গরিমা হারাবে রজার পরবর্তী টেনিস! অবসরের খবরে কী বলছেন সানিয়া, সচিন, মেসিরা?
Roger Federer: "আমি যা ভেবেছিলাম টেনিস আমাকে তার থেকে অনেক বেশি দিয়েছে," অবসরে আবেগে রজার ফেডেরার।
একটা সোশ্যাল মিডিয়া পোস্টেই বিশ্ব ক্রীড়া প্রেমীদের হৃদয় ভঙ্গ। তোলপাড় হয়ে গিয়েছে সমস্ত ক্রীড়া জগত। এমন দিন যতই দেরিতে আসে ততই মঙ্গল। অবসর গ্রহণ করেছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। বৃহস্পতিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ফেডেরার তাঁর অবসর গ্রহণের কথা জানান গোটা বিশ্বকে। আর তাতেই ক্রীড়া জগতের ব্যক্তিত্ব ও ভক্তরা আবেগ তাড়িত হয়ে পড়েছেন। গত কয়েক বছর ধরেই একের পর এক চোটের কারণে বিভিন্ন প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ফেডেরার। তাই অনেকেই মনে করছিলেন হয়তো অবসর নেবেন টেনিস তারকা। অবশেষে জল্পনা সত্যি হলেও মেনে নিতে পারছেন না কেউই। ফেডেরারের কথায়, “মনে হচ্ছে ২৪ বছর ২৪ ঘণ্টায় শেষ হয়ে গেল। শেষ তিন বছর চোট, অস্ত্রোপচারের মতো বহু বাধার সম্মুখীন হয়েছি। খেলায় ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। কিন্তু নিজের শারীরিক ক্ষমতা কতটা এবং কতদূর টানতে পারব সেটাও আমি জানি। আমি যা ভেবেছিলাম টেনিস আমাকে তার থেকে অনেক বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় শেষ, সেটা বুঝতে পারছি। আমি এরপরেও টেনিস খেলব। কিন্তু আর গ্র্যান্ড স্ল্যাম বা প্রতিযোগিতায় নামব না। প্রতিযোগিতার দিনগুলির কথা খুব মনে পড়বে।” শেষ বেলাতেও টেনিসের প্রতি নিজের ভালবাসা চেপে রাখতে পারেননি কিংবদন্তি। রজার বলেছেন, “আমি তোমাকে ভালবাসি। তোমাকে ছেড়ে কোনওদিনও যাব না।”
টেনিস কোর্টে যাঁর সঙ্গে ফেডেরারের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায় সেই রাফায়েল নাদাল লিখেছেন, “প্রিয় রজার, আমার বন্ধু এবং প্রতিপক্ষ। আমি চেয়েছিলাম এই দিনটা যেন কোনওদিনও না আসে। আমার মতো বিশ্বের ক্রীড়া জগতের কাছে আজকের দিনটা খুবই দুঃখের। কোর্টে এবং বাইরে দীর্ঘ সময় ধরে যে সুন্দর আমরা কাটিয়েছি তা আমার কাছ শুধু আনন্দের নয়, সম্মান এবং গর্বেরও।”
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা উইলিয়ামস জানিয়েছেন, “আমি সবসময়ই তোমার থেকে শিখেছি এবং তোমাকে শ্রদ্ধা করে এসেছি। আমাদের চলার পথ বরাবরই একই রকম ছিল। তুমি আমার মতোই কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছো এবং তা আমরা কোনোদিনই ভুলব না। অবসরের দলে আপনাকেও স্বাগত।” আরেক টেনিস তারকা বিলি জিন কিং লিখেছেন, “চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন রজার ফেডেরার। তাঁর প্রজন্মের সবচেয়ে নিখুঁত খেলোয়াড়। কোর্টের মধ্যে অবিশ্বাস্য ক্ষিপ্রতা আর অসাধারণ টেনিস মস্তিষ্কের জন্য বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে রজার।” ফেডেরারকে অভিনন্দন জানিয়েছেন বিলি এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা বার্তাও দিয়েছেন।
আরও পড়ুন- রাজা রজার || ২৪ বছর ধরে রচিত এক মহাকাব্য
ফেডারার পরবর্তী টেনিস কি খানিক হলেও ম্লান হবে? আশঙ্কা করেছেন ভারতীয় টেনিস কন্যা সানিয়া মির্জা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া লিখেছেন, “রজার ফেডেরার, টেনিস কি ভবিষ্যতেও আর একইরকম থাকবে?” শুধু টেনিস জগতের নয় বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসিও আবেগঘন পোস্ট করেছেন ফেডেরারের উদ্দেশ্যে। মেসি লিখেছেন, “টেনিসের ইতিহাসে একজন অনন্য প্রতিভা এবং যে কোনও খেলোয়াড়ের কাছে উদাহরণস্বরূপ। জীবনের নতুন ধাপে আপনার জন্য শুভকামনা। কোর্টে আপনাকে খুবই মিস করব।”
ভারতীয় দুই তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি বরাবরই ফেডেরারের ভক্ত। বেশ কয়েকবার ফেডেরার খেলার সময় মাঠে উপস্থিতি থাকতেও দেখা গেছে তাঁদের। সচিন তেন্ডুলকার বলেছেন, “কী অসাধারণ কেরিয়ার! আমরা তোমার টেনিস ব্র্যান্ডের প্রেমে পড়ে গিয়েছি। ধীরে ধীরে তোমার টেনিস আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল। আর অভ্যাস থেকে কখনই অবসর পাওয়া যায় না, তা আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। ধন্যবাদ দারুণ সব স্মৃতির জন্য।” প্রাক্তন অধিনায়ক এবং অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি লিখেছেন, “সর্বকালের সেরা। রাজা রজার।”
বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও বলেছেন, “এক যুগের অবসান। তোমার খেলা দেখে টেনিস খেলার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে অনেকের। অসাধারণ কেরিয়ারের জন্য শুভেচ্ছা রজার ফেডেরার।” ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র শেহবাগের কথায়, “এ যুগের অনেকের কাছে টেনিসের অর্থই ছিল ফেডেরার। এক যুগের অবসান। মহান রজার।”
আরও পড়ুন- সাদাদের টিটকিরি আর নয়, কৃষ্ণাঙ্গ সেরেনা একাই পালটে দিয়েছেন টেনিস-দুনিয়ার ছবিটা
বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছেন, “আর একটা রজার ফেডেরার পাওয়া অসম্ভব। আমরা কিংবদন্তিকে মিস করব। একা হাতেই টেনিসকে বদলে দিয়েছেন তিনি। খেলার একজন বিস্ময়কর শিল্পী।” ভারতীয় ক্রিকেট দুনিয়ার কাছে টেনিসের অর্থই যে রজার ফেডেরার, তা মেনে নিয়েছেন সকলেই। শুধু ভারতীয় ক্রিকেট নয় সমস্ত দুনিয়াই যে ফেডেরারকে টেনিস কোর্টে মিস করবেন তা বারে বারে বুঝিয়ে দিয়েছে অজস্র ট্যুইট বার্তা।