গুটি গুটি পায়ে শরীরে বাসা বেঁধেছে ক্যানসার? এই লক্ষণগুলি দেখলেই চলে যান ডাক্তারের কাছে

Cancer Silent Symptoms : আপাতদৃষ্টিতে খুবই সাধারণ হলেও, এই ‘অদৃশ্য লক্ষণ’গুলিই মারণ রোগ ক্যানসারের আগমন জানিয়ে দেয়।

ক্যানসার – এই নামটি শুনলেই অজস্র মানুষের মনে তৈরি হয় ভয়। সাধারণ জ্বর বা সর্দিকাশি নয়, এই রোগ কখন কার হবে কেউ বলতে পারে না। সম্প্রতি বাংলার তরুণী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ২৫ পেরনোর আগেই প্রয়াত হলেন। কারণ, সেই মারণ ক্যানসার। ঐন্দ্রিলার মতো আরও অজস্র মানুষ রয়েছেন, যারা প্রতিদিন এই রোগের সঙ্গে লড়াই করছেন। কেউ পারছেন, কেউ আবার অকালেই লড়াইটা হেরে যাচ্ছেন। আর বাকিরা ‘ক্যানসার’ নামক জুজুর ভয়ে দিন কাটাচ্ছেন। কে জানে, কখন কার দিকে ধেয়ে আসবে এই রোগ!

অবশ্য ক্যানসার নিয়ে এই ভয় একেবারেই অমূলক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)-এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে যে রোগগুলির জন্য মানুষ সবচেয়ে বেশি মারা যায়, তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যানসার। সহজ ভাষায়, বিশ্বের দ্বিতীয় ভয়ংকরতম মারণ রোগ এটি। ক্যানসারেরও নানারকম প্রকারভেদ। মাথা থেকে অন্ত্র, চামড়া, রক্ত, হাড় – শরীরের বিভিন্ন জায়গায় হানা দিতে পারে ক্যানসার সেল। তারপর অনিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে কোষগুলি। ফলে ভালো কোষগুলি ধ্বংস হয়ে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ভেঙে যায়। একটু একটু করে মানুষ ঢলে পড়ে মৃত্যুর দিকে।

ক্যানসারের কারণ নানা রকম। একেকরকম ক্যানসারের প্রকাশও আলাদা আলাদা। যত তাড়াতাড়ি ধরা পড়বে, ততই মঙ্গল। কিন্তু এখানেই অনেকের ভুল হয়ে যায়। সামান্য কাশি, জ্বর হলে বা একটু একটু বুকে ব্যথা করলে অনেকেই গুরুত্ব দেন না। পরবর্তীকালে যখন ডাক্তারের কাছে যান, তখন দেখা যায়, অনেক দেরি হয়ে গিয়েছে। কেউ ক্যানসার আক্রান্ত হলে বিশেষ কিছু রোগ লক্ষণ দেখা যায়। আপাতদৃষ্টিতে সেটা খুবই সাধারণ হলেও, সেই ‘অদৃশ্য লক্ষণ’গুলিই হয়তো ক্যানসারের আগমন জানিয়ে দেয়। বুঝতে পারলে অনেক আগেই তাকে রুখে দেওয়া যায়। কী সেই লক্ষণ? কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হবেন? ডাক্তারের কাছে ছুটবেন? এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : শরীরে কীভাবে ছড়াচ্ছে ক্যানসার? বাঙালি বিজ্ঞানীর আবিষ্কারে তোলপাড় বিশ্ব

১) এক নাগাড়ে কাশি

জ্বর হোক বা সর্দি, ইনফেকশন, অ্যাজমা, অ্যালার্জি – কাশির নানাবিধ কারণ থাকে। অনেকেই আছেন, যারা ঘনঘন কাশতে থাকেন। একটানা কাশি হয়তো অনেকের ক্ষেত্রেই খুব সাধারণ ঘটনা। কিন্তু সেই সাধারণ কাশিও ক্যানসারের লক্ষণ হতে পারে। ফুসফুসের ক্যানসার হলে শুকনো, ঘনঘন কাশি সমানে চলতে থাকে। গলায় কিছু একটা আটকে আছে মনে হয়। অনেক সময় কাশির সঙ্গে হালকা কফ ও রক্তও বেরিয়ে আসে। এরকম হলে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান। সবার আগে উপযুক্ত ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা শুরু করুন।

২) অন্ত্রের সমস্যা

এটা তো সামান্য পেট খারাপ, একটু সামলে খেলেই সব ঠিক হয়ে যাবে – এমন কথা প্রায়ই বলে থাকেন পরিজনেরা। অন্ত্রের গোলমাল, বারবার বাথরুমে ছোটা, পাতলা পায়খানা – এসবই সাধারণ পেট খারাপের লক্ষণ। কিন্তু এটা অন্ত্রের ক্যানসারের লক্ষণও হতে পারে। বারবার বাথরুমে ছোটার পাশাপাশি পাতলা পায়খানা, মাঝে মাঝে সেখানে রক্তও মিশে থাকতে পারে। সেক্ষেত্রে নিজেরা চিকিৎসা না করে একবার ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো।

