ভুল নামের বানান, জন্ম তারিখেও গন্ডগোল! জানেন কীভাবে নাম আপডেট করবেন প্যান এবং আধার?

Name change of Pan and Aadhar : ঝক্কি ঝামেলা ছাড়াই হবে কাজ হাসিল, জানেন কীভাবে ঘরে বসেই নাম পরিবর্তন করতে পারবেন প্যান আধারের?

ব্যক্তি পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক কার্ড, আর তাদের একটার সঙ্গে অপরটার লিংক করানো, এটাই মূল কাজ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। ব্যাংকে লম্বা লাইন, সাইবার ক্যাফেগুলোয় উপচে পড়া ভিড়; যখন যেমন সরকারি ফতোয়া জারি হচ্ছে, তখন ঠিক তেমন করে নিজেদের লিংক করিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আম আদমি। অন্যথায় সমূহ বিপদ। অমুক তারিখের মধ্যে না করলেই বাতিল হয়ে যাবে সব নথি, এমন জুজু তো আছেই। চলতি মাসের শুরু থেকেই খবরের শিরোনাম দখল করে রেখেছিল বিষয়টি। ৩১ মার্চ ডেডলাইনের ভয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতির মুখোমুখি ছিল আমআদমি। যদিও সম্প্রতি সেই সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে সরকার।

এখনও সিংহভাগ ভারতীয়র লিংক করানোর কাজ হয়নি আধার এবং প্যান কার্ডের ফলে একপ্রকার বাধ্য হয়েই ফের ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয় আয়কর বিভাগের তরফে। জরিমানার পরিমাণও একই থাকছে, মাথাপিছু ১০০০ টাকা করে। কিন্তু এই এত কিছুর মধ্যে আরও একটি সমস্যা মাথাচাড়া দিয়েছে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই প্যান কার্ড এবং আধার কার্ডের নাম অথবা জন্ম তারিখ মিলছে না! তারিখ নিয়ে এই সমস্যা তুলনায় কম হলেও নামের বানানের গন্ডগোল প্রায়শই শোনা যায়।

আরও পড়ুন - এপ্রিলের শুরু থেকেই বদলে যাচ্ছে নিয়ম, কোন বড় ধাক্কার মুখে ফোন পে, গুগল পে ব্যবহারকারীরা?

বর্তমানে সমকেতু সরকারি কাজে, ব্যাংকের সমস্ত নথিতে অথবা অফিসের নথিতে প্রয়োজন কেওয়াইসি ভেরিফিকেশন। কেওয়াইসি বলতে মূলত প্যান এবং আধারের ভেরিফিকেশন বোঝায়। এমত অবস্থায়, এক ব্যক্তির এই দুই কার্ডের নামের বানান যদি পৃথক থাকে তাহলে বহুল সমস্যার মুখোমুখি পড়তে হয়। এই নাম বদলের জন্য অনেক ঝক্কি পোহাতে হয়, কিন্তু জানেন কি খুব সহজেই কিছু নিয়ম মেনে ঘরে বসেই প্যান বা আধার ডাটাবেসে আপনার বিশদ বিবরণ সংশোধন করে নিতে পারবেন।

UIDAI ওয়েবসাইট অনুসারে, আধারের প্রকৃত ডেটার সাথে তুলনা করার সময় করদাতার দ্বারা প্রদত্ত আধার এবং প্যান নামের মধ্যে কোনও ছোটখাটো মিল না থাকলে, আধারের সাথে নিবন্ধিত মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (আধার ওটিপি) পাঠানো হয়। করদাতাদের জেনে রাখা দরকার নিশ্চিত ভাবে প্যান এবং আধারের জন্ম তারিখ এবং লিঙ্গ হুবহু একই হতে হবেই।

প্রথমে জেনে নেওয়া যাক প্যান কার্ডের নাম, ফোন নম্বর, জন্মতারিখ কীভাবে পরিবর্তন করবেন?

