লক্ষীপূজো বানান দেখলে লক্ষ্মী কি সেই ঘরে ঢুকবেন?
Lakshmi Spelling : লক্ষ্মীন্দ্র ভেঙে লখীন্দর। লখীন্দর অন্যতম কৃষক – তাকে অন্যরা ডাকে লখীন্দদাদা বলে।
‘প্যাঁচা হল পক্ষী তার পিঠে চেপে আসেন মিষ্টি দেবী লক্ষী।’ সকাল বেলায় এমন একটি ছড়া লিখে রূপচাঁদ হাজির। দেখে খুশি হওয়ার কথা। হতে পারলাম না। মিলে ভুল নেই। পক্ষীর সঙ্গে লক্ষ্মী দিব্য মিল কিন্তু লক্ষ্মী বানানের যুক্তাক্ষরটি দু'টি অক্ষরের নয়, তিনটি অক্ষরের। ক্ষ্ম= ক্+ষ্+ম্। রূপচাঁদ ‘ম’ বাদ দিয়েছে। তাই বলতেই হলো, “বাবু রূপচাঁদ। যুক্তাক্ষরে ‘ম’-টি না দিলে বানানটি যে মাটি হবে।” রূপচাঁদ বলল, “জানতাম। ইচ্ছে করে ম-বাদ দিয়েছিলাম। তোমার ম-বিষয়ক মতবাদ ও মতামত জানার জন্য।” “বাংলা ভাষায় ম-উচ্চারণ করি না, বানানে ব্যবহার করি এমন উদাহরণ দেওয়া সম্ভব।” একথা বলে সাদা বোর্ডে খসখসিয়ে লিখে দিলাম বানান ও মানে সহ কয়েকটি শব্দ। লক্ষণ = চিহ্ন লক্ষ্মণ = রামের ভাই লক্ষ্মীবার = যে বারে লক্ষ্মীপুজো হয়, বৃহস্পতিবার লক্ষ্মীবিলাস = লক্ষ্মীবিলাস সমাস বদ্ধ পদ। আগে এ নামে একটি মাথায় মাখার তেল পাওয়া যেত। এখন যায় কি না জানি না। লক্ষ্মীর বিলাসে ব্যবহৃত যে তেল তাই লক্ষ্মীবিলাস তেল। লক্ষ্মীশ্রী = শ্রী মানে সৌন্দর্য। রবীন্দ্রনাথ তাঁর গ্রাম পুনর্গঠন প্রকল্প শ্রীনিকেতনকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন। লক্ষ্মীশ্রী মানে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
