উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমনের, অপারেশন ব্লু স্টারই ইন্দিরা গান্ধীর মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়?
Operation Blue Star 1984 Indira Gandhi : শিখরা স্বর্ণমন্দির দখল নিলেও চুপ থাকেন ইন্দিরা। পাঞ্জাবের সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু হলে বাধ্য হয়ে সেনাবাহিনী পাঠান
১৯৮৪ সালের ৬ জুন, ঘড়ির কাঁটা প্রায় সাড়ে ৭টার ঘর ছুঁই ছুঁই। ঘুম থেকে উঠে গোটা ভারত প্রতিদিনের কাজে ব্যস্ত হতে শুরু করেছে। কিন্তু অমৃতসরের সকালটা যেন একটু অন্যরকম। অদ্ভুত চাপা, ঠিক যেন প্রচণ্ড ঝড়ের আগের আবহাওয়া। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কামান একটু একটু করে এগোচ্ছে ‘আকাল তখত’ খ্যাত শিখ মন্দিরের দিকে। ১০৫ মিলিমিটার অতি শক্তিশালী বিস্ফোরক স্কোয়াশ হেড শেল বিশিষ্ট এই কামান মন্দিরটি ভেঙে দিতে 'প্রস্তুত'। সেনারা চলেছেন ইতিহাস বিখ্যাত, বলা ভালো কুখ্যাত অপারেশন ব্লু স্টার (Operation Blue Star) সফল করতে। সেনাবাহিনীর অবস্থান শিখদের প্রধান তীর্থস্থান অমৃতসরের স্বর্ণমন্দিরের ঠিক উল্টো দিকে। মন্দিরের প্রধান দু’টি ভবন দখল করে নিয়েছেন এক গোঁড়া শিখ গুরু, সন্ত জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে। তাঁর দাবি, শিখদের জন্য আলাদা একটি স্বাধীন ভূখণ্ড গঠন করা হোক। সেই ভূখণ্ডের নাম হবে ‘খালিস্তান’। তাঁর এই 'অন্যায় আবদার' প্রতিহত করতে শুরু হয় যুদ্ধ। শুরু হয় অপারেশন ব্লু স্টার। ছয় থেকে আট দিন ব্যাপী লড়াইয়ে প্রায় ৪৯২টি প্রাণের বিনিময়ে ধর্মনিরপেক্ষ ভারতের ছবিটা বজায় রাখে সেনা। ১৯৮৪ সালে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দিল্লির প্রতিনিধি স্যার…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