ধাপ ১: প্রথমে গুগলে গিয়ে NSDL এর অনলাইন পোর্টাল https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html -তে যান।

ধাপ ২ : হোম পেজে ‘অ্যাপ্লিকেশন টাইপ' ড্রপডাউন থেকে 'PAN সংশোধন' বিকল্পটি নির্বাচন করে তাতে আপনার ব্যক্তিগত বিবরণ পূরণ করুন।

ধাপ ৩: ক্যাপচা কোড লিখুন এবং তারপর সাবমিটে ক্লিক করে আবেদন জমা করুন

ধাপ ৪ : এরপর আপনি এসএমএস এর মাধ্যমে টোকেন নম্বর সহ একটি বার্তা পাবেন।

ধাপ ৫: এরপর Continue with PAN অপশনে ক্লিক করলে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।

ধাপ ৬: প্রিভিউ ফর্ম অপশনে গিয়ে আপনার তথ্য পুনরায় চেক করুন, প্রয়োজনীয় বিবরণ পরিবর্তন করুন এবং তারপর পেমেন্টে অপশনে যান।

সমস্ত বিবরণ জমা দেওয়ার পর নির্দিষ্ট অর্থ জমা করতে হবে এই কাজের জন্য। টাকা দেওয়া হয়ে গেলে একটি স্বীকৃতি স্লিপ তৈরি করা হবে। খেয়াল রাখবেন, আপনাকে অবশ্যই এটি প্রিন্ট করতে হবে এবং নথির প্রকৃত প্রমাণ সহ NSDL ই-গভ অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন - আরও কিছুটা বাড়তি সময়, জানেন ঠিক কতদিন বাড়ল প্যান আধার লিংকের সময়সীমা?

এবার জেনে নেওয়া যাক আধার কার্ডের নাম, বয়স অথবা জন্ম তারিখ ইত্যাদি বৃত্তান্ত পরিবর্তন করতে চাইলে কী করবেন?

আপনি আধারে ডেমোগ্রাফিক বিশদ যেমন নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডির পাশাপাশি বায়োমেট্রিক্স আঙ্গুলের ছাপ, আইরিস এবং ছবি সবই আপডেট করতে পারেন।
ধাপ ১: প্রথমেই গুগল গিয়ে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যান।

ধাপ ২: ‘লগইন’ এ ক্লিক করুন।

ধাপ ৩: পরবর্তী যে মেনুটি আসবে সেখানে আপনার আধার নম্বর এবং নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে।

ধাপ ৪: পাঠানো OTP লিখুন এবং পুনরায় ‘লগইন’ এ ক্লিক করুন।
মনে রাখবেন যে, এই OTP শুধুমাত্র dish মিনিটের জন্যই বৈধ থাকবে।

ধাপ ৫: লগ ইন করার পরে, আপনার আধারের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং ভাষা আপডেট করতে 'edit aadhaar online' বেছে নিন।

ধাপ ৬: আধারের বিশদটি বেছে নিন যা আপডেট করতে হবে। সঙ্গে সমস্ত নথির একটি স্ক্যান কপি রাখুন। আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য এই নথিগুলির প্রয়োজন হবে। সব ফিলাপ করা সম্পূর্ণ হলে আপডেট আধার অপশনে ক্লিক করুন।

মনে রাখবেন যে আপনি যে পরিমাণ আপডেট করতে পারেন তার একটি সীমা রয়েছে।

ধাপ ৭: এরপর একটু নতুন পৃষ্ঠা দেখা যাবে যেখানে আপনার বর্তমান তথ্য দেখাবে। যে বিবরণগুলি পরিবর্তন করতে হবে তা লিখুন এবং প্রয়োজনীয় নথি জমা দিন। এরপর নির্দিষ্ট অর্থ প্রদান করুন।অর্থপ্রদানের পরে, একটি আপডেট অনুরোধ নম্বর (URN) তৈরি করা হবে। এবং সেখান থেকে আপনি আপনার স্বীকৃতি কপি ডাউনলোড করতে পারবেন।

More Articles