ইসরোর ঘামঝরা লড়াইয়ের একাল সেকাল
ISRO: ধর্ম জায়গা ছেড়েছিল। গোরুর গাড়িতে চেপে শুরু হয়েছিল মহাকাশ পাড়ির সফর। সেখান থেকে মঙ্গল হয়ে চাঁদজয়। বাদ যায়নি সূর্যও। পরের নিশানা ভিনগ্রহ শুক্র। যেভাবে শূন্য থেকে একশো ছুঁয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, সেই...
দেশের উন্নতি শুধুমাত্র রাষ্ট্রনেতাদের বক্তৃতা বা তাঁদের রাজনৈতিক প্রজ্ঞা ঠিক করে দিতে পারে না। এমনকী দেশের অর্থনৈতিক অবস্থানও তা পুরোপুরি নির্ধারণ করে দেয় না। বরং একটি দেশকে বিশ্বমঞ্চে এগিয়ে রাখে তার বিজ্ঞানসাধনা। সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তায় কোনও শর্টকাট নেই, নিরন্তর গবেষণা চালিয়ে যাওয়া ছাড়া। তাই সেই দেশ ততই উন্নত, যত সে বিজ্ঞানের সাহায্যে, প্রযুক্তির সাহায্য সমস্ত অজানা, অচেনার থেকে পর্দা তুলতে পেরেছে। যেদিন প্রথম পাথরে পাথর ঘষে আগুন জ্বালতে শিখল মানুষ কিংবা গাছের ডালের মুখ ছুঁচালো করে গড়ে নিল হাতিয়ার, সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে দৌড়। অবিরাম উন্নতির পথে নিরন্তর পথচলা। ক্রমে দল থেকে গোষ্ঠী হয়ে রাজ্য থেকে দেশ, সভ্যতার দিকে এক পা দু-পা করে চলতে চলতে মানুষ প্রাজ্ঞ হয়েছে। দল, সমাজের বাইরেও যে বৃহত্তর ভুবন রয়েছে, তার খোঁজে অভিযান চালিয়েছে নতুন নতুন। সেই গণ্ডি ক্রমে পৃথিবীর সীমানা ছাড়িয়ে পৌঁছেছে মহাকাশে। একটা সময় ছিল, যখন যুদ্ধ শুধুমাত্র বারুদ-বন্দুক-বোমায় সীমাবদ্ধ ছিল না। যুদ্ধ এসে ঠেকেছিল মহাকাশ রেষারেষিতে। কত আগে মহাকাশে উপগ্রহ পাঠাল কোন দেশ, কে-ই বা প্রথম বার মহাকাশে মানুষ…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
