বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচ, পানামার বিরুদ্ধে কেমন প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা?

Argentina vs Panama Match Preview : বিশ্বকাপ জয়ের পর এই প্রথম গোটা নীল-সাদা ব্রিগেড একসঙ্গে মাঠে নামতে চলেছে।

বেশ কয়েকমাস হয়ে গেল, ২০০ সালের ফিফা বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। কাতারের প্রবল মহারণে তৈরি হয়েছে অনেক রূপকথা, দেখা গিয়েছে অবিস্মরণীয় সব মুহূর্ত। আর এসব পেরিয়ে সামনে উঠে এসেছে মেসি অ্যান্ড কোং। ১৮ ডিসেম্বর, ২০২২-র সেই রাত আজও ভুলতে পারেনি অনেকে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, শতাব্দীর অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল। ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ধুন্ধুমার লড়াই, তারপর টাইব্রেকারে মেসিদের জয় – কাতারের লুসাইল স্টেডিয়ামে তৈরি হয়েছিল রূপকথা।

তারপর কেটে গিয়েছে অনেকগুলি দিন। আর্জেন্টিনার জার্সিতে একটি তারা বেড়ে গিয়েছে। ১৯৮৬-র বিশ্বজয়ের ৩৬ বছর পর ফের একবার সোনালি ট্রফিটি ঢুকল লা আলবিসেলেস্তের ঘরে। লিওনেল মেসি সহ অন্যান্য খেলোয়াড়রাও যে যার ক্লাবে ফিরে গিয়েছেন। সেখানে স্বমহিমায় রাজত্ব করছেন তাঁরা। এরইমধ্যে চলে এল আরও একটি আন্তর্জাতিক খেলার মরসুম। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে পা রেখেছে পানামার জাতীয় ফুটবল দল। আর তাদের বিরুদ্ধেই মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম গোটা নীল-সাদা ব্রিগেড একসঙ্গে মাঠে নামতে চলেছে। আর তাই নিয়েই উত্তেজনা তুঙ্গে।

এই মুহূর্তে ফিফার ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে হারের পরও এক নম্বরে রয়েছে ব্রাজিল। ফিফার সেরার শিরোপাও পেয়েছে আর্জেন্টিনার তিন যোদ্ধা। লিওনেল মেসি, এমি মার্তিনেজের সঙ্গে সেরা কোচের পুরস্কার পেয়েছেন লিওনেল স্কালোনিও। এই মুহূর্তে পরপর দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি পানামার সঙ্গে, অন্যটি কুরাকাওয়ের সঙ্গে। আগামী শুক্রবার পানামার বিরুদ্ধে ম্যাচটি আয়োজিত হবে। বুয়েনস আইরেসের ৮৩ হাজার দর্শকাসনের স্টেডিয়ামে টিকিটের জন্য এখন থেকেই হুড়োহুড়ি লেগেছে। কয়েক লাখ সমর্থক নতুন জার্সিতে বিশ্বজয়ী টিমকে মাঠে দেখার জন্য প্রস্তুত।

২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলে পানামা। ২০২২-এ যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। এবারে শক্তিশালী আর্জেন্টিনা ফেভারিট থাকলেও, নিশ্চয়ই জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়বে পানামার ফুটবলাররা। কিন্তু আর্জেন্টিনা কি তৈরি? সম্প্রতি একসঙ্গে ট্রেনিং শুরু করেছেন মেসি-দি মারিয়ারা। দুজনেই অবসরের কথা আগেভাগে জানালেও, বিশ্বজয়ী দলের হয়ে এখনও খেলা জারি রাখতে চান। তাই দলে মেসি আর দি মারিয়া যে থাকবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এছাড়াও আক্রমণ বিভাগে ঝাঁঝ বাড়াতে তৈরি জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও পাওলো ডিবালা। তবে চোটের কারণে পাপু গোমেজ ও আলেজান্দ্রো গারনাচোকে পাচ্ছেন না স্কালোনি। বাকি দলটির সবাই মোটামুটি থাকছেন। গোলের নিচে এমি মার্তিনেজ, সঙ্গে মলিনা, ওতামেন্ডি, লিচা মার্তিনেজ, আকুনা, দে পল, ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার থাকছেন। পাশাপাশি রয়েছেন মেসি, দি মারিয়া, আলভারেজ। পরের দিকে নামতে পারেন লাউতারো মার্তিনেজ ও ডিবালাও। ঘরের মাটিতে এই দলটি যথেষ্ট শক্তিশালী। তাই বিশ্বজয়ী আর্জেন্টিনাকে আবার মাঠে নামতে দেখে উচ্ছ্বসিত সবাই।

More Articles