বলিভিয়া-বিজয়: মেসিহীন দলকে যে ভাবে জেতালেন ডি মারিয়া

Bolivia vs Argentina: মেসির ম্যাচ ছাড়ার সিদ্ধান্ত মুখের হাসি কেড়েছিস ভক্তদের। তবে সেই অভাব অনেকটাই এদিন পূরণ করেছেন মারিয়া। প্রমাণ করে দিয়েছেন খুব ভুল হাতে ব্যাটন ছাড়েননি মেসি।

আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। লিওনেল মেসি মানেই আর্জেন্টিনা। ভক্তদের কাছে যে এই দু'টো শব্দ কবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, তা হিসেব কষে বলা কঠিন। কিন্তু অপ্রত্যাশিত যা কিছু, তা-ও তো ঘটে। যেমন ঘটেছে এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। মেসিকে ছাড়াই বলিভিয়ার মুখোমুখি হল আর্জেন্টিনা। অবশ্য মেসির মুখ রেখেছে তাঁর দল। বলিভিয়ার বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে আর্জেন্টিনা। লাপাজের হার্নান্দো সাইলস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দল। সেখানেই আনহেল ডি মারিয়ার নেতৃত্বে দল ছিনিয়ে আনে জয়।

এই ম্যাচে প্রতিপক্ষ শুধু বলিভিয়া ছিল না। প্রতিপক্ষ ছিল ফুটবল স্টেডিয়ামও। লাপাজের স্টেডিয়াম সমস্ত দেশের ফুটবল খেলোয়াড়দের জন্যেই বিভীষিকা। আর তার কারণ এর উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২২৫ মিটার উপরে এই স্টেডিয়াম। ফলে প্রায়শই খেলাধুলা করতে গিয়ে অক্সিজেনের ঘাটতির মুখে পড়তে হয় খেলোয়াড়দের। যার ফলে এই স্টেডিয়ামে খেলা এবং জেতা প্রাকৃতিক কারণেই বেশ কঠিন। তবে সেই ময়দানেই জয় ছিনিয়ে এনেছে আর্জেন্টিনা, তা-ও আবার ফুটবলের সম্রাট মেসিকে ছাড়াই। গোড়া থেকেই সতর্ক হয়ে ময়দানে নেমেছিল আর্জেন্টিনা। হাতের কাছে মজুত ছিল অক্সিজেনের ক্যান। মাঝেমধ্যেই ফুটবলারদের অক্সিজেন নিতে দেখা গিয়েছে খেলা চলাকালীন। তবে শেষপর্যন্ত সেই পরিশ্রম সার্থক হয়েছে।

আরও পড়ুন:মেসি না হল্যান্ড, ব্যালন ডি’অরের সেরার সেরা খেতাব ছিনিয়ে নেবেন ফুটবলের কোন জাদুকর?

এদিনের ম্যাচে মেসি ছিলেন না। ফলে দলকে নেতৃত্ব দেওয়ার ভার পরে আনহেল ডি মারিয়ার কাঁধে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের ৮৮তম মিনিটেই মাঠ ছাড়েন মেসি। সাজঘরে ফেরার আগে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পরিয়ে দিয়ে যানসতীর্থ ও প্রিয় বন্ধু ডি মারিয়ার হাতে। তবে মেসির এই সিদ্ধান্ত ঘিরে মনখারাপের ছায়া নামে ভক্তমহলে। তবে শেষপর্যন্ত মেসির বিশ্বাসকেই জিতিয়ে দিয়েছেন ডি মারিয়া। পাশাপাশি মেসিকে ছাড়াও যে আর্জেন্টনা আর্জেন্টিনাই, তা বুঝিয়ে দিয়ে গিয়েছেন নতুন অধিনায়ক। তবে মেসির হাত থেকে আর্মব্যান্ড পাওয়া যে একটা অভাবনীয় অভিজ্ঞতা, তা জানাতে ভোলেননি ডি মারিয়া। জানান, বিশ্বসেরার কাছ থেকে আর্মব্যান্ড নেওয়ার অনুভূতিটাই অন্য রকম।

Messi-less Argentina cruise to 3-0 win over Bolivia

মোট দু'টি ম্যাচের দুটিতেই এসেছে জয়। যা নিয়ে পুরোপুরি ৬ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে দুইয়ে নাম লেখাতে পেরেছে আর্জেন্টিনা। শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্টও অবশ্য ৬। আর আর্জেন্টিনার কাছে হেরে দশ দলের তালিকায় তলানিতে চলে এসেছ বলিভিয়া। তাদের পয়েন্ট শূন্য।

Messi-less Argentina cruise to 3-0 win over Bolivia

এদিন ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথম গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এদিকে ৪২তম মিনিটে ব্যবধান বাড়ান ত্যাগলিয়াফিকো। প্রথম দু'টি গোলেই সহায়তা করেছেন ডি মারিয়া। শেষমেশ একেবারে শেষ পর্বে ৮৩তম মিনিটের মাথায় এজেকুয়েল পালাসিওসের পাসে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন নিকোলাস গঞ্জালেস।

Messi-less Argentina cruise to 3-0 win over Bolivia

ওই উচ্চতায় এসে এমন দুর্ধর্ষ ম্যাচ দর্শকদের উপহার দেওয়া সহজ ছিল না মোটেই। তবে সেই কাজটাই হাসতে হাসতে করে ফেলেছেন ডি মারিয়া ও তাঁর টিম। উচ্চতা নিয়ে প্রশ্ন করা হলে মারিয়া ডানান, আসলে উচ্চতা ব্যাপারটা অনেকটাই মানসিক। মারিয়া জানান, দলের পারফর্মেন্টে খুশি তিনি। দুর্দান্ত খেলে প্রাপ্য জয় এসেছে, কোনও ভুল হয়নি। আর তার জন্য বিপক্ষ শিবিরের কোর্টে পৌঁছতে পারেনি একটি গোলও।

আরও পড়ুন:মধ্যরাতে ফুটবল ম্যাজিক, মেসির ৮০০তম গোল, বিশ্বজয়ের মুহূর্তই যেন ফিরে এল আর্জেন্টিনায়

মেসির ম্যাচ ছাড়ার সিদ্ধান্ত মুখের হাসি কেড়েছিস ভক্তদের। তবে সেই অভাব অনেকটাই এদিন পূরণ করেছেন মারিয়া। আসলে ইন্টার মায়ামি ও জাতীয় দলের হয়ে টানা ম্যাচ খেলার ধকলটা সহ্য হচ্ছিল মেসির। বয়স ও ক্লান্তির কথা মাথায় রেখেই এদিন তাঁকে ম্যাচ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একেকজন খেলোয়াড় বহু সময়েই দলের জন্য অপরিপূরক হয়ে ওঠে। যেমন আর্জেন্টিনার জন্য ছিলেন মেসি। তবে কখনও না কখনও তো পতাকাটা নামিয়ে রাখতেই হয়। ব্যাটন তুলে দিতে হয় অন্য হাতে। আর সেই কাজটাই করেছেন মেসি। আর সেই ব্যাটন যে তিনি খুব ভুল হাতে দেননি তা প্রমাণ হয়ে গিয়েছে বলিভিয়ার বিরুদ্ধে এই ম্যাচেই।

More Articles