দুরন্ত রিঙ্কু-রাসেল, বোলিং নিয়ে কপালে ভাঁজ, কেমন চলছে কেকেআরের আইপিএল প্রস্তুতি?

KKR Practice IPL 2023 : ১ এপ্রিল থেকেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তার আগে কেমন প্রস্তুত দল?

ফুটবল বিশ্বকাপের সময় বহু মানুষ রাত জেগেছেন। সেই সময় পেরিয়ে গিয়েছে অনেকদিন হল। তবে আবারও শুরু হতে চলেছে খেলার মাঠের যুদ্ধ। একটা ট্রফি, আর সেটা পাওয়ার জন্য লড়বেন দেশ বিদেশের নামী অনামী খেলোয়াড়রা। ২০২৩ সালের আইপিএলের মরসুম তো শুরু হয়েই গেল। গতবারের খেলায় আবির্ভাবেই চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটানস। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। যেখানে থাকবেন এমএস ধোনি। তার ওপর এই বছরই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তাই উন্মাদনাও চরমে।

এতসবের মাঝে কলকাতা সহ গোটা বাঙালির দৃষ্টি একটি দলের দিকেই। কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। এর আগে দু’বার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে তারা। তারপর ভালোয় মন্দে কেটেছে টুর্নামেন্ট। কিন্তু ট্রফি আর ঘরে আসেনি। এই মরসুমে কি সেই খরা শেষ হবে? রাসেল-টিম সাউদি-সুনীল নারিনরা কি পারবেন কেকেআর-কে সেরার শিরোপা দিতে? ভক্তদের মনে আশা তুঙ্গে। শনিবার, অর্থাৎ ১ এপ্রিল থেকেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তার আগে কেমন প্রস্তুত দল?

চণ্ডীগড়ে পাঞ্জাবের ঘরের মাঠে হবে যুযুধান। তার আগে ইডেন গার্ডেনেই হয়ে গেল কেকেআরের প্রস্তুতি ম্যাচ। নিজেদের মধ্যেই দল বানিয়ে ম্যাচ খেললেন সমস্ত খেলোয়াড়রা। শেষ মুহূর্তে একবার ঝালিয়ে নেওয়া, কার কতটা ফর্ম। তবে এই প্রস্তুতি ম্যাচে ছিলেন না লিটন দাস, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে কবে তাঁরা এসে যোগ দেবেন দলে, সেটা এখনও জানায়নি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে সুনীল নারিনও খেলেননি প্রস্তুতি ম্যাচ। তবে তিনি চণ্ডীগড়ে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

কেকেআরে এবার সবচেয়ে বড় পরিবর্তন যদি বলা যায়, তাহলে হল অধিনায়ক। ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার শ্রেয়াস আইয়ার আগের মরসুমে দলের অধিনায়ক ছিলেন। কিন্তু আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীনই পিঠে চোট পান শ্রেয়াস। যার ফলে দল থেকে ছিটকে যান। কেকেআরও তাঁর অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করতে পারবে, সেটা বলাই বাহুল্য। তবে সামান্য হলেও আশার খবর, শ্রেয়াস ব্যাঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে আছেন। তিনি ফের একবার মাঠে নামার জন্য মুখিয়ে। অন্যদিকে, আইপিএলের পরই অনুষ্ঠিত হবে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতের হয়ে খেলতে চান শ্রেয়াস। তাই আইপিএলেই যাতে নামতে পারেন, তার চেষ্টা করছেন তিনি।

আপাতত ফেরা যাক প্রস্তুতি ম্যাচের কথায়। নতুন অধিনায়ক নীতিশ রানা সহ দলের অনেকেই নিজেদের ঝালিয়ে নিলেন। আর সেখানেই ওপেনিংয়ের চিন্তা দূর করলেন ভেঙ্কটেশ আইয়ার আর অনুকূল রায়। ভেঙ্কটেশ ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন। ইডেনেরে প্রস্তুতি ম্যাচেও ছিলেন মারমুখী মেজাজে। ভেঙ্কটেশ আর অনুকূল, দুজনেই প্রস্তুতি ম্যাচে দুর্ধর্ষ হাফ সেঞ্চুরি করেছেন। সেইসঙ্গে নীতিশ রানা, রিঙ্কু সিং আর মনদীপ সিংও দুর্দান্ত ব্যাটিং করলেন। গত আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন রিঙ্কু সিং। এবারও যে শুরু থেকেই সেই ছন্দ বজায় রাখতে চলেছেন, সেই ইঙ্গিতই পাওয়া গেল প্রস্তুতি ম্যাচে।

তবে আসল আকর্ষণের কেন্দ্রে ছিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ফর্মে থাকলে যে ঠিক কী করতে পারেন, তা দেখিয়ে দিয়েছেন বিগত কয়েকটি মরসুমে। তাঁর নাগালে বল এলেই স্টেডিয়াম পার করে দিচ্ছেন। প্রস্তুতি ম্যাচেও রাসেল ঝড়ের ইঙ্গিত বেশ ভালোই পাওয়া গেল। অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন তিনি। সেইসঙ্গে আছেন ডেভিড ওয়াইজি। শেষের দিকে ফিনিশার হিসেবে তিনিও যে কম যান না, সেটাও বুঝিয়ে দিলেন প্রস্তুতি ম্যাচে।

তবে কেকেআরকে চিন্তায় রাখবে বোলিং বিভাগ। প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করা দলটি ২২৪ রান করেন। জবাবে ১৯ ওভারেই ম্যাচ বের করে নিয়ে যায় অপর দলটি। এমন জায়গায় দাঁড়িয়ে বোলিং স্বাভাবিকভাবেই চিন্তায় রেখেছে। বরুণ চক্রবর্তীর সেই স্পিনের জাদু সেভাবে দেখা যায়নি। পাশাপাশি ফিল্ডিংয়ের ব্যাপারটিও বেশ ভাবাচ্ছে। তবে এখনও দলে যোগ দেননি উমেশ যাদব, টিম সাউদির মতো বোলাররা। রয়েছেন সুনীল নারিনও। পাশাপাশি ভারতের অন্যতম প্রতিভা শার্দূল ঠাকুরও এবার কেকেআরে। সঙ্গে রয়েছেন লকি ফারগুসনও। প্রত্যেকেই ভালোমতো সুইং করতে পারেন। সেই জাদু কি দেখা যাবে শনিবারের ম্যাচে? সেটাই এখন দেখার।

More Articles