরের উপদ্রব কমানোর দাওয়াই 'নীল জল'! বাড়ির বাইরে বোতল ঝোলালেই সমস্যার সমাধান?

Blue Water Bottle for stray dogs : আশেপাশের অঞ্চলে এই নীল জলের বোতল ঝুলতে দেখা যাচ্ছে। কেন? বাসিন্দাদের বক্তব্য, কুকুর তাড়ানোর জন্য।

রাস্তার পাশে, পাড়ায়, অলিতে গলিতে ‘তাঁরা’ ঘুরে বেড়ান। বহাল তবিয়তে থাকেন, এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের দেখলে আনন্দে মেতে ওঠেন। আবার বিপদে পড়লে ‘তাঁরা’ই দাঁত মুখ বের করে ছুটে আসেন। আবার মাঝে মধ্যে নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াইও চলে। হাজার হোক, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে কথা! না, এরা অবশ্য মানুষ নয়, সারমেয়। অর্থাৎ পথ কুকুর; গোদা বাংলায় অনেকেই নেড়ি কুকুর বলেও সম্বোধন করেন। দামি ল্যাব্রাডর, পাগ বা হাস্কির মতো নয়; কিন্তু এই দেশি, পথ কুকুরগুলোও একইরকম আপন।

তবে ইদানিং রাস্তাঘাটে, বা অলিতে গলিতে ঘুরলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে। বেশিরভাগ বাড়ির বাইরে, দেওয়ালের গায়ে দড়ি বেঁধে ঝোলানো একটি বোতল। তার মধ্যে নীল জল ভরা। অবশ্য ‘ইদানিং’ বললে খানিক ভুল হবে। বেশ কয়েকবছর ধরেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে এই নীল জলের বোতল ঝুলতে দেখা যাচ্ছে। কেন? বাসিন্দাদের জিজ্ঞেস করলে সবার থেকে একই উত্তর পাওয়া যাবে। কুকুর তাড়ানোর জন্য। মানে? পথ কুকুরের উপদ্রব থেকে নিজের বাড়ি ও আশেপাশে এলাকাকে বাঁচাতেই নাকি এই টোটকা শুরু করেছে রাজ্যবাসী।

জলাতঙ্ক হলে জল খেতে ভয় পায়, এমনটাই নাকি বলেন ডাক্তাররা। আর সেই রোগ সংক্রমিত কুকুরে কামড়ালে হয়। সেটাও সবাই জানে। কিন্তু নীল জলে ভয় পায় কুকুর? বাড়ির সাধারণ জলের মধ্যে কয়েক ফোঁটা নীল ফেলে দিয়ে বাইরে রাখলে আর আসবে না কোনও কুকুর? ঘেঁষতেও সাহস পাবে না? এমনটা কি সত্যিই হয়? আজও অনেকেরই বিশ্বাস এমনটা, এটাই নাকি একমাত্র ‘দাওয়াই’। অথচ দেখা যাচ্ছে, কুকুরদের তাতে থোড়াই কেয়ার! সে দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে দাপট নিয়ে, লেজ উঁচিয়ে। নীল হোক বা লাল, কোনও রঙের জলকেই সে পরোয়া করে না। তাহলে কি সবটাই ভাঁওতা?

বিজ্ঞানীদের মতামত ঠিক এমনটাই। ঠিক কে বা কারা এই নীল জলের বোতল রাখার প্রথা শুরু করল, জানা নেই। তারপর থেকে কলকাতা ও আশেপাশের অঞ্চলে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই নীল গোলা জল। তাতে আখেরে লাভের লাভ কিছুই হয় না, স্পষ্ট বলে দিচ্ছেন বিজ্ঞানীরা। কেন? কারণ, রঙের সঙ্গে কুকুরের আদতে কোনও সম্পর্কই নেই। কুকুরদের চোখের গঠন এমনই যে, এরা রং সেভাবে আলাদা করে চিনতে পারে না। তাই নীল কেন, যে কোনও রঙের জলের বোতল ঝুলিয়ে রাখলে আখেরে লাভের লাভ কিছুই হবে না। শুধু কুকুর কেন, কোনও প্রাণীর ক্ষেত্রেই কিছু হবে না। তবুও এখনও অনেক বাড়ির গায়েই ঝুলে থাকে সেই ‘পরম্পরা’। গুজবও যে বীভৎস আকারে ভাইরাল হয়, এই ঘটনাই তার উৎকৃষ্ট প্রমাণ।

More Articles