৩) শরীরের কোনও অংশে লাম্প তৈরি হওয়া

হঠাৎ করে মনে হচ্ছে, শরীরের কোনও অংশে একটা লাম্প তৈরি হয়েছে? হঠাৎ একটু উঁচু উঁচু লাগছে? মনে হচ্ছে, সেই জায়গাটায় হঠাৎ করেই মাংসপিণ্ড তৈরি হয়েছে? তাহলে তড়িঘড়ি একবার ডাক্তারের সঙ্গে কথা বলা ভালো। সমস্ত লাম্পই যে ক্যানসারের কারণ, তা একেবারেই নয়।তবে এটা ক্যানসারের অন্যতম লক্ষণ হলেও হতে পারে। স্তন, গলা, হাত-পায়ে এই ধরনের লাম্প তৈরি হতে পারে।

আরও পড়ুন : ইউয়িংস সারকোমাই প্রাণ কাড়ল লড়াকু ঐন্দ্রিলার! কী উপসর্গ এই মারণ রোগের?

৪) আঁচিল, মোলে কোনও বদল

আঁচিল অনেকের শরীরেই দেখা যায়। ছোট থেকে বড় তিলও অনেকের শরীরেই ছড়িয়ে থাকে। এগুলো স্বভাবগত দিক থেকে ক্ষতিকারক নয়, অর্থাৎ ম্যালিগনেন্ট নয়। কিন্তু হঠাৎ দেখলেন, আপনার সেই আঁচিল, তিলের রং বদলে যাচ্ছে। তার আকার, গঠনও বদলে যাচ্ছে। যদি এরকম হয়, তাহলে এক মুহূর্তও নষ্ট না করে ডাক্তারের কাছে যান। গবেষণা বলছে, আঁচিল-তিলের মধ্যে এমন পরিবর্তন এলে সেটা মেলানোমা বা ত্বকের ক্যানসারের অন্যতম লক্ষণ হতে পারে।

৫) আকস্মিক ওজন হ্রাস

এতদিন দিব্যি ছিলেন, ওজনও একেবারে ঠিকঠাক ছিল। খাওয়া-দাওয়া নিয়ে অনিয়মও করেননি। তবুও হঠাৎ করেই আপনার ওজন অস্বাভাবিক কমে গেল। কোনও কারণ ছাড়াই! ডাক্তাররা বলছেন, এই ঘটনাটি ক্যানসার হওয়ার প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি। পাকস্থলী, অগ্ন্যাশয় অথবা ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এমনটা প্রায়ই দেখা যায়। তাই হঠাৎ ওজন কমে গেলে ডাক্তারের কাছে যেতেই হবে।

৬) খাবার গিলতে অসুবিধা

সামনে মন ভালো করা, জিভে জল আনা খাবার। কিন্তু আপনি মনমরা হয়েবসে আছেন। কেন? খাবার গলা থেকে নামছেই না। জোর করে গিলতে হচ্ছে। এমন লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। গলায় ক্যানসার টিউমার তৈরি হলে এই সমস্যা দেখা যায়।

৭) প্রস্রাবে রক্ত

প্রস্টেট ক্যানসার হোক বা ব্লাডার ক্যানসার – প্রস্রাবে রক্ত মিশে যাওয়া এই মারণ রোগের অন্যতম লক্ষণ। তাই এমন ঘটনা ঘটলে লুকিয়ে রাখবেন নাকখন। সঙ্গে সঙ্গে ভালো চিকিৎসকের পরামর্শ নিন, প্রয়োজনীয় পরীক্ষা করান।

আরও পড়ুন : নীরবে এই রোগ প্রাণ কেড়েছে ঐন্দ্রিলার! প্রতি বছর আক্রান্ত দু’কোটি, কীভাবে সতর্ক হবেন

৮) ব্যথা

কাজ করতে করতে, বা অনেকক্ষণ হাঁটাচলা করার পর আমাদের হাতে-পায়ে ব্যথা হয়। শরীর খারাপ হলেও গা ম্যাজম্যাজ করে। কিন্তু সেই ব্যথা আর ম্যাজম্যাজে ভাব যদি বহুদিন ধরে থাকে? যেন মনে হচ্ছে, শরীরের অমুক জায়গা নাড়াতেই পারছেন না। যেন আগুন জ্বলছে! এরকম হলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়। সরাসরি ডাক্তারের কাছে যান। ক্যানসারের কারণও হতে পারে এটি।

More Articles