এবার ইডির নজরে রণবীর কাপুর! ৫০০০ কোটি টাকার মহাদেব বেটিং কেলেঙ্কারি আসলে কী?

Ranbir Kapoor ED : এই বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত একটি বিয়ে ঘিরে নড়েচড়ে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

একটি বিয়ে। বিয়েতে নিমন্ত্রিত বলিউড তারকারা। আজকাল এও এক ফ্যাশন এবং 'স্টেটাস সিম্বল'। ফলে বিয়েতে বলিউডের নায়িকা-নায়ক এনে, তাঁদের নিয়ে নাচ করিয়ে, ছবি তুলিয়ে তা প্রচার করা নতুন কিছু না। বড়লোকের চেয়েও বড়লোক আছে ইহা সত্য, তারা ডাক পাড়লে বলিউড, হলিউড, শ্যুটিং, খেলা সব ছেড়েই চলে আসতে বাধ্য থাকেন অনেকে। এমনই বাধ্য ছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ক'দিন বাদেই সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে তাঁর সিনেমা 'অ্যানিম্যাল' মুক্তি পাবে। কোথায় উদযাপন করবেন, তা না ডাক পাঠাল ইডি (হ্যাঁ, বড় ব্যবসায়ীরা ছাড়া মাঝে মাঝে ইডি সিবিআই ডাকলেও সব ছেড়ে হাজির হতেই হয়)। রণবীর কাপুরকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নেপথ্যে মহাদেব বেটিং কেলেঙ্কারি। মহাদেব অনলাইন বেটিং অ্যাপের মালিকদের সঙ্গে পাকিস্তানের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সন্দেহজনক যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইডি জানাচ্ছে, এই বছরের ফেব্রুয়ারিতে মহাদেব অ্যাপের সহ-মালিক, সৌরভ চন্দ্রকরের বিয়ে এবং গত বছরের সেপ্টেম্বরে কোম্পানির সাফল্যের পার্টিতে যোগ দিয়েছিলেন প্রায় ১৭ জন বলিউড সেলিব্রিটি। প্রত্যেকেই এখন ইডির নজরে। কেন? ইডি বলছে, রণবীর মহাদেব অ্যাপের মালিকদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তাদের গেমিং অ্যাপের প্রচারের জন্য। রণবীরকে যে টাকা দেওয়া হয়েছে তা কালো টাকা। মহাদেব অ্যাপের প্রবর্তক সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপল সেলিব্রিটিদের পারিশ্রমিক দেওয়ার জন্য জুয়ার টাকা ব্যবহার করেছেন বলে অভিযোগ। রণবীরই এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করেছেন। তিনি এই অ্যাপটির জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচারও করেছিলেন বলে অভিযোগ।

এই সংস্থাটি দুবাই থেকে নিজেদের কাজকর্ম চালায়। অভিযোগ, মহাদেব অনলাইন বুক বেটিং অ্যাপ হচ্ছে মূলত একটি সিন্ডিকেট। এটি অবৈধ বেটিং ওয়েবসাইটগুলিকে দিয়ে অনলাইন বুক বেটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করানো, ইউজার আইডি তৈরি করা এবং বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচার করে। কেলেঙ্কারির আর্থিক মূল্য ইতিমধ্যেই ৫,০০০ কোটি টাকা ছুঁয়েছে বলে অনুমান।

রণবীর কাপুর ছাড়াও মহাদেব বেটিং অ্যাপের হয়ে প্রচার করার জন্য ইডি আরও বেশ কয়েকজন সেলিব্রিটি এবং কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বকেও সন্দেহ করছে। মহাদেব অ্যাপের প্রতিষ্ঠাতারা ৪-৫টি একই ধরনের অ্যাপ চালাচ্ছেন। অ্যাপগুলি সবই পরিচালনা করা হয় দুবাই থেকে। এই সব অ্যাপ প্রতিদিন কয়েক কোটি টাকার মুনাফা করছে বলে অভিযোগ।

এই বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত একটি বিয়ে ঘিরে নড়েচড়ে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিয়েতে ২০০ কোটি টাকা খরচ করা হয়েছিল এবং সবটাই সম্পূর্ণ নগদে। রাস আল-খাইমাহতে অনুষ্ঠিত তাঁর বিয়েতে, মহাদেব অনলাইন বুক বেটিং অ্যাপের অন্যতম প্রবর্তক সৌরভ চন্দ্রকর তাঁর পরিবারের সদস্যদের নাগপুর থেকে সংযুক্ত আরব আমিরশাহি নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত জেট ভাড়া করেছিলেন এবং বলিউড সেলিব্রিটিদের নাচগানের জন্য টাকা দিয়েছিলেন।

ইডির সূত্র জানাচ্ছে, চন্দ্রকর এবং রবি উৎপল হচ্ছেন মহাদেব বেটিং প্ল্যাটফর্মের দুই মাথা। দুবাইয়ে তারা নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। ইডি সম্প্রতি রায়পুর, ভোপাল, মুম্বই এবং কলকাতা জুড়ে ৩৯ টি জায়গায় অনুসন্ধান চালিয়েছে এবং ৪১৭ কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বিদেশেও ইডি তদন্ত শুরু করেছে।

চন্দ্রকারের বিয়েতে টাইগার শ্রফ, সানি লিওন, নেহা কক্কর, বিশাল দাদলানি, এলি আবরাম, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতি খারবান্দা, নুসরাত ভরুচা, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, আসগর, কৃষ্ণা অভিষেক এবং সুখবিন্দর সিং সহ বলিউডের অনেকেই উপস্থিত ছিলেন। এই সেলিব্রিটিরাও বেটিং অ্যাপগুলিকে সমর্থন করেছেন৷ তবে রণবীর বা এই তারকারা ঠিক কত টাকা পেয়েছেন তা এখনও প্রকাশ করা হয়নি। ইডি জানাচ্ছে, দাউদের সঙ্গেও যোগাযোগ রয়েছে চন্দ্রকরের। এখন ডি কোম্পানিই সুরক্ষা যোগাচ্ছে চন্দ্রকরকে।

 

More Articles