জানেন যৌনতায় তৃপ্তি আপনার অধিকার! কিন্তু কতটা সুখী ভারতীয়রা?
Orgasm and Sexual Rights: অধিকাংশ ভারতীয় পুরুষদের যৌন আকাঙ্খা ও চাহিদা তৈরি হয় পর্নোগ্রাফি দেখে। সেই চাহিদা বা আকাঙ্খার অধিকাংশই অলীক।
যৌনতার ইচ্ছা খোলাখুলি প্রকাশ করলে দণ্ড, খোলাখুলি মহিলার যৌন আকাঙ্খা প্রকাশ পাওয়া মানেই সেই মহিলা সহজলভ্য। এসব এই ভারতেই ঘটে, আবার এই ভারতেই দেওয়ালে দেওয়ালে হাজারো যৌন অঙ্গভঙ্গি খোদাই করা। এই ভারতেই যৌনতা আসলে এক ক্রীড়াও। একাধিক সঙ্গীর সঙ্গে যৌনক্রীড়া, অর্গ্যাজ়মের ইতিহাস এদেশে সুপ্রাচীন। বাৎস্যায়নের লেখা যে কোনও অলীক চিন্তন নয়, প্রতিটি মানুষই নিজেদের যৌন ফ্যান্টাসির সময় সে বিশ্বাসেই আস্থা রাখেন। স্বমেহনে ডুবে হোক বা সঙ্গীর সঙ্গে সম্মতিসূচক যৌনক্রীড়া এদেশে চর্চার মধ্যেই আছে। তবু যৌনসুখ পাওয়ার ক্ষেত্রে লিঙ্গভেদে, অর্থাৎ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একটা বড় বৈষম্য থেকে যায়। বিজ্ঞান বলছে, মহিলাদের ক্ষেত্রে চরম যৌনসুখ সময় সাপেক্ষ, পুরুষদের ক্ষেত্রে ততখানি নয়। কিন্তু একথাও সত্যি যে বিপরীতকামী মহিলারা পুরুষের উপরই নির্ভর করেন এবং নিশ্চিতভাবেই প্রাপ্য সুখ পান না। তাহলে উপায়? 'ফেক অর্গ্যাজ়ম' সম্পর্ক টিকিয়ে রাখে, কিন্তু প্রতিদিন নিজেদের ফাঁকি দিয়ে যান মহিলারা। সন্তানের জন্ম দেওয়ার জন্য পুরুষের অর্গ্যাজ়ম হওয়া অত্যন্ত জরুরি। কারণ তা না হলে শুক্রাণুর নিঃসরণ হবে না। লিঙ্গ নিঃসৃত সেই শুক্রাণু অনেকটা পথ পেরিয়ে নারীর জরায়ুর ভেতরে থাকা ডিম্বাণুকে নিষিক্ত…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